ফ্রিতে বানিয়ে নিন ইউটিউবের মত একটা ভিডিও শেয়ারিং ব্লগস্পট সাইট

হ্যাঁ বন্ধুরা। একদম ফ্রিতে বানিয়ে নিন ইউটিউবের মতো একটা ভিডিও শেয়ারিং ব্লগস্পট সাইট।

যা করতে হবে- প্রথমে একটা Blogspot Blog খুলুন। http://www.blogger.com এখান থেকে আপনার Gmail ID ব্যবহার করে একটা ব্লগ খুলুন।

যেহেতু ভিডিও শেয়ারিং ব্লগ খুলব, সেহেতু ভিডিও শেয়ারিং  এর সাথে মানানসই একটা নাম দিন আপনার ব্লগ এর সাব-ডোমেইন এর।

যেমন আমার একটা আছে। http://www.videomate9.blogspot.com [মন চাইলে ভিজিট করে দেখতে পারেন। ]

এধরণের মানানসই একটা নাম নির্বাচন করুন আপনার ব্লগের জন্য।

তারপরের বিষয়টি হলো ব্লগের জন্য সুন্দর একটি Template ফ্রিতে জোগার করা। টেনশন করেন কেন? Template একদন ফ্রিতেও পাওয়া যায়।

ইউটিউবের মতো ব্লগার টেমপ্লেট ফ্রিতে ডাউনলোড করতে এই লিংকে যান- http://www.techclient.com/26-best-free-video-blogger-template-like-youtube/

মনের মতো একটা টেমপ্লেট ডাউনলোড করে নিন। আর ভিডিও আপলোড করুন বা ইউটিউব থেকে ভিডিও এমবেড করে পাবলিশ করুন।

হয়তো একসময় আপনার ব্লগই হয়ে  উঠবে আপনার ইনকামের একটা উৎস।

এ ব্যাপারে কোনকিছু প্রশ্ন থাকলে বা জানতে চাইলে আমাকে টিউমেন্ট/টিউমেন্ট করতে পারেন।

এটা আমার 4র্থ টিউন।

ধন্যবাদ।

Level 0

আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং ফটোশপ। Computer Operator, Noakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস