১০ হাজার টাকা বাজেটে বেস্ট স্মার্টফোন!

বাংলাদেশে ইলেকট্রনিক্স কঞ্জিউমার মার্কেটের অন্যতম চাহিদাসম্পন্নও ডিভাইস হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পরিচালিত স্মার্টফোন। দেশের অর্থনীতি এবং জীবনযাত্রা নানানভাবে যেমন ডিজিটাল হচ্ছে, তেমনি তার সাথে একটি স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে সেই ডিজিটাল অগ্রগতিতে অংশ নিচ্ছে শহর থেকে শুরু করে প্রতিটি গ্রামীণ জনপদের মানুষও।

স্মার্টফোন কেনার ক্ষেত্রে সিংহভাগ অংশেরই বাজেট থাকে ১০ হাজার টাকার মধ্যে। ১০ হাজার টাকার মত লো বাজেটে প্রায় মানুষেরই টার্গেট থাকে দেশীয় উৎপাদিত স্মার্টফোন তথা দেশীয় কোম্পানির স্মার্টফোনগুলি দিকে। আর সেই দিক থেকে দেশে এগিয়ে আছে ওয়ালটন! বহু বছর হল দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন বিশ্বস্ততার সাথে দেশের লো-মিড রেঞ্জের স্মার্টফোন বাজারে বেশ ভালো একটি অবস্থান ধরে রেখেছে এবং মানুষদের সামনে নানা রকমের মানসম্মত স্মার্টফোন উপস্থাপন করে আসছে।

তো ১০ হাজার টাকার ভেতর আপনি আপনার নিজের জন্যই কিনুন কিংবা কাছের কারো জন্য, কোন স্মার্টফোনটি কিনবেন তা একটি বড় বিষয়! এই লেখায় তুলে ধরেছি তিনটি স্মার্টফোন যা আপনি ১০ হাজারের বাজেটে এই ২০২১ সালে কিনতে পারেন চোখ বন্ধ করে!

রূপে গুণে অনন্য প্রিমো আর৬ ম্যাক্স

৯৪৯৯ টাকা ৩/৩২ ভেরিয়েন্ট এবং ১১৫৯৯ টাকায় ৩/৬৪ জিবি ভেরিয়েন্টে প্রিমো আর৬ ম্যাক্স স্মার্টফোনটি আপনার পছন্দের তালিকায় উপরে থাকতে পারে। যদি ইন্টারনাল স্টোরেজ আপনার কাছে বেশি ফ্যাক্ট না হয়, তবে ৯৪৯৯ টাকায় ৩/৩২ জিবি ভেরিয়েন্ট আপনার জন্য হতে পারে পারফেক্ট। ক্যামেরার দিক দিয়ে আপনি পিছনে পাচ্ছেন ১৩+৫ মেগাপিক্সেল বান্ডেলের ডুয়াল ক্যামেরা মডিউল। ফোনটির ডুয়াল ক্যামেরা মডিউলে আপনি পাচ্ছেন এপারচার এফ২.০। যা আপনাকে অবজেক্টকে তুলনামূলক ভালো ফোকাস পয়েন্টে রেখে খুব দারুন কিছু ছবি তুলতে সহায়তা করবে।

একনজরে ওয়ালটন প্রিমো আর৬ঃ

  • (১৩+২) মেগাপিক্সেল রিয়ার ডুয়াল ক্যামেরা মডিউল
  • ফ্রন্ট ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ARM Cortex-A55, ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • PowerVR Rouge GE8322 জিপিইউ
  • ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ
  • ৬.০৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে (ইউ নচ/ডট নচ)
  • ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

স্টোরেজ ও ক্যামেরায় বাজিমাত প্রিমো এইচ৯ প্রো

বাজেটের মধ্যে আপনি বেশি র‍্যাম এবং বেশি ইন্টারনাল স্টোরেজ চাচ্ছেন? তবে আপনার জন্য ওয়ালটন এর প্রিমো এইচ৯ প্রো স্মার্টফোনটি পারফেক্ট! কেননা আপনি ৯৭৯৯ টাকাইয় স্মার্টফোনটিতে পাচ্ছেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরার দিক দিয়েও পিছিয়ে নয় স্মার্টফোনটি! ১৩ মেগকাপিক্সেল প্রাইমারি সনি সেন্সর সহ পিছে পাবেন ট্রিপল ক্যামেরা মডিউল।

একনজরে প্রিমো এইচ৯ প্রোঃ

  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম (২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমরি সাপোর্ট)
  • হেলিও এ২০ চিপসেট
  • ৬.১ ইঞ্চি ১৯ঃ৯ রেসিও আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি

বাজেট কিলার ''গেমার'স চয়েজ'' প্রিমো আরএক্স৭ মিনি

দেশের বাজার কাপিয়ে অন্যতম একটি স্মার্টফোন হচ্ছে এই প্রিমো আরএক্স৭ মিনি। স্মার্টফোনটি বাজারে লঞ্চ হওয়ার কিছুদিনের মাথায় একদম ষ্টক আউট হয়ে গিয়েছিল। স্মার্টফোনটিতে আপনি পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট! শক্তিশালী চিপ্সেট আর প্রিমিয়াম ডিজাইন এর কারনে স্মার্টফোনটি বাজারে বেশ জনপ্রিয়তা পায়, এবং এখনও বেশ জনপ্রিয়। এই বাজেটে সম্পূর্ণ গ্লাস বডির এই স্মার্টফোনটি যেকারো মন ছুঁয়ে যাওয়ার জন্য যথেষ্ট! স্মার্টফোনটির দাম ৯৪৯৯ টাকা।

একনজরে প্রিমো আরএক্স৭ মিনিঃ

  • ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম
  • ১৯ঃ৯ রেসিও সম্পন্ন ৫.৯ ইঞ্চি এইচডি+ আইপিএস ইনসেল ডিসপ্লে
  • মিডিয়াটেক হেলিও পি৬০, ১.৮ গিগাহার্জ অক্টাকোর চিপসেট
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি, টাইপ সি পোর্ট
  • ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

১০ হাজার টাকার বাজেটে আপনি স্মার্টফোনে অনেক বেশি জাহাজ সিংহ নিশ্চয়ই আশা করবেননা; তবে এমন কিছু আশা করতে পারেন, যেন একটি স্মার্টফোনে মানুষ যা যা করতে চায়, সব যেন ঠিকভাবে করা যায়! সেই হিসেবে আপনি আমাদের আজকের আলোচিত এই তিনটি স্মার্টফোনে সব পাবেন। ১০ হাজারের বাজেটে এই স্মার্টফোন গুলো আপনাকে নিরাশ করবে না, বরং বাজেট হিসেবে বাজারের অন্যসব স্মার্টফোনের তুলনায় কম্পেটেকটিউনসভ ভালো পারফরমেন্সই দিবে। তো নিঃসন্দেহে এই বাজেটে আজকের আলোচ্য স্মার্টফোন গুলো থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের একটি!

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস