ব্রাউজারের ট্যাবে দেখুন বিশ্বের জানালা

শিরোনামটি অদ্ভুত শুনাচ্ছে তাইনা? বর্তমান পরিস্থিতির কারণে আমরা সবাই একরকম বন্দি জীবনযাপন করছি। দূরদূরান্তে ভ্রমণ করার চিন্তা এখন মাথায় আনাও অসম্ভব। এ অবস্থায় যারা নিজের বাসার পাশের একই দৃশ্য দেখে দেখে বোর হচ্ছে তাদের একঘেয়েমি কাটানোর উদ্দেশ্যেই আজকের এই এপিসোড নিয়ে হাজির হয়েছে প্রযুক্তিকথন টিম। যারা সহজে বের হতে চান না, বাসায় বসে বসেই বিভিন্ন জায়গা দেখতে চান তাদের জন্য এ এপিসোডটি হতে পারে স্বর্ণখনি। বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন

https://www.youtube.com/watch?v=b-LicwMS2ms

আজকে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলব তার নাম উইন্ডোসয়াপ। কুয়ারেন্টিন এর সময়ে Sonali Ranjit and Vaishnav Balasubramaniam নামক দুইজন মানুষ তৈরি করে এই প্রোজেক্ট। ভ্রমনপ্রিয় মানুষেরা এখন এক ধরনের শূন্যতা অনুভব করছে। তাদের এই শূন্যতা কিছুটা পূরণ করার জন্যই এই প্রোজেক্টের উদ্ভব হয়েছে। এই প্রোজেক্টে বিশ্বের বিভিন্ন কোণা থেকে মানুষজন তাদের জানালা দিয়ে যে দৃশ্য দেখা যায় তা সবার সাথে শেয়ার করছে। তাই ভ্রমণের জন্য যারা ক্ষুধার্ত হয়ে আছেন আপাতত বাসায় বসে বসে মনে শান্তনা পেতে ভিসিট করতে পারেন এই ওয়েবসাইট। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনি কখনো দেখতে পাবেন পাহারের দৃশ্য অথবা কখনো দেখতে পাবেন বৃষ্টিতে ভেজা থাইল্যান্ড এর রাস্তা।

এর জন্য প্রথমে আপনাকে আসতে হবে https://window-swap.com/ এই সাইটে।

দেখবেন ঠিক মাঝখানেই বড় বড় করে লেখা 'Open a new window somewhere in the world' বাটনটিতে ক্লিক করলেই তারা আপনাকে নিয়ে যাবে কোন এক মানুষের জানালায়। ব্রাউজারে বসেই আপনি উপভোগ করতে পারবেন বিশ্বের আনাচে কানাচের মনোরম দৃশ্য।

ভিডিওগুলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেকর্ড করে পাঠিয়েছে মানুষেরাই। একে অপরের সাথে নিজের দৃশ্য ভাগাভাগি করে শূন্যতা কমানোর এ চেষ্টাকে স্বাগত জানায় আমাদের টিম। অপরিচিত মানুষেরা তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে নিজেদের দৃশ্য রেকর্ড করে সবার সাথে শেয়ার করছে জিনিসটা চিন্তা করতেই ভালো লাগে। চাইলে আপনিও আপনার রেকর্ড করা ভিডিও পাঠাতে পারেন উইন্ডোসয়াপ টিম এর কাছে। এর জন্য আপনাকে যেটা করতে হবে তা হলো তাদের ওয়েবসাইটে 'submit' নামক বাটনে প্রেস করতে হবে।

সেখানে বিস্তারিত বলা আছে কিভাবে আপনি আপনার জানালার দৃশ্য বিশ্বের সাথে শেয়ার করতে পারেন। বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন

https://www.youtube.com/watch?v=b-LicwMS2ms

 

Level 0

আমি ওহে ওহে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস