মাইক্রোওয়ার্কারে একাউন্ট খুলতে পারতেছেন না….আইপি সমস্যা । এইদিকে আসুন 100% কাজ করবে

আজকাল খুব একটা সময় হয় না লেখার...নিজের পডালেখা নিয়ে বেশ ব্যাস্ত...। যাক আজকে হাতে কয়েক ঘন্টা সময় আছে তাই লিখতে বসা ।
প্রথমত বলে নিই আজকে কয়েকটা ব্যাপার দেখে চরম খারাপ লাগল । আমার অনেক কষ্টে মডিফাই করা যে এপগুলো আপনাদের দিয়েছিলাম তা দেখছি বেশ কয়েকটি ব্লগ কপি করেছে তাও আবার আমায় বা টেকটিউনসকে কোন ক্রেডিট না দিয়ে। যাক এসব নিন্দুকদের নিয়ে আর পারা যায় না ইনফেক্ট টিউন করার ইচ্ছাও হারিয়ে যায় এসব দেখলে । আর আজকাল টিটি তো ফ্রি এড দেয়ার তীর্থস্থান হয়ে দাডাচ্ছে । যাক মূল বিষয়ে ফিরে আসা যাক Ñ)
যারা নতুন অনলাইনে কাজ করতে আসে মনে হয় তাদের জন্য Microworkers থেকে ভাল আর কিছুই হয় না । কারণ এখানে প্রচুর ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায় কোন বিড ছাডা । তবে সমস্য হয় তখন যখন আমরা রেজিষ্টেশন করতে যাই কেননা আমাদের অপারেটর-রা একই আইপি বিভিন্ন জনের সাথে শেয়ার করে ফলে যখন আমরা আইডি খুলতে যাই দেখা যায় কি ঐ আইপি থেকে কেউ একজন অলরেডি আইডি খুলেছে । তো আমরা এক্ষেত্রে নেট কানেক্ট-ডিসকানেক্ট করে ট্রাই করতে পারি তবে যদি কাজ না হয় তবে কি করবেন...?
হ্যা এই জন্যই তো আমি আছি....
প্রথমে প্রক্সি র্সাভারে যান তারপর সেখানে টাইফ করুন microworkers.com/ । তারপর আর কি রেজিষ্টেশন করে ডাইরেক্ট ইমেইল ভেরিফাই করুন । আমার জানামতে এইটা 100% কাজ করে কেননা আমি এইভাবেই করেছিলাম...

পূর্বে প্রকাশিত : আমার ব্লগে

সময় হলে ঘুরে আসবেন আমার ডাউনলোড ব্লগ : Downloadall69

Level 0

আমি হাবিব উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফাজিল অব দা ইয়ার ট্রপি পাইছিলাম কয়েকবার....আর এখনো সেই ফাজলামো যাচ্ছে না । ১০ম শ্রেনীতে সায়েন্স নিয়ে পডছি স্যরি পডছি বল্লে ভূল হবে পডার ট্রাই করতাছি এন্ড দ্যাটস ইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তার পরতো কাজ করছে না। প্রক্সি সার্ভারে গেলে সেই একই ম্যাসেজ দেখায়।

Level 0

ভাই মোবাইল তো ভেরিফাই করতে পারছি না, কোন মেসেজ আসে না মোবাইলে। অনেক গুলা নাম্বার দিয়ে ট্রাই করলাম। সাপোর্টে মেসেজ দেবার পরও রিপ্লাই করে না।

আপনার ব্লগে ভিজিট করলাম, তবে আপনার ফেসবুক আইডিটা পেলাম না।প্লিজ আপনার ফেসবুক আইডিটা আমার প্রয়োজন।আপনার ব্লগের দেওয়া লিংকে ক্লিক করলে আপনার আইডি ওপেন হয়না।

@techter: ভাইয়া আমি রবি সিম দিয়ে ভেরীফাই করেছিলাম কোন সমস্যা হয়নি । আপনার যদি প্রবলেম হয় তবে রবি বা জিপি সিম দিয়ে ট্রাই করেন

@মাহমুদ কলি : bro আমার ফেবু আইডি বর্তমানে ডি-এক্টিভেট… কিছু বলার থাকলে এখানেই বলতে পারেন

ফ্রিল্যান্সিং বিষয়ে আপনার হেল্প যাতে সবসময় পেতে পারি তাই ফেবু লিংক চেয়েছিলাম।

ok…fb Activate korle inform korbo @মাহমুদ কলি

Level 0

amr account a 12$ ase bt mail ashtese na basar thikanai..pin pawar ki onno kono way ase?