Web design and development নিয়ে যত কথা

প্রশ্ন ১। ওএব ডিজাইন বা ডেভোলপমেন্ট টা আসলে কি আর এটা নিয়ে কিছু কথা?

উত্তর :- ওএব ডিজাইন বলতে আমরা বুঝি, একটি ওএব সাইট বা একটি পেইজ ক্লিয়েট করা। তারপর সেই সাদা পেইজ এ লেখা বা ডিজাইন করা। ধরুণ আপনাকে বললাম একটা পেইজ এ আর্ট করে আমাকে সাবমিট করে দিতে। তাইলে আপনি প্রথমে একটি পেইজ নিবেন, দ্যান আঁকাবেন তারপরে অবশ্যই এটা আমাকে সেন্ড করবেন না তার কারণ হলো রং ছাড়া একটা আর্ট যতোই সুন্দর করেন না কেনো, সেটা সুন্দর মনে হবে না তাই আপনাকে সেই আর্টটা সুন্দর + অার্কষণীয় করতে অবশ্যই রং করতে হবে। আর রং করা হয়ে গেলে এটাকে দেখতে আর্কষণীয় লাগবে। আর একটা কথা ভুলে গেলে চলবে না, মানুষ কিন্তু সুন্দর এর পূজারী 😛 মজা করলাম যাই হোক, সবাই না 😂 তবে হ্যাঁ বেশীরভাগ। আর হ্যাঁ এটাই ডিজাইন। আর হ্যাঁ ডেভোলপমেম্ট হলো, ধরুণ আপনি তো এখন ফেসবুক এ আছেন তাই না। তো আমার এই পোস্টটা পড়ার আগে আমাকে অবশ্যই এই পোস্টটা লিখে সেন্ড করতে হয়েছে। দ্যান এটা আপনাদের কাছে এসেছে আর, আপনারা আমার এই স্ট্যাটাস টা পড়তে পাড়ছেন এটাই ওএব ডেভোলপমেম্ট এর কাজ। আপনি facebook. Com এ গেলে যে interface দেখতে পান সেটা ডিজাইন আর email এবং Password দেয়ার পর submit বাটনে ক্লিক করলে যে অপারেশন বা ইভেন্ট ঘটছে সেটা ডেভেলপমেন্ট।
আচ্ছা একটু কষ্ট হলো মেবি বুঝতে সবার তাইলে আরও সহজ ভাষায় বুঝিতে দিচ্ছি আর সেটা হলো,
ফেসবুক দেখতে কেমন, কোথায় ছবি থাকবে, কোথায় চ্যাট বক্স থাকবে, কোথায় হোম বাটন থাকবে, কোনটার রং কেমন হবে ইত্যাদি হচ্ছে ওয়েব ডিজাইন এর কাজ। আর ফেসবুক এ স্ট্যাটাস লিখে দিলেই তা সবার কাছে পৌঁছে যাবে, ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগিন ক্লিক করলেই লগিন হয়ে যাবে, লাইক এ ক্লিক করলে একটা লাইক যোগ হবে এবং মালিকের কাছে লাইক এর নোটিফিকেশন চলে যাবে, ইত্যাদি ডেভেলপমেন্ট এর কাজ। এবার বুঝতে পেরেছেন তো ওএব ডিজাইন আর ডেভোলপমেম্ট টা আসলে কি।
ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিং এই ধরনের পেশা আসলে তাদের জন্য যারা ক্রিয়েটিভ কিছু করতে চান এবং নিজের কাজের মধ্যেই নিজেকে খুঁজে পেতে চান। ওয়েব ডিজাইন যেহেতু কোডিং এবং প্রোগ্রামিং এ ভরপুর আর প্রোগ্রামিং-এর নেশা ছাড়া প্রোগ্রামিং করা সম্ভব নয় তাই এধরনের কাজ শুধুমাত্র তাদের জন্য যারা এই কাজের প্রতি আকর্ষণ বোধ করেন। অন্যথায় না আগানোয় ভালো। বর্তমানে সবাই বেশী টাকা ইনকাম এর জন্য আসলে এই গুলা প্যাশন ছাড়াই শিখার চেষ্টা করেন। এটা ভুল চিন্তা আপনাদের। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি না থাকলে আপনি কখনোই এইসব সেক্টর এ ভালো করতে পারবেন না।

প্রশ্ন ২. ভাইয়া ওএব ডিজাইন বা ডেভোলপমেম্ট কোনটা আগে শিখবো। আর এই দুইটার মধ্যে ভালো কোনটা হবে.?
উত্তর :- ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একই ক্যাটাগরীর দুটি আলাদা লেভেল। আপনাকে এর জন্য প্রথমে Web Design শিখতে হবে এবং এটা কমপ্লিট হওয়ার পরে Web Development শিখতে হবে। ওয়েব ডিজাইন পার্টে শিখতে হবে- HTML, CSS, JavaScript। আর এই বেসিক গুলা ভালোভাবে জানা হয়ে গেলে একটি ভালো IDE (Integrated Development Environment) ব্যবহার করুন। ‌‌‌‌‌‌এ ক্ষেত্রে আমি সাজেস্ট করব Visual Studio অথবা Sublime Text 3 ব্যবহার করার জন্য। Visual Studio এর লাইভ প্লাগইন আপনাকে বার বার ফাইল সেইভ করে ব্রাউজার রিফ্রেশ করার ঝামেলা থেকে মুক্তি দিবে। ডিজাইন নির্ধারণ করতে ব্যবহার করতে পারেন কিছু টুলস যেমন : PHOTOSHOP, GIMP। ওয়েব ডিজাইনারদের কে আমরা Front-end ডেভেলপার ও বলতে পারি।

ওয়েব ডেভেলপার প্রধানত ২ ধরনের হতে পারে, ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ড। দুইটাই যারা জানেন তাদের বলা হয় ফুল-স্ট্যাক ডেভেলপার। ফ্রন্ট-এন্ড ডেভেলপাররা সাধারণত jQuery আর Bootstrap লাইব্রেরি দিয়ে নিজেদের যাত্রা শুরু করেন, এরপর তারা ধীরেধীরে আরও এডভান্স লাইব্রেরি অথবা ফ্রেমওয়ার্ক (যেমন: রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভ্যু ইত্যাদি) ব্যবহার করে রিয়াল-টাইম ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা শেখেন।
ব্যাক-এন্ডের ক্ষেত্রে old school PHP এখনো টিকে আছে। Codeigniter বা Laravel দিয়ে এর যাত্রা করা যায়। বর্তমানে ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করলে নোড+এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক কিংবা পাইথন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক সবচেয়ে এগিয়ে। রুবি-অন-রেইলস ও এখনও অনেকের কাছে প্রিয়। ডাটাবেজ হিসেবে MySQL সবচেয়ে বেশি ব্যবহৃত, নতুনের মধ্যে MongoDB বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ভালো ডেভেলপার হতে হলে আপনাকে উল্লিখিত যেকোনো একটা স্ট্যাক নিয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং ব্যকআপ হিসেবে অতিরিক্ত আরও একটি স্ট্যাক জানতে হবে। HTML, CSS, JS বাধ্যতামূলক হিসেবে শিখে একটি ফ্রন্ট-এন্ড ফ্রেমওয়ার্ক নতুবা ব্যাক-এন্ড ফ্রেমওয়ার্ক শিখে ফেলুন। ব্যাক-এন্ডে PHP, JS বা Python যেটা ভালো লাগে সেটা দিয়েই শুরু করুন, দিন শেষে কোর কনসেপ্ট সবগুলোরই একরকম এবং একটি জানলে আরেকটিতে মুভ করা খুব একটা কষ্টের হবেনা। জাভাস্ক্রিপ্ট ভালো জানলে এটি দিয়েই ফ্রন্ট-এন্ড, ব্যাক-এন্ড সব সম্ভব। MERN (MongoDB, Express, React, Node), MEVN (Vue) বা MEAN (Angular) স্ট্যাক বর্তমান বাজারে বেশ জনপ্রিয়। ওয়েব ডেভেলপমেন্ট পার্টে আপনাকে PHP, WordPress, Joomla, Drupal, Magento ইত্যাদি এর যে কোন একটা শিখতে হবে। তবে, বর্তমান মার্কেট অনুযায়ী আমার সাজেশন হচ্ছে বেসিক PHP এবং ওয়ার্ডপ্রেস (WordPress) শেখা। একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে Web Development। একটা ওয়েব সাইট কে তিনটা ভাগে বিভক্ত করা যায় যেমন ডিজাইন বা টেমপ্লেট, কনটেন্টম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস। একজন ওয়েব ডেভেলপার এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরো সিস্টেমটি কে সক্রিয় এবং ডাইনামিক করে থাকেন। একজন ওয়েবডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটাবেস নিয়ন্ত্রণ, সিকিউরিটি নির্মান, ইউজার এবং এডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণকরা, এপ্লিকেশনের সকল ফিচারকে ফাংশনাল এবং ডাইনামিক করা এবং সমগ্র সিস্টেমের কার্যকারীতা এবং ব্যবহার যোগ্যতা নিয়ন্ত্রণ করা। আপনাকে একজন ভালো ওয়েব ডেভেলপার হতে হলে PHP, MySQL এর পাশাপাশি HTML, CSS, JAVASCRIPT, JQUERY, Bootstrap এর সম্পর্কেও বিশদ জ্ঞান রাখতে হবে।
তবে আমার মতে ওএব ডিজাইন শিখাটাই বেস্ট হবে। কারণ মার্কেটে প্রতিযোগীতার দিক থেকে ওএব ডেভোলপমেন্ট এর থেকে ডিজাইনরাই সব দিক থেকে এগিয়ে। এখন অনেকেই ডেভোলপমেন্ট এর দিকে ঝুঁকছে এর কারণ ডিজাইন করতে গেলে কোড করতে হবে কিন্তু এখন অনেকেই word press দিয়ে অনেক ভালো ভালো ওএব পেইজ বানিয়ে মার্কেট করছে যারা অনেকেই ডেভোলপমেন্ট এ আছে তাই তাদের বেসিক অনেক গ্যাপ থেকে যায়। যেটা ভবিষ্যৎ এ অনেক ভালো ইফেক্ট ফেলে। বর্তমান মার্কেটে একজন ডিজাইনার এর বিপরীতে ৭ জন ডেভোলপার তৈরী হয়েছে, ভবিষ্যৎ এ এই সংখ্যাটা আরও হবে কারণ দিন দিন এটার সংখ্যা দ্বিগুণ এর থেকেও বেশী বাড়ছে। তাই আমার মতে ওএব ডিজাইন এর দিকে প্রথম এর দিকে ফোকাস করাটাই বুদ্ধিমান এর কাজ।

প্রশ্ন ৩. একজন ওএব ডিজাইন বা ডেভোলপমেন্ট হওয়ার জন্য কি কি ব্যাপার এ খেয়াল রাখা উচিৎ.?
উত্তর : প্রথমেই ওএব ডিজাইন এর কথা বলি। আপনাকে ডিজাইন ও ডেভেলপমেন্ট কি সে সম্বন্ধে ভালে ধারণা থাকতে হবে, প্রচুর ধৈর্য্য শক্তি ও মনোযোগ থাকতে হবে, সৃজনশীল চিন্তা করার যোগ্যতা থাকতে হবে, পর্যাপ্ত সময় লাগবে। সময় না থাকলে আপনি কোনোভাবেই এ ক্ষেত্রে সফল হতে পারবেন না, ইংরেজী জানতে হবে। তবে জানাটা মোটামুটি হলেও চলবে। কারণ পরবর্তীতে কাজ করার সময় ক্লায়েন্টদের চাহিদা বুঝতে এটা আপনাকে সাহায্য করবে, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার থাকতে হবে। যেমন, নোটপ্যাড+, সাবলাইম টেক্সট ২ বা এডবি ড্রিমওয়েবার।
CMS সম্পর্কে জানতে হবে। CMS হচ্ছে “কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম”.অর্থাৎ, এটি দিয়ে কোন কোডিং ছাড়াই ওয়েবসাইট নিয়ন্ত্রন করা যায়। ধরুন আপনার এমন একটি ওয়েবসাইট দরকার যেটিতে আপনি প্রতিদিন নতুন কিছু যোগ করবেন। এখন প্রতিদিন ওয়েবসাইট এর কোড এডিট করে নতুন কিছু যোগ করা সম্ভব নয়। সে ক্ষেত্রে আপনি বিভিন্ন CMS ব্যবহার করতে পারেন। এসব CMS গুলো এমন ভাবে কোড করা থাকে, যেন পরবর্তীতে আপনাকে কোন কোডিং করতে হয় না। সহজেই আপনি আপনার ওয়েবসাইট নিয়ন্ত্রন করতে পারবেন। অনেক জনপ্রিয় ওয়েবসাইট এবং ব্লগ CMS দিয়ে তৈরি। কিছু জনপ্রিয় CMS হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল ইত্যাদি। ওয়ার্ডপ্রেস টা এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। কারণ এটি ব্যবহার করা খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই কমপক্ষে একটি CMS এর উপর ভাল ধারণা থাকতে হবে।
এবার আসি ডেভোলপমেন্ট এর ব্যাপারে। ওয়েব ডিজাইন সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। JavaScript জানতে হবে। এটি একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপটিং ভাষা। এটিকে ব্রাউজার এর ভাষাও বলা হয়। জাভাস্ক্রিপ্ট শিখলে আপনি চলে যাবেন ওয়েব ডিজাইন এর একটি নতুন অধ্যায়ে। ভালো মানের ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। jQuery জানতে হবে। একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী। জেকুয়েরি আপনার ওয়েবসাইট এ জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার সহজ করে দেয়। যে প্রোগ্রাম টি করতে আপনার ১০০ লাইন এর জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, জেকুয়েরি দিয়ে আপনি সেটা এক লাইন এ করতে পারেন। আপনি যদি জাভাস্ক্রিপ্ট পারেন, তবে জেকুয়েরি শেখা আপনার জন্য সহজ হবে। জেকুয়েরি শিখতে হলে আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। PHP জানতে হবে। পিএইচপি (PHP:Hypertext Preprocessor) একটা সার্ভার সাইড, ক্রস প্লাটফর্ম, HTML-embedded স্ক্রিপ্টিং ভাষা। স্ক্রিপ্টিং হচ্ছে প্রোগ্রামের আরেকটা সমার্থক শব্দ। এটা হচ্ছে কিছু instruction এর সেট যেটা run করলে স্বয়ংক্রিয় ভাবে কিছু কাজ হয়। “সার্ভার সাইড” বলতে বুঝানো হচ্ছে এই স্ক্রিপ্ট গুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের বদলে সার্ভার থেকে handle করা। যখন কেউ পিএইচপি ওয়েব পেজ ভিজিট করবে তখন ওয়েব সার্ভার পিএইচপি কোডগুলিকে কিছু Process করবে যেমন: যেটা দেখানো দরকার (Picture, Content etc) সেটা দেখাবে আর যেটাকে লুকানো দরকার (math calculation, file operation etc) তা লুকাবে এবং শেষে HTML এ রুপান্তর করে ইউজারের ওয়েব ব্রাউজারে পাঠাবে। ডেটাবেস সম্পর্কে জানতে হবে। পিএইচপি দিয়ে কিভাবে ডেটাবেস সংযোগ করতে হয়, এসকিউয়েল দিয়ে ডেটাবেস বানানো অর্থ্যাৎ ডেটাবেস চালিত সাইট তৈরী করতে জানতে হবে। পিএইচপি এর যেকোন একটা ফ্রেমওয়ার্ক যেমন কোডইগনাইটার (আরও আছে যেমন কেক পিএইচপি, জেন্ড ফ্রেমওয়ার্ক, সিমফনি, ওয়াই আইআই, কোহানা ইত্যাদি একটা শিখলেই চলবে) সম্পর্কে জানতে হবে। কোন ফ্রেমওয়ার্ক ছাড়াও ওয়েব এপ্লিকেশন তৈরী করতে পারবেন তবে এতে বেশি সময় লাগবে এবং বেশি কোড লিখতে হবে। XML জানতে হবে। এর অর্থ হচ্ছে eXtensible Markup Language.এটা ডেটা বহন (Transport) এবং সংরক্ষন করার জন্য ব্যবহার করা হয়। এটা জানা খুব গুরত্বপূর্ন কিন্তু শেখা খুব সহজ। এর সাহায্যে সহজেই নিজের মত করে ডেটাকে সংগায়িত করা যায়। নিজের মত করে মানে এর ভিতরের লেখা এবং বাইরের ট্যাগ নিজের মত করে করা যায়। XML শেখার আগে আপনাকে HTML এবং Javascript জানতে হবে।

প্রশ্ন ৪. ওএব ডিজাইন বা ডেভোলপমেন্ট এর জব সেক্টর বা বিশ্ব বাজারে এদের চাহিদা কেমন?
উত্তর : ওএব ডিজাইন বা ডেভোলপারদের চাহিয়া বিশ্বে এখন সব জায়গাতেই। এই প্লাটফরম গুলোতে সবথেকে বড় সুবিধা হলো, এইখানে কাজ শিখার পর পরই কাজ পাওয়া যায়। আর ভালো কাজ করতে পারলে আপনার দাম প্রতিনিয়ত বাড়তে থাকে সেই সাথে আপনার ক্লায়েন্ট বাড়তে থাকবে। অনলাইন মার্কেটপ্লেস গুলো যেমনঃ upwork.com, freelancer.com, fiverr.com ওয়েব পেইজ ডিজাইনার এবং ওয়েব ডেভেলপারদের যথেষ্ট চাহিধা রয়েছে। এইসব মার্কেট গুলোতে আপনি সর্বনিম্ন ২ ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত প্রতি ঘন্টা আয় করতে পারেন। তা ছাড়া themeforest.net, codecanyon.net এর মতো মার্কেট প্লেসে আপনি আপনার তৈরী ওয়েব এপ্লিকেশন গুলো বিক্রি করে প্রতি মাসে লক্ষ টাকা আয় করতে পারেন। এবং বাংলাদেশে হাজার হাজার সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি গুলোতে আপনি চাকরিও করতে পারেন। এই সেক্টরে বড় সুবিধা হচ্ছে আপনি কম্পিউটার সাইন্স এ না পড়ালেখা করেও সফটওয়্যার কোম্পানি গুলোতে ভালো স্যালারি তে জব করতে পারবেন। একজন Web Developer এর যে কোনো কোম্পানিতে জুনিয়র Web Developer অথবা জুনিয়র Software Engineer থেকে শুরু করে Software আর্কিটেক্ট হিসেবে প্রতিষ্ঠা পেতে পারেন। এ পেশায় প্রাথমিক অবস্থায় খুবই সামান্য বেতন ১০ থেকে ১৫ হাজার টাকা বেতন পাওয়া যায়। এন্ট্রি লেভেলের জব গুলোতে ভালো করলে ২/৫ বছর পর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে বেতন ৫০ হাজার থেকে এক লাখ টাকা হতে পারে। পরবর্তীতে বেড়ে তা ২ থেকে ৩ লাখ টাকাও হতে পারে। দক্ষতা ও যোগ্যতা থাকলে দেশের বাইরে রিমোট জবের সুযোগ পাওয়া সম্ভব। দেশের বাইরে রিমোট জবের মাধ্যমে অনেকে ৭-১০ লাখ টাকাও উপার্জন করছেন। আর এটা ছাড়াও সারাবিশ্বের অনেক জব প্লাটফরম এও আপনি আমন্ত্রিত।

প্রশ্ন ৫. ভাইয়া এটা শিখার জন্য কোন কোর্স করা লাগবে কি বা আমরা এটা কিভাবে শিখতে পারি?
উত্তর ৫: এটা শিখার জন্য আমার মতে কোন কোর্স এ ভর্তী না হওয়াটাই বুদ্ধিমান এর কাজ। এখন অনলাইন এ ঢুকলেই দেখতে পাই, ওএব ডিজাইন বা ডেভোলপমেন্ট শিখুন আমাদের কোর্স এ ভর্তী হয়ে। অনেকেই ভর্তী হওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। তাদের উদ্দেশ্য করে বলি, আসলে এই গুলা বাসাতে বসে বসেও শিখা যায়। এটা শিখার জন্য অনেক ওয়ে আছে। আপনি নিজে নিজে চেষ্টা করলেই পারবেন। বর্তমানে সবাই এটা দুইভাবে শিখে ১. অনলাইন ২. কোর্স এ ভর্তী হয়ে। আমার মতে ১ নাম্বার টাই পারফেক্ট ওয়ে। আসলে আপনি যে কোর্স এই ভর্তী হন না কেনো তারা আপনাকে প্রাইমারী লেভেল বা বেসিক শিখাবে কখনোই আল্টা লিজেন্ড ভাবে শিখাবে না। কারণ তারা জানে যে, তারা এইভাবে শিখালে তাদের ব্যাবসার লাল বাতি জ্বলে যাবে। তাই যতো টাকা দিয়েই আপনি কোর্স এ ভর্তী হন না কেনো, আপনাকে তারা বেসিক লেভেল ই ঘুরিয়ে ফিরিয়ে শিখাবে। তাহলে সেই একই জিনিষ তো আপনি ঘরে বসেও শিখতে পারেন। নিজে নিজে ওয়েব ডিজাইন শিখতে চাইলে আপনি প্রথমে http://freecodecamp.com সাইট থেকে শেখা শুরু করতে পারেন। তারা খুব সহজেই এবং ধাপে ধাপে আপনাকে ওয়েব ডিজাইনের জিরো লেভেল থেকে প্রফেশনাল লেভেলে শেখার মত করে দেখাবে + শিখাবে। তারপর আপনি কিছু কাজ করতে পারেন, এই সব সাইট থেকেও আপনি শুন্য লেভেল থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত নিজে নিজে শিখতে পারেন। আর এর জন্য শুধু দরকার আপনার চেষ্টা। Team treehouse, Lynda.com, udemy, codeacademy, MDN.WEB DOCS, Code school, The odin project, Coursera, Codewars, Wp sessions, Edx.org, W3 School, khan academy.org এই সব সাইট থেকে আপনি খুব সহজেই শুন্য লেভেল থেকে শুরু করতে পারেন। এরাই আপনাকে কোড দেখিয়ে দেখিয়ে শিখিয়ে ফেলবে।

এই আর্টিকেলটা লিখার জন্য ২/১ টা জায়গা থেকে আমি অল্প রেফারেন্স নিয়েছি। নেক্সট আমার আর্টিকেল এ ওএব ডিজাইন ও ডেভোলপমেন্ট নিয়ে আরও বিস্তারিত অালোচনা করার চেষ্টা করবো সেই সাথে Freelancing এর ব্যপারে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো।

Level 0

আমি মোঃ রুহুল আমিন। Software Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি সাধারণত টিউনগুলা করি, যেগুলো নিয়ে বর্তমানে সবাই সমস্যায় পড়ে ( প্রোগ্রামিং, ওএব ডিজাইন বা ডেভোলপমেম্ট, অ্যাপস বা সফটওয়্যার ডেভোলপমেম্ট, সাইবার সহ ইত্যাদি সেই সাথে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বের বড় বড় জব প্লাটফরম গুলো নিয়েও টিউন করে থাকি। আমি আশাকরি এটা একটা গাইডলাইন হিসেবে আপনাদের কাজ করবে আর সেই সাথে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস