প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াও প্রযুক্তি জগৎে অত্যন্ত সফল যারা

বাংলাদেশে বাবা-মা এবং ছেলে-মেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কিন্তু বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের সফল উদ্যোক্তাদের দেখলে আমরা ভিন্ন কিছুর আভাস পাই। তাদের কাছ থেকে অন্তত এটা শেখা যায়, মিলিয়নিয়ার হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর বেশি গুরুত্ব না দিলেও চলে। খুব ভালো একটি আইডিয়া-ই এ জন্য যথেষ্ট।

প্রযুক্তি ক্ষেত্রে এরকম অসংখ্য উদাহরণ আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কখনোই সেভাবে গুরুত্ব দেয়নি। তবে তারা তাদের আইডিয়া দিয়ে কাঁপাচ্ছে পুরো বিশ্বকে। কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বিপুল সংখ্যক মানুষের। এরকম মানুষদের মধ্যে সবচেয়ে ভালো উদাহরণ হলো- বিল গেটস ও মার্ক জাকারবার্গ। এই দু’জন তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেননি। শুধু তাই নয়, এরা বিশ্বের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে ঝরে পড়ে চালু করেছেন নিজস্ব প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠান দিয়ে তারা মিলিয়নিয়ার নয়; হয়েছেন বিলিয়নিয়ার। যদিও বর্তমান বিশ্বে শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাপক। তারপরও এমন অনেক ব্যক্তি আছেন যারা কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই অত্যন্ত সফল। এরকম কয়েকজন হলেন-

স্টিভ জবস- অ্যাপল:

স্টিভ জবস শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েন ১৯ বছর বয়সে। তারপর তিনি অ্যাপল চালু করেন যা আজ এ পর্যায়ে এসেছে। দুঃখজনকভাবে ক্যান্স্যারের কারণে জবস তার সর্বোচ্চ চেষ্টা করতে পারেননি। তারপরও অসুস্থতা তাকে আইপড এবং আইফোন বানানো থেকে বিরত রাখতে পারেনি।

বিল গেটস- মাইক্রোসফট

পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস কলেজ থেকে ঝরে পড়েন ২০ বছর বয়সে। তারপর তিনি প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট; যা একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম ব্র্যান্ড। আর আজ পর্যন্ত এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত কম্পিউটার অপারেটিং সিস্টেম।

মাইকেল ডেল- ডেল

বিশ্বের অনেক মানুষ তার কোম্পানির তৈরি ল্যাপটপ এবং পিসি পছন্দ করেন। তিনি কলেজ ছাড়েন ১৯ বছর বয়সে। তারপর প্রতিষ্ঠা করেন ডেল।

ইভান উইলিয়ামস- টুইটার

ইভান উইলিয়ামস মাত্র ২০ বছর বয়সে কলেজ ছাড়েন। তারপর তিনি বিলিয়নিয়ার হওয়ার জন্য পরিশ্রম শুরু করেন। যা সফলতার মুখ দেখে টুইটারের মাধ্যমে। বর্তমানে টুইটার অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।

মার্ক জাকারবার্গ- ফেসবুক

আপনি যদি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ নামক চলচ্চিত্রটি দেখে থাকেন তাহলেই বুঝবেন মার্ক জাকারবার্গ আসলে কি করেছিলেন। তিনি হার্ভার্ড ছাড়েন ২০ বছর বয়সে। আর তার প্রতিষ্ঠিত ফেসবুক বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম।

Level 4

আমি বিপ্লব হুসাইন। CEO, YouthEye Foundation, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 15 টিউনারকে ফলো করি।

A computer science & engineering student along with a youth social activist in Bangladesh, Love to teach, learning new things and writing articles for the betterment of peoples.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস