সেরা দামে সেরা 4G স্মার্টফোন

আজকে এই টিউনে আপনাদের জানাব বাজেট এর ভেতর একটি সেরা ৪জি স্মার্টফোন সম্পর্কে।  একটি ভালো স্পেসিফিকেশন এর ৪জি স্মার্টফোন কেনার ক্ষেত্রে যে বাধাটি আমাদের সামনে আসে তা হলো এদের দাম।  তবে যদি বলা হয় কম দাম এর ভেতর একটি ভালো স্মার্টফোন এর কথা তবে আবারও আসবে ওয়ালটন এর প্রিমো ইএফ৮ ৪জি এর নাম।  যার দাম বর্তমানে ৪৯৯৯ টাকা।

মূল আকর্ষণ

  • 4G নেটওয়ার্ক সাপোর্ট
  • ৪.৯৫" ফুল-ভিউ ডিসপ্লে
  • ১.৪০ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
  • ১ জিবি ডিডিআরথ্রি র্যাম
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার সাথে উভয় পাশেই এলইডি ফ্ল্যাশ
  • Android 8.1 Oreo (Go Edition)
  • ২০৫০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি

সেরা দামে 4G স্মার্টফোন Primo EF8 4G দিয়েই শুরু হোক দ্রুত গতির ইন্টারনেট ব্রাউজিং। হ্যান্ডসেট ক্রয়েই পাচ্ছেন

  • ৩০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
  • Robi এবং Airtel গ্রাহকদের জন্য ৩০ দিন মেয়াদি ৪জিবি ইন্টারনেট।
  • ৩০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ ১০১ দিনের সর্বোচ্চ অগ্রাধিকার সার্ভিস। এছাড়াও ১ বছরের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে অরিও  ৮.১ এর গো এডিশন।  এতে রয়েছে ৪.৯৫ ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে (১৮ঃ৯ রেসিও)।  মেরিন ব্লু, রেড এবং গোল্ডেন কালারে পাওয়া যাওয়া এই ডিভাইসটির উচ্চতা ১৩৮.৭ মিলিমিটার, ৬৫.৮ মিলিমিটার চওড়া এবং ৯.৯ মিলিমিটার পুরু।  ব্যাটারি সহ এর ওজন মাত্র ১২৮ গ্রাম।  এতে থাকছে ২০৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন একটি লিথিয়াম পলিমার ব্যাটারি।  হার্ডওয়্যারে ১.৪০ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন কোয়াড-কোর প্রসেসর ; আর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে থাকছে মালি টি-৮২০।  ডিভাইসটির র‍্যাম ১ জিবি এবং রম ৮ জিবি। ডিভাইসটির পিছনে/রিয়ার প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল BSI সেন্সরযুক্ত ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ, আর ডিভাইসটির সামনে রয়েছে একটি ফ্রন্ট ফেসিং ৫ মেগাপিক্সেল BSI সেন্সরযুক্ত ক্যামেরা।  আর সামনেও থাকছে একটি সফট এলইডি ফ্ল্যাশ।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস