অন-পেজ অপটিমাইজেশন কি?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ অন-পেজ হলো একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। এককথায় বলতে হয় এসইওতে অন-পেজ অপটিমাইজেশন ছাড়া এসইও অন্ধ। আর যারা অন-পেজ অপটিমাইজেশন জানেন না তাদেরকে অন্ধ এসইও এক্সপার্ট বলায় শ্রেয়।

তাই আপনি যদি অন্ধ এসইও স্পেশালিস্ট হতে না চান তাহলে আপনাকে অন-পেজ অপটিমাইজেশন জানতে হবে এ টু জেড। অনপেজ অপটিমাইজেশন এ রয়েছে অনেকগুলো শ্রেণী। আর তার মধ্যে সবচেয়ে বড় পার্টটি রয়েছে ওয়েবসাইটের মধ্যকার অপটিমাইজেশন। আপনাকে অন-পেজ অপটিমাইজেশন করতে হলে জানতে হবে

১। কিভাবে মেটা ট্যাগ ব্যবহার করতে হয়

২। কিভাবে টাইটেল অপটিমাইজেশন করতে হয়

৩। কিভাবে ডেসক্রিপশন অপটিমাইজেশন করতে হয়

৪। কীওয়ার্ড ডেনসিটি এবং কীওয়ার্ড রিপ্লেসমেন্ট

৫। sitemap.xml, robots.txt, webmaster tools, analytics এর ব্যবহার

৬। ওয়েবসাইট স্ট্রাকচার ও লেআউট

৭। URL অপটিমাইজেশন

৮। ইমেজ অপটিমাইজেশন

৯। হেডিং ট্যাগ (h1, h2, h3)ট্যাগের ব্যবহার

১০। ইন্টার্নাল লিংকিং করতে হয় কিভাবে ইত্যাদি

তাই যদি আপনি প্রফেশলান এসইও গুরু হয়ে উঠতে চান তাহলে এই অনপেজ অপটিমাইজেশন আপনাকে জানতে হবে খুব ভালো ভাবে। অন্যথায় আপনি কখনই ভালোমানের ফ্রিল্যান্সিং বা প্রোজেক্ট হাতে নিতে বা শেষ করতে পারবেন না।

Level 2

আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস