কিয়ামুল লাইল খুব সুন্দর একটি ইসলামিক বই

বইটির ধরনঃ

বইটি একদম ছোট, অল্প পেইজের যা দেখেই বুঝা যাচ্ছে, তবে এর মাহাত্ম বিশাল, যা বর্ণনা করে শেষ করা যাবে না। .

সারমর্মঃ

বইটির নামে বাজারে অনেক বই আছে। তবে এই অল্প কথার বইটি আমার নিজের উপর অনেক প্রভাব ফেলেছে। যে কেউ পড়লেই আশা করা যায়, তার মাঝে পরিবর্তন আসবে ইন-শা-আল্লাহ।

কারণ, আমরা অনেকই, শক্ত ভাবে নিয়ত করি যে, আজকে তাহাজ্জুদ পড়বোই কিন্তু তবুও পড়া হয় না, কারণ কি? কেন হয় না?

বই পড়লেই বুঝতে পাবেন, কারণ এটা আল্লাহর ❝খাস❞ রহমত যা শুধুমাত্র তাঁর ❝খাস❞ বান্দাদের জন্য-ই। .

আল্লাহ তায়লা ইরশাদ করেনঃ

❝আর আল্লাহ কে অধিক স্মরণ কারী (যাকিরিন) পূরুষ ও নারীদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরষ্কার। ❞

(সূরা আল আহযাবঃ ৩৫).

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

❝যখন একজন মানুষ তার স্ত্রীকে রাতে ঘুম থেকে জাগিয়ে তুলে এবং জামায়াতে মাত্র দুই রাকাআত সালাত আদায় করে, তবে তাদের যাকিরিনের অন্তর্ভুক্ত করা হয়। ❞

(আল হাদীস, সনদ সহীহ অভিমত শায়খ আলবানী রহিমাহুল্লাহ).

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেনঃ

❝সেই নারীর ওপর আল্লাহ সন্তুষ্ট হন, যে নিজে রাতে জাগে, ইবাদত করে এবং স্বামীকে ডেকে দেয়। আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায়, তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙ্গায়। ❞

(সুনানে আবি দাউদ ১৩১০).

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

❝তাদের কৃতকর্মের পুরষ্কার হিসাবে তাদের জন্য যেসব চোখ জুড়ানো বস্ত লুকিয়ে রাখা হয়েছে, তা কেউ জানে না। ❞

(সূরা সাজদাহঃ ১৭).

আশা করি, অনেকটাই অনুধাবন করা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ এই ❝কিয়ামুল লাই❞.

আল্লাহ আমাদের সকল কে, আমলে জিন্দেগী গঠন করার তৌফিক দান করুক। আমিন

রিভিউঃ উসামা সালমান।

বইঃ কিয়ামুল লাইল।

লেখকঃ শাইখ আহমাদ মূসা জিবরীল। .

✦ দামঃ

প্রচ্ছদ মূল্যঃ ৪৭ টাকা।

ছাড়ঃ ১৫%

বিক্রয় মূল্যঃ ৪০ টাকা। .

✦ শিপিং চার্জ ও মুল্য পরিশোধের পদ্ধতিঃ

ঢাকা সিটি কর্পোরেশনের ভিতর রয়েছে দু'রকম পেয়মেন্ট সুবিধা।

শিপিং চার্জ যথাক্রমে ২৫৳ ও ৫০৳

ক্যাশ অন ডেলিভারি চার্জ = ৫০৳ আর

অগ্রীম মুল্য পরিশোধ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে = ২৫৳.

ঢাকা সিটি কর্পোরেশনের বাহিরে রয়েছে একটি মাত্র পেয়মেন্ট সুবিধা।

শিপিং চার্জ = যে কোন পরিমান অর্ডারের জন্য মাত্র ৪০৳।

সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে।

তারপর সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্রাঞ্চ এর মাধ্যমে বই সংগ্রহ করতে হবে। .

✦ সময়ঃ

ঢাকা সিটি কর্পোরেশনের ভিতর ডেলিভারীঃ

১/৩ কার্যদিবসের মধ্যে ইন-শা-আল্লাহ।

আর বাহিরে হোলেঃ

৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। .

কিভাবে অর্ডার করবেন?

✦ আপনার নাম, পূর্ণ ঠিকানা (ঢাকা সিটি কর্পোরেশনের বাহিরে হলে শুধুমাত্র নিকটস্থ শুন্দরবন ব্রাঞ্চ নাম দিবেন), কন্টাক্ট নম্বর ও কিতাব এর নাম এই নম্বরে (০১৭৯৪০৯০৩৭০) টেক্সট করুন অথবা একই তথ্য এই পেজ এ ম্যাসেজ (ইনবক্স) করুন। .

প্রয়োজনে আমাদের কল করতে পারেন - 01794090370 এই নম্বরে।

(সালাতের সময় সমুহ ব্যাতিত - সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। )

Level 6

আমি মো রাসেল। , Barisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am simple man


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস