আপনার কোম্পানি এর দক্ষতা বৃদ্ধির জন্য এইচআর সফটওয়্যার ব্যবহার করুন এবং দেখুন লাভের মুখ

আজকাল বাংলাদেশ অর্থনীতি তে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এর পেছনে তথ্য প্রযুক্তি এর অবদান অনেক। তথ্য প্রযুক্তির বিস্তৃতি যে কতটা বেশী সে ধারণা আমরা অনেকেই করতে পারি না। বাংলাদেশ এর সাধারণ মানুষেরা অনেকেই জানেন না যে ব্যবসার বিভিন্ন কাজ সম্পাদনের জন্য বিভিন্ন্ সফটওয়্যার রয়েছে। যে সফটওয়্যারগুলো ব্যবসার অনেক জটিল কাজকে সহজ করে দিয়ে থাকে। এরকমই এক সফটওয়্যার এর নাম এইচ.আর. সফটওয়্যার।

এইচ.আর. সফটওয়ারে কী?
আমরা সবাই জানি যে সকল ব্যবসায়ীক প্রতিষ্ঠান এ কর্মচারী এবং ম্যানেজার থাকে। প্রতিষ্ঠান এর কর্মরত সদস্যদের যাতে করে সঠিক উপায়ে মানেজ করা যায় এবং তাদের থেকে কোম্পানি সর্বচ্চো সহযোগিতা আদায় করতে পারে সেজন্যই এইচআর সফটওয়্যার বিভিন্ন কোম্পানি ব্যবহার করে থাকে।

কিভাবে এইচ.আর. সফটওয়্যার কাজ করে?
এইচ.আর. সফটওয়্যার আপনার কোম্পানি কে বিভিন্ন সুবিধা দিবে যা ব্যবহার করে আপনি সহজেই আপনার কাজ করতে পারবেন। দেখে নেই কি কি সুবিধা আপনি পেতে পারেন।

১) পর্যবেক্ষণঃ এইচ.আর. সফটওয়্যার এর দ্বারা কর্মচারীদের কাজ এবং উপস্থিতি পর্যবেক্ষণ করা যায় খুব সহজেই। ম্যানেজারেরা তাদের সুবিধামতো যে কোনো ডিভাইস ব্যবহার করে কর্মচারীদের রিপোর্ট দেখতে পারে। এতে করে ম্যানেজার কর্মচারীদের কাজ তদারকি করতে পারে। ফলাফল হিসেবে কোম্পানির করমদক্ষতা বাড়ে।

২) বেতনভাতার জটিল হিসাব সম্পাদনঃ বেতনভাতা হিসাব এবং বেতন প্রদান সহজ কাজ মনে হলেও বাস্তবে তা কঠিন, বিশেষ করে বড় কোম্পানি গুলর ক্ষেত্রে। কেননা, একেকটি বড় কোম্পানি তে কর্মচারী সংখ্যা হাজারও ছাড়াতে পারে। এতো কর্মচারীদের একেকজনের একেক পরিমাণ বেতন এবং বোনাস ও কমিশন এর হিসাব মিলিয়ে এতো সংখ্যক কর্মচারীর বেতন প্রদান কঠিন কাজ। এই কঠিন কাজ কে সহজ করে এইচ.আর. সফটওয়্যার।

৩) নিয়োগ ও প্রশিক্ষনঃ এইচ.আর. সফটওয়্যার এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া একদম সহজ ও সঠিকভাবে চালনা করা সম্ভব। নিয়োগ ছাড়াও বর্তমান কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করার কাজেও এইচ.আর. সফটওয়্যার কাজে লাগে।

আপনি যদি আপনার কোম্পানি তে এইচআর সফটওয়্যার চান তবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে আমাদের এইচআর সফটওয়্যার সুবিধা প্রদান করি।

এইচ.আর. সফটওয়্যার পেতে এই লিঙ্ক এ যানঃ https://www.roopokar.com/services/hr-software-solution/

আমাদের কোম্পানি এর ওয়েবসাইট লিঙ্ক টি ফলো করতে পারেন। লিঙ্কঃ https://www.roopokar.com/

আমাদের কোম্পানি এর আরও কিছু সারভিস আছে -
সফটওয়্যার ডেভেলপমেন্ট, ই আর পি সফটওয়্যার, এইচ.আর. সফটওয়্যার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ইনভেনট্রি ম্যানেজমেন্ট সফটওয়্যার, পি. ও. এস. সফটওয়্যার

আপনার ওয়েবসাইটসফটওয়্যার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের কোম্পানি তে আপনাকে স্বাগতম।

Level 0

আমি রূপকার বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে Techtunes Advertising – tAds এর সহয়তা নিন।

বিশ্ব ব্যাপি ৪ কোটি কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড ও ‘স্পন্সরড টিউন’ এর মাধ্যমে।

Techtunes Advertising – tAds এর মাধ্যমে এডভার্টাইজমেন্ট করতে http://ads.techtunes.io লিংকে ক্লিক করুন।