বাজেট এর ভেতর সেরা বিগ ব্যাটারি ৪জি স্মার্টফোন


বরাবরই ৪জি স্মার্টফোনগুলো ইন্টারনেট ব্রাউজিং এর জন্য সেরা। আর ইন্টারনেট ব্রাউজিং যখন স্মার্টফোন এর অন্যতম কাজ তখন দরকার শক্তিশালী ব্যাটারি। ইতিমধ্যে আমি ওয়ালটন এর বেশ কয়েকটি ৪জি স্মার্টফোন সম্পর্কে রিভিউ করেছি, চলুন আজ জেনে নেই বাজেট এর ভেতর কোন কোন ৪জি স্মার্টফোনগুলো ব্যাটারি এর দিক দিয়ে সেরা।

Primo GF7

প্রিমো জিএফ৭ স্মার্টফোনটির রেগুলার বাজার মূল্য ৫৭৯৯ টাকা। তবে ৩০০ টাকা ছাড়ে এখন এটি পাওয়া যাবে ৫৪৯৯ টাকায়।
একনজরে প্রিমো জিএফ৭ঃ

  • ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড অরিও ৮.১ গো এডিশন
  • কোয়াড কোর প্রসেসর
  • ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম (৬৪ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট)
  • ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সফট এলইডি ফ্ল্যাশ
  • ২৭০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

Primo NF4

প্রিমো এনএফ৪ ডিভাইসটির বাজার মূল্য ৬৪৯৯ টাকা।
একনজরে প্রিমো এনএফ৪ঃ  

  • ৫.৯৯ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড অরিও ৮.১ গো এডিশন
  • কোয়াড কোর প্রসেসর
  • ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম (৬৪ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট)
  • ৮ মেগাপিক্সেল সনি রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
  • ৮ মেগাপিক্সেল ওমনিভিশন ফ্রন্ট ক্যামেরা, সফট এলইডি ফ্ল্যাশ
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৩২০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

Primo GM3

প্রিমো জিএম৩ ডিভাইসটির বাজার মূল্য ৬৮৯৯ টাকা।
একনজরে প্রিমো জিএম৩ঃ 

  • ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড অরিও ৮.১ গো এডিশন
  • কোয়াড কোর প্রসেসর
  • ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম (৬৪ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট)
  • ১৩ মেগাপিক্সেল আটোফোকাস রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সফট এলইডি ফ্ল্যাশ
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস