Smart হতে চান তাহলে এই ৯টি বিষয় মেনে চলুন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আজ পৃথিবী এতোটাই Updated যে সবাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়। আর তাই নিজেকে বাহির থেকে স্টাইলিশ দেখাতে আজ যে কেউ হাজার হাজার টাকা খরচ করে যখন যেই trend দেখছে সেটাতেই নিজেকে নিয়ে কল্পনা করছে। কিন্তু একজন স্মার্ট মানুষ কখনো এভাবে চিন্তা করে না। তাদের চিন্তা ধারাই তাদেরকে অন্য সবার থেকে ইউনিক করে তোলে। আর তাই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। যেন আপনিও নিজের ভিতর থেকে স্মার্ট হতে পারেন। এবং খুব দ্রুত এর উপকারিতা বুঝতে পারবেন।

  • প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের কাজের লিস্ট তৈরি করে পরের দিনে কাজ গুলো করুন  এবং প্রতিদিনের কাজে নতুন কিছু যোগ করুন যাতে নতুন কিছু শিখতে পারেন।
  • সকালে ঘুম থেকে জলদি উঠার চেষ্টা করুন। যাতে সারাদিনের কাজে সময় বেশি দিতে পারেন। এবং যা করবেন মনযোগ দিয়ে করতে পারেন। কারণ ভোর সকালের বাতাস পরিষ্কার এবং স্বাস্থ্যকর হয়। মেডিটেশন করতে পারেন এতে আপনার মস্তিষ্কে স্ট্রেস মুক্ত করতে সাহায্য করবে এবং মস্তিষ্ক শক্তি সঞ্চয় করবে।
  • নিজের খেয়াল রাখুন। প্রতিদিন গোসল থেকে শুরু করে নিজের ত্বকের যত্ন নিন। এবং মাসে একবার চুল কাটুন যা আপনাকে সুট করে। এবং নিয়মিত নখ পরিষ্কার রাখুন।
  • নিজেকে পরিপাটি রাখুন। নিজের যত্ন নিন। সব সময় পরিষ্কার জামাকাপড় পরুন। আমি নতুন জামাকাপড় করতে বলছি না। যেটাই পরুন সেটা যেন পরিষ্কার থাকে। কারণ পরিষ্কার এবং আয়রন করা কাপড় যে কারো আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। সাথে নিজের সকল প্রয়োজনীয় জিনিস যেমন সানগ্লাস, পার্স বা মানিব্যাগ, হাতঘড়ি, ব্রেসলেট, জুতো, মোবাইলের স্ক্রীন ইত্যাদি যা আপনি সব সময় ক্যারি করেন তা পরিষ্কার রাখুন।
  • প্রতিদিন সকালে যেকোনো প্রতিষ্ঠানের পত্রিকা-ম্যাগাজিন পরুন এতে নিজের সাধারণ জ্ঞান বৃদ্ধি পাবে।
  •  প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচিত  হওয়ার টার্গেট তৈরি করুন। কমপক্ষে ৫ জন নতুন মানুষের সাথে পরিচিত হোন এতে আপনার যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে।
  • প্রত্যেক সপ্তাহের কোন একদিন নতুন কোন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়ুন। এতে মনটাও ফ্রেশ হবে আবার নতুন জায়গা সম্পর্ক নতুন কিছু জানতে পারবেন।
  • নিজের স্বাস্থ্য কে ফিট রাখতে ব্যায়াম করুন প্রতিদিন। কারণ সুস্বাস্থ্য কেই না চায়। আর তাই সারাদিনের কাজের মাঝে নিজের শারীরিক কসরত করে নিন। যদি মোটা হোন তাহলে সকালে আর চিকন হলে বিকেলে করা খুবই লাভজনক।
  •  প্রতিদিন রাতে ঘুমানোর আগে মনোযোগ সহকারে স্বর্বনিম্ন একটি নতুন বই পূরো পড়ে শেষ করুন। এবং এটাকে অভ্যাসে পরিণত করুন।
  • প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করুন সেইটা কোন ব্যাংক এর ম্যানেজার এর সাথে টাকা লেনদেন এর বিষয় থেকে শুরু করে কম্পিউটার এর নতুন কোন item যেমন MS Word, Office, Design যেকোনো কিছু।
  • এ পর্যন্ত যা বলেছি এসব কিছু আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিবে। এখন নিজেকে প্রশ্ন করুন আপনি যদি এসব টার্গেট নিতে পারেন তবে আপনি সত্যি একজন স্মার্ট ব্যক্তি হবার যোগ্য। ধন্যবাদ।

Level 0

আমি মোঃ আবু সাফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান। লেখালেখি করতে ভালো লাগে তাই I joining this Site.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস