পৃথিবীর সবচেয়ে দামী ল্যাপটপ! দাম কত কোটি? জানেন?

পৃথিবীর সবচেয়ে দামি ও স্টাইলিশ ল্যাপটপ দিচ্ছে লুভিগ্লিও। ল্যাপটপটি কিনতে আপনার খরচ হবে প্রায় ৮ কোটি টাকা

 

এই প্রযুক্তির জগতে সবসময় আপডেট থাকতে চায় সবাই। তবে কিছু মানুষ প্রযুক্তির বিলাসিতাও পছন্দ করেন। কোনো নতুন গ্যাজেট এলেই লুফে নিতে চান অনেকে।

আগে আমরা বড় ডেস্কটপ ব্যবহার করতাম। এর পর এল ল্যাপটপ। প্রযুক্তির কল্যাণে তা এখন আরো ছোট হয়ে ট্যাবলেট। প্রয়োজনের সঙ্গে সঙ্গে এর সঙ্গে মিশে রয়েছে আভিজাত্য। কয়েক বছর ধরে ডেস্কটপের বিক্রির হার সামান্য হলেও কমেছে। সবাই এখন ছুটছে স্টাইলিশ ল্যাপটপের দিকে।

আর ক্রেতাদের কথা মাথায় রেখে কোম্পানিগুলোও দারুণ সব স্টাইলিশ ল্যাপটপ বাজারে আনছে। কোনোটি হীরকখচিত, কোনোটি স্বর্ণের, কোনোটিতে আবার ব্যবহার করা হয়েছে রুবি পাথর। প্রয়োজনের সঙ্গে সঙ্গে ল্যাপটপগুলোয় তাই ফুটে উঠবে আভিজাত্য ও ফ্যাশন।

পৃথিবীর সবচেয়ে দামি ও স্টাইলিশ ল্যাপটপ আপনাকে দিচ্ছে লুভিগ্লিও। নিঃসন্দেহে এটি বিশ্বের সবচেয়ে দামি। কারণ ল্যাপটপটি কিনতে আপনার খরচ করতে হবে ১ মিলিয়ন ডলার! বাংলাদেশী টাকায় যা প্রায় ৮ কোটি টাকা। ল্যাপটপটির বিশেষত্ব হলো আপনি হীরা, হোয়াইট গোল্ড কিংবা লেদার যে কোনো পদার্থেরই নিতে পারেন। ল্যাপটপের পাওয়ার বাটনটিও থাকবে হীরার। এর ১৭ ইঞ্চি এলইডি স্ক্রিন তৈরি হয়েছে খুবই উজ্জ্বল এক পদার্থ দ্বারা, যার সঙ্গে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করার ডিভাইস। অর্থাৎ স্ক্রিন ময়লা হলে নিজে থেকেই পরিষ্কার করে নেবে কম্পিউটার।

এর পরই দামি ল্যাপটপ হচ্ছে টিউলিপ ই-গো ডায়মন্ড। এর দাম পড়বে সাড়ে ৩ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। ল্যাপটপটির বাটনে বসানো রয়েছে হীরা। ল্যাপটপের কভার করা হয়েছে সম্পূর্ণ হোয়াইট গোল্ড দ্বারা। এছাড়া কোম্পানির লোগো টিউলিপে বসানো হয়েছে রুবি পাথর। ল্যাপটপটি তৈরি করা হয়েছে মূলত নারীদের জন্য। এর আকৃতি অনেকটা মেয়েদের পার্সের মতো। তাই প্রয়োজনের চেয়ে এটি এখন ফ্যাশনের অনুষঙ্গ। বিশ্বখ্যাত জুয়েলারি নির্মাতা লরেন্ত দো বিয়ার ল্যাপটপ কোম্পানি টিউলিপের সঙ্গে ল্যাপটপটির কাজ করেছেন।

এর পরের অবস্থানটি ম্যাকবুকের। ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি তাদের ল্যাপটপটির দাম পড়বে ৩০ হাজার ডলার। ম্যাকবুকের এ ল্যাপটপের ডিজাইন করেছে বিশ্বখ্যাত গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান কম্পিউটার চপারস। ২৪ ক্যারেট স্বর্ণ ছাড়াও এর উপরে অ্যাপলের লোগোয় ব্যবহার করা হয়েছে হীরা।

তথ্যসূত্র : ইন্টারনেট

ধন্যবাদ।

এটা আমার 9ম টিউন

Level 0

আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং ফটোশপ। Computer Operator, Noakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস