সুন্দর এবং সাধারণ ঈদ মেকআপ

 

ঈদে সকলেই কম-বেশি মেকআপ করে। ঈদ মেকআপ করতে গিয়ে অনেকসময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেউ কেউ ভারি মেকআপ রাখতে চায়, আবার কেউ কেউ হালকা মেকআপ রাখতে চায়। তাই আজকের এ টিউনে  আমরা এমন একটি ঈদ মেকআপ সম্পর্কে বলব  যা খুব সহজেই তাড়াতাড়ি করতে পারবেন এবং এটি দেখতেও খুব সুন্দর লাগবে। 
 

 
(১) প্রথমে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর ভালো মানের প্রাইমার পুরো মুখে অল্প অল্প করে লাগান। ভালো ভাবে ব্লেন্ড করুন।  

(২)  এবার কালার কারেকশন করে নিন কারেক্টার দিয়ে। এর মাধ্যমে আপনার মুখের যে পাশে ডার্ক সার্কেল  আছে এবং মুখের  যে পাশে পিগমেনটেশন  আছে  তা ঢেকে যাবে।
 
(৩) তারপর   ভালো মানের যেমন  বেবি লিনের  টু  টুয়ান্টি ফাউন্ডেশন লাগান।  এবার ভালো ভাবে  স্পঞ্জ দিয়ে  পুরো 
মুখকে ব্লেন্ড করে নিন।
View full story: https://www.roupchorcha.com/2020/07/blog-post_31.html
 

 

 

 

 

 

 
 

 

Level 0

আমি ফাহমিদা জেরিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস