Rajshahi University Admission Test 2019 Group 1: Shift 2 MCQ Answer

বাংলা অংশ সমাধানঃ

১। এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ধানের গন্ধ বলতে কী বােঝানাে হয়েছে?
উত্তরঃ গ) কৃষি প্রধান বাংলার চিত্র।

২। পাথার’ শব্দের অর্থ কী?
উত্তরঃ খ) সমুদ্র।

৩। কথামৃত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তরঃ ক) কথা+অমৃত।

৪। আত্মবিশ্বাসহীন ব্যক্তি কীরূপ?
উত্তরঃ ক) পরনির্ভরশীল।

৫। নিচের কোনটি অশুদ্ধ?
উত্তরঃ গ) শিরচ্ছেদ  (সঠিক বানান শিরশ্ছেদ)।

৬। জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের লেখক কোন আন্দোলনের কাণ্ডারী ছিলেন?
উত্তরঃ গ) বুদ্ধির মুক্তি আন্দোলন।

৭। বাংলা ভাষায় দন্তমূলীয় মূর্ধণ্য বর্ণ হলাে?
উত্তরঃ ঘ) ট ঠ ড ঢ ড়।

৮। অধিকার বা মালিকানা অর্থে নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ খ) স্বত্বাধিকারী।

৯। কত বঙ্গাব্দে নূরলদীনের ডাকে বাংলার মানুষ জেগে উঠেছিল?
উত্তরঃ খ) ১১৮৯।

১০। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কবিতা সম্পর্কে ‘চিত্ররূপময়’ কথাটি ব্যবহার করেছেন?
উত্তরঃ গ) জীবনানন্দ দাশ।

১১। মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে কাদের নৌকা?
উত্তরঃ ক) তাহেরদের।

১২। বাংলা অক্ষরবৃত্তের ছন্দের নতুন রূপ কোনটি?
উত্তরঃ খ) অমিত্রাক্ষর।

১৩। এবং কোন পদের শব্দ?
উত্তরঃ গ) অব্যয়।

১৪। “বায়ান্নর দিনগুলাে” কার লেখা?
উত্তরঃ ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৫। ‘একুশে ফেব্রুয়ারী’ কী ধরনের সংকলন?
উত্তরঃ ঘ) বায়ান্নর দলিল।

ইংরেজি অংশ সমাধানঃ

১৬। There has been a breakthrough in the treatment of dengue. Here ‘breakthrough’ is a/an:
উত্তরঃ গ) noun.

১৭। The danger is _. The right word in the gap is:
উত্তরঃ ঘ) imminent.

18। He told the story _. The right option is:
উত্তরঃ ক) in a nutshell.

১৯। The correct translation of “মেয়েটি দেখতে তার মায়ের মতাে। ” is:
উত্তরঃ ক) The girl takes after her mother.

২০। The antonym of ‘supernatural’ is:
উত্তরঃ ক) genuine.

২১। The phrase ‘few and far between’ means:
উত্তরঃ ক) not frequent.

২২। The adjective ‘savoury’ is connected with:
উত্তরঃ ঘ) food (of food) belonging to the category that is salty or spicy rather than sweet.)

২৩। If you write about your father’s life, you are writing:
উত্তরঃ গ) a biography.

২৪। Carbon and oxygen _ carbon dioxide. The missing word is:
উত্তরঃ ঘ) is composed of.

২৫। _ a good student, he failed in the exam. The missing expression is:
উত্তরঃ ক) Despite being.

২৬। Which one is the correct sentence?
উত্তরঃ গ) We look forward to hearing from you.

২৭। Let me do the work. Its passive form is:
উত্তরঃ ঘ) Let the work be done by me.

২৮। His comment provoked a barrage of criticism. Here ‘a barrage’ means:
উত্তরঃ গ) a lot.

২৯। We live upstairs. Here ‘upstairs’ is a/an:
উত্তরঃ ক) noun.

৩০। It’s a mystery where he works. The underlined clause is ‍a/an:
উত্তরঃ ক) noun clause.

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

৩১। কোন দেশে ‘বাংলা একটি দাপ্তরিক ভাষা?
উত্তরঃ গ) সিয়েরালিওন।

৩২। ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ গ) টোকিও।

৩৩। শিল্পী রশিদ চৌধুরী মূলত একজন
উত্তরঃ ঘ) ট্যাপেস্ট্রি শিল্পী।

৩৪। কোন নৃ-তাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন?
উত্তরঃ খ) আলেকজান্ডার কানিংহাম।

৩৫। ‘সােনালিকা’ ও ‘আকবর’ কৃষিক্ষেত্রের সাথে সংশ্লিস্ট.
উত্তরঃ গ) উন্নত জাতের গমের নাম।

৩৬। শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
উত্তরঃ ঘ) সােহরাওয়ার্দী উদ্যান।

৩৭। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে?
উত্তরঃ গ) ডব্লিউ এ এস ওডারল্যান্ড।

৩৮) জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ গ) ১৯৪৯।

৩৯) কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সব থেকে বেশি?
উত্তরঃ খ) ৪°C.

৪০। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
উত্তরঃ খ) ১৫৩।

৪১। বাংলাদেশের কোন আম GI পণ্যের স্বীকৃতি পেয়েছে?
উত্তরঃ গ) হিমসাগর।

৪২। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঘ) দ্য হেগ।

৪৩। ক্রিকেট খেলার দুই উইকেটের মাঝে দূরত্ব কত?
উত্তরঃ খ) ২২গজ।

৪৪। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
উত্তরঃ ক) ভােলা।

৪৫। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোন সালে?
উত্তরঃ গ) ১৮৫৭ সালে।

৪৬। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলি কোথায় লিপিবদ্ধ করা আছে?
উত্তরঃ ঘ) সংবিধানে।

৪৭। বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ খ) ফ্রান্স।

৪৮। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
উত্তরঃ খ) এক কক্ষ।

৪৯। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তরঃ খ) অ্যান্টনিও গুতেরেস।

৫০। বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?
উত্তরঃ ঘ) পুণ্ডু।

৫১। কারা বর্গী নামে পরিচিত?
উত্তরঃ ঘ) মারাঠারা।

৫২) যুক্তরাষ্ট্র ‘আলাস্কা ক্রয় করে কার কাছ থেকে?
উত্তরঃ খ) রাশিয়া।

৫৩। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তরঃ ক) আয়ােনেস্ফিয়ার।

৫৪। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বােলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন?
উত্তরঃ খ) তাইজুল ইসলাম।

৫৫) ইতিহাসের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ক) হিরােডােটাস।

৫৬। প্যাপিরাস কী?
উত্তরঃ গ) নলখাগড়া।

৫৭। VGF -এর পূর্ণরূপ কী?
উত্তরঃ ক) Vulnerable Group Feeding.

৫৮| বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি কে?
উত্তরঃ ক) ড. শামসুজ্জোহা।

৫৯। Demographic Dividend বলতে কী বুঝায়?
উত্তরঃ খ) ১৫-৬৪ বছর বয়সী মানুষের আধিক্য (Demographic Dividend means, “the economic growth potential that can result from shifts in a population’s age structure, mainly when the share of the working-age population (15 to 64) is larger than the non-working-age share of the population (14 and younger, and 65 and older)”

৬০। লালসালু উপন্যাসের পটভূমি কী?
উত্তরঃ খ) ধর্মনীতি (লালসালুর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ দশকের বাংলাদেশের গ্রামসমাজ হলেও এর প্রভাব বা বিস্তার কালোত্তীর্ণ। মূলত গ্রামীণ সমাজের সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসার উপাদানরূপে ব্যবহারের একটি নগ্ন চিত্র উপন্যাসটির মূল বিষয়।

Level 0

আমি ডাঃ শাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস