ডিএসএলআর dslr ক্যা‌মেরা কেনার আ‌গে যা কিছু জানা প্র‌য়োজন

*ডিএসএলআর(dslr) ক্যা‌মেরা*
ডি‌জিটাল সি‌ঙ্গেল লেন্স রি‌ফ্লেক্স -ক্যা‌মেরা। (ডিএসএলআর) এক‌টি উন্নত আধু‌নিক ক্যা‌মেরা।
ডিএসএলআর ক্যা‌মেরা কেনার আ‌গে যা কিছু জানা প্র‌য়োজনঃ
• সেন্সর সাইজঃ
ডিএসএলআর ক্যা‌মেরা কেনার পূর্বশর্ত হ‌চ্ছে সেন্সর সাইজ। অ‌ধিক প‌রিমান ডাটা বা তথ্য ধারন করার জন্য বা স্পষ্ট ছ‌বি তোলার জন্য সেন্সর সাইজ বড় হওয়ার বিকল্প নাই। বাজা‌রে বিভন্ন ব্রা‌ন্ডের সেন্সর সহ ক্যা‌মেরা পওয়া যায়। বি‌ভিন্ন সাই‌জের সেন্সর আ‌ছে। য‌দি বা‌জে‌টে সমস্যা না হয় তাহ‌লে ভাল মা‌নের ছ‌বি ধারন করার জন্য ফুল ফ্রেম ‌সেন্সর সব‌থে‌কে ভাল। প্র‌য়োজন ও বা‌জেট এর ভি‌ত্তি ক‌রে সেন্সর কেনা হয়। • ক্যা‌মেরার ব‌ডিঃ
ডিএসএলঅার ক্যামেরা কেনার ক্ষে‌ত্রে ক্যা‌মেরার ব‌ডি দে‌খে নেওয় অন্যতম। বাজ‌রে বি‌ভিন্ন ম‌ডে‌লের ক্যা‌মেরা আ‌ছে এবং ম‌ডেল গুলার ব‌ডি প্রায় একই রকম। তাই হা‌তে ধ‌রে দেখ‌তে হ‌বে যেটা হা‌তে ধর‌তে আরামদায়ক সেটা নির্বাচন করা উ‌চিৎ। আ‌রো খেয়াল রাখ‌তে হ‌বে ক্যা‌মেরায় বাটন সংখ্যা ঠিক ঠাক আ‌ছে কিনা। ত‌বে ভাল হয় য‌দি টাচ স্ক্রিন থা‌কে।
• লেন্সঃ
লেন্স হ‌চ্ছে ক্যা‌মেরার মূল বিষয়। একটা ক্যা‌মেরা কতটা ভাল মা‌নের তা নির্ভর ক‌রে ক্যা‌মেরার লেন্সেরে উপর। ‌ বি‌ভিন্ন সাউ‌জের কিট ও প্রাইম লেন্স পাওয়া যায়। ভিন্ন ধর‌নের ছ‌বি ধর‌নের জন্য ভিন্ন ধর‌নের লেন্স ব্যবহার করা হয়। বা‌জে‌টে সমস্যা না হ‌লে কিট ও প্রাইম দুই ধর‌নের লেন্স রাখা যে‌তে পা‌রে।
• মেগা‌পি‌ক্সেলঃ
ছে‌বি তোলার ক্ষে‌ত্রে মেগা‌পি‌ক্সেলটা জরুরী আবার আমরা যেমনটা ভা‌বি তেমনটা না। বে‌শি মেগা‌পি‌ক্সেল হ‌লে যে ছ‌বি প্রিন্ট সুন্দর হ‌বে এমন না। মেগা‌পি‌ক্সেল এর মাধ্য‌মেছে‌বি ছোট বা বড় ছ‌বির সাইজ নির্ধারন করা হয়।
• ডিএসএল আর এর দামঃ
বর্তমা‌নে বাংলা‌দে‌শের মা‌র্কে‌টে বি‌ভিন্ন ব্রা‌ন্ডের ভিন্ন ভিন্ন ম‌ডে‌লের ক্যা‌মেরা আ‌ছে। ভিন্ন ভিন্ন ম‌ডে‌লের ভিন্ন ভিন্ন দাম।
ডিএসএলআর(dslr) ক্যা‌মেরার দাম সর্ব‌নিম্ন ৩৫০০০ টাকা থে‌কে শুরু ক‌রে ২ লক্ষ টাকা এর উপ‌রে আ‌ছে। যার যেমন ক্রয় ক্ষমতা সে তেমনটা ক্রয় কর‌বে।
• ডিএসএলআর ক্যা‌মেরার সু‌বিধাঃ
* অ‌ধিক গ‌তিসম্পন্ন ক্যা‌মেরা খুবই দ্রুত ছ‌বি তোলা যায়।
* অ‌নেক স্পষ্ট ছ‌বি তোলা যায়।
* ভিউ ফাইন্ডা‌রে যেমন দেখা যায় তোলার পর ছ‌বি তেমনই থা‌কে
* বি‌ভিন্ন ধর‌নের লেন্স ব্যবহার ক‌রা যায় এবং বি‌ভিন্ন এ‌ঙ্গেল দি‌য়ে ছ‌বি তোলা যায়।

Level 0

আমি হারুন অর রশিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস