ওয়ার্ডপ্রেস দিয়ে টাকা আয় করার পদ্ধতিসমুহ

পৃথিবীতে বেশিরভাগ মানুষই টাকা ইনকাম করার উপায় খুজে বেড়ায় ইন্টারনেট জুড়ে। এক সময় আমিও এর বিকল্প ছিলাম না। সেই সময় আমিও সারাটা দিন ধরে টাকা ইনকাম করার উপায় খুজতাম। যাই হোক এখন মুল কথা আসি।  আজ আমি আপনাদের সাথে এমন কিছু উপায় বা পদ্ধতি শেয়ার করবো যা দ্বারা আপনি ঘরে বসেই ইন্টারনেট থেকে টাকা ইনকাম বা আয় করতে পারবেন।

আজকের এই ইন্টারনেট বিশ্বে ওয়ার্ডপ্রেস ব্লগিং প্লাটফর্ম চিনে না একমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বর্তমানে আবার অনেক মানুষ এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টকে ক্যারিয়ার হিসাবে নিয়ে প্রচুর পরিমানে টাকা ইনকাম করছে। এটা যে খুব কঠিন তাও না, আপনার মেধা, চিন্তাশক্তি আর কাজ করার মন মানুষিকটা থাকলে আপনিও ওয়ার্ডপ্রেস ক্যারিয়আর থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

তাহলে চলুন এবার দেখি আপনিও ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে টাকা ইনকাম বা আয় করতে পারেন।

১। নতুন ব্লগ তৈরি করে 

আপনি চাইলে নিজের ব্লগিং করার জন্য একটা ব্লগ ডেভেলপ করে টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি আপনার ক্লাইন্টদেরকে ওয়ার্ডপ্রেস এর ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে দিয়ে টাকা ইনকাম করতে পারেন। আপনার সরাসরি ক্লাইন্ট পেতে সমস্যা হলে আপনি ওডেস্ক, ইলেঞ্চ, ফ্রিলেঞ্চার সহ বিভিন্ন ওয়েবসাইটে চেস্টা করে দেখতে পারেন। তবে এই জন্য আপনাকে ফ্রিলাঞ্চিং করার প্রোফাইলটি অনেক সুন্দর করে সাজাতে হবে। আপনি চাইলে এখানে ভালো ফ্রীলাঞ্চিং প্রোফাইল তৈরির টিউটোরিয়াল দেখে আসতে পারেন।  আশা করি এই উপায় ব্যবহার করে আপনি ভালো একটা অঙ্কেড় টাকা ইনকাম করত পারবেন।

 

২। কনটেন্ট তৈরি করে 

আপনি চাইলে কনটেন্ট তৈরি করে এবং সেল করে ভালো অঙ্কের টাকা আয় করতে পারবেন। আপনি এই ধরনের কনটেন্ট তৈরির অসংখ্য জব ফ্রিলাঞ্চিং সাইটে পাবেন। এছাড়া আপনি এই সকল কনটেন্টসমুহ আপনি আপনার নিজস্ব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করে অ্যাডসেন্স অথবা অন্ন কোন কোম্পানির বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম বা আয় করতে পারেন।

 

৩। থিম আর প্লাগইন ডেভেলপ করে

আপনি যদি কোডিং-এ এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার কোডিং-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্লাগইন এবং থিম তৈরি এবং বিক্রয় করে টাকা আয় করতে পারেন। আপনার এই সকল ডেভেলপমেন্ট আপনি ওয়ার্ডপ্রেস, থিমফরেস্ট সহ বিভিন্ন ওয়েবসাইট বিক্রয় করতে পারেন। এছাড়া আপনি আপনার ক্লাইন্টের চাহিদামতো ডেভেলপমেন্ট করে দিয়েও টাকা ইনকাম করতে পারেন।

 

৪।ক্লাইন্টের ওয়েবসাইটের সমস্যা সমাধান করে

ক্লাইন্টের ওয়েবসাইটের কোন সমস্যা হলে সেই সমস্যা ফিক্স করে বা সমাধাক করেও চলারমতো টাকা আয় করতে পারেন। তবে এই ধরনের কাজ আপনি প্রচুর পরিমানে পেতে পারেন। এই জন্য আপনাকে ফ্রিলাঞ্চিং ওয়েবসাইট এ আপনাকে একটিভ থাকতে হবে।

 

আর সব শেষে একটা কথাই বলতে চাই, আপনি যেই কাজটাকেই প্রফেশন হিসাবে নিবেন সেই কাজের সন্মান করবেন আর সবসময় ওটার সাথেই লেগে থাকার চেস্টা করবেন। এতে আপনি নতুন অনেক কিছুই শিখতে পারবেন যা পরবর্তীতে অনেক উপকার করবে।

আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেকটিউনস-এর সাথেই থাকুন।

Level 2

আমি ওয়াহেদুজ্জামান তুহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a student of Computer Science & Engineering.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পৃথিবীতে বেশিরভাগ মানুষই টাকা ইনকাম করার উপায় খুজে বেড়ায় ইন্টারনেট জুড়ে . AGREE………

অনলাইনে আয় করতে চান?
একজন সফল ফ্রিল্যান্সার হতে চান?
তাহলে staff.com এ যান এবং সাইন আপ করুন আর কোন প্রকার স্প্যামিং ছাড়াই টাকা আয় করুন।
আমি একজন ফ্রিল্যান্সার,আমি এখানে কাজ করছি এবং এখানে কাজ করার পরামর্শ দিচ্ছি।

ভাই আমি WordPress সাইট এর নিরাপত্তার জন্য কি করতে পারি???

আপনিও আয় করতে পারবেন। ১০ সেরা WordPress Theme http://www.techtunese.com/wordpress/top-10-wordpress-theme-bestsellers/

অনেক ভাল লিখেছেন।একজনের প্রশ্নে আমিও কিছু লিখেছি এই বিষয় নিয়ে এই লিঙ্কে গিয়ে চাইলে দেখে আসতে পারেন https://www.nirbik.com/23012/