ধাতঁ স…র পরালেখা আর করবোই না

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রহমানির রহিম

আপনারা অনেকেই এই সবধটার সাথে পরিচিত। সুতরাং এটি নিয়ে আমি আর কোনো আলোচনা করতেছিনা। বাট, বাট, বাট আজকে আমি যা আলোচনা করবো তাহলো আপনি কিবাবে এই ওয়ার্ড টা থেকে মুক্তি লাব করবেন?

আমরা যখনই পরালেখা করতে যাই, হইতো বা ১ মাস অথবা ১ সপ্তাহ অথবা ১ দিন কিংবা ১ ঘন্টা পড়ার পর এই কথাটা বলে। এটির মুল নির্দিষ্ট হলো বিরক্ততা।

 

🔸🔸🔸কেন এই বিরক্ততা?:🔸🔸🔸

বিরক্ততা বোধটি অনেক কারনে হতে পারে। যেমনঃ অতিরিক্ত কাজের চাপ, একঘেয়েমি বোধ, একাকিত্ব কিংবা প্রতিকূল পরিবেশ মানুষকে এমন সমস্যার দিকে ঠেলে দেয়। আর এ সমস্যা বেশি দেখা দেয় কৈশোর ও মধ্যবয়সে।

কিন্তু আমাদের মতো স্টুডেন্টদের বিরক্তির মুল নির্দিষ্ট গুলো হলো, Game, Facebook, Youtube etc। আপনি প্রশ্ন করতে পারেন। ভাই এগুলা আবার কিভাবে পরালেখার বিরুক্ততির নির্দিষ্ট হবে? এগুলা তো আমাদের লাইফ সহজ করে দিয়েছে। যেনে রাখুন, প্রত্যেক ক্রিয়ারি একটি সমান ও বিপরীত মুখি প্রতিক্রিয়া আছে। আপনি যখন Game, Facebook, Youtube ব্যবহার করবেন তখন এটার প্রতিক্রিয়া সরুপ আপনার Attention হারাবেন। ফল সরুপ আপনি যখনই পড়তে বসবেন, আপনার Attention শুধু Game, Facebook, Youtube ect এর উপরই থাকবে। পুনরাই পড়ালেখার Attention  ফিরে পেতে ১ মাস কিনবা ১ বছর ও লাগতে পারে। সুতরাং BeCareFul।

🔸🔸🔸কিভাবে বিরক্তা থেকে রেহাই পাবেন?:🔸🔸🔸
বিরক্ততা থেকে রেহাই পেতে হলে At First আপনাকে Game, Facebook, Youtube এগুলা ছেড়ে দিতে হবে। সবচেয়ে ভালো রিকমেন্ড হলো আপনি যদি Android ব্যবহার কারি হন তাহলে ব্যবহার করা বন্ধকরে দিন। শুধু ব্যবহার করা বন্ধ করলেই হবে না এটাকে বিক্রি করে দিন অথবা বেঙ্গে ফেলুন। কারন আপনি হইতো জানেন ভিড়ালের সামনে শুটকি রাখলে, আপনি তাকে যাই বলুন সে সেটা না খাওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না। এবং মনে রাখবেন সময় এবং নদির স্রুত কখনো ফিরে আসে না।

আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

 

SPECIAL CONTENT:

যার দুটি দিন একই রকম কাটলো, সে ক্ষতিগ্রস্ত হলো। ”

– আল হাদিস

(অর্থাৎ, যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারলো না, সে উন্নতি করতে পারলো না)

 

Level 2

আমি মো আজিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস