প্রতি ক্লিকেই টাকা আয় – এমন লোভ কয়জনই বা সামলাতে পারে? ভুয়া স্ক্যাম সাইট থেকে নিজেকে বাচান

আশাকরি ভালো আছেন। আসুন জেনে রাখি, কিভাবে ভূয়া ওয়েবসাইট সনাক্ত করা যায়?
অনলাইনে আয় করার অনেক ওয়ে থাকলেও অনেকে এরকম কিছু টাইটেল দেখায় এবং বলে যে, ক্লিক করলেই টাকা আয় করা যায়। কিংবা অমুক অ্যাপস টি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনসটল দিলেই আপনি টাকা আয় করতে থাকবেন। এগুলো সবই ভুয়া।

প্রথমেই চিন্তা করুন, যে কাজটি করে আপনাকে টাকা দেয়ার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটা বাস্তবসম্মত। ধরুন একজন আপনাকে বলল তাকে এরকম একটি ওয়েবসাইট তৈরি করে দিলে সে আপনাকে এতো টাকা দিবে। কাজটি বাস্তব সম্মত। কেননা যে কেউ তার নিজের জন্য কিংবা তার কোম্পানীর প্রসারের জন্য ওযেবসাইট তৈরি করা প্রয়োজন। কাজটি করতে অবশ্যই আপনার মেধার প্রয়োগ করতে হবে। আপনাকে ডেভোলাপিং জানতে হবে। এই কাজের জন্য অবশ্যই সে আপনাকে পারিশ্রমিক দিবে বাস্তব সম্মত ভাবেই। কেউ আপনাকে বলল, তাদের একটি প্রডাক্টের জন্য কন্টেন্ট লিখে তা ক্যাম্পেইন করে দিতে হবে। এই কাজটিও বাস্তব সম্মত ভাবেই আমরা রিয়েল আর্নিং মেথড হিসেবে ধরে নিতে পারি। আর যারা বলে ক্লিক করলেই টাকা তারা কি জন্য আপনাকে টাকা দিবে। আপনাকে দিয়ে ক্লিক করিয়ে নিয়ে আসলে তারাই টাকা কামাবে।

তারপর চিন্তা করে দেখুন, আপনাকে লোভ দেখানো হচ্ছে কি না। আপনাকে উপযুক্ত পরিশ্রমিক দেয়ার কথা বলা হচ্ছে কি না সেটা ভেবে দেখতে হবে। অনেকেই দেখবেন তার কাজের মানের থেকে আপনাকে অনেক বেশী পারিশ্রমিক দেয়ার লোভ দেখাবে। ধরুন সাধারণ মানের একটি ওয়েবসাইট ৭০ ডলার থেকে ২০০ ডলার আবার উন্নত মানের একটি ওয়েবসাইটের খরচ ২৫০ ডলার থেকে ৫০০০ ডলার হতে পারে। কিন্তু সাধারণ মানের একটি ওয়েবসাইট এর জন্য যদি আপনাকে কেউ বলে ৫০০ ডলার দিবে তবে সেটা ভূয়া। তেমনী একটি ক্লিকের জন্য কেউ যদি আপনাকে ১০ সেন্ট থেকে ২ ডলার অফার করে তবে সেটা ভূয়া।

সাইটের সর্বশেষ আপডেট দেখুন। গুগলি করেও দেখতে পারেন। আবার সাইটের ব্লগটিউন, ফোটার এসব দিকে একটু লক্ষ্য রাখুন। যদি সেখানে রিসেন্ট আপডেট কোন ডাটা না থাকে তবে সেটা ভূয়া।

আসলে আমরা একটু সতর্ক হলেই ভূয়া সাইটগুলো সনাক্ত করতে পারি। এগুলোর পেছনে সময় ব্যায় না করে আমরা অনলাইনে আয়ের রিয়েল ওয়েগুলো নিয়ে সময় ব্যায় করলে একটা সময় আর্নিং আসবেই।

কয়েকদিন আগে একজন ফেইসবুকে আমাকে নক দিয়ে একটি ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। এরকম রিকুয়েষ্ট আশাকরি যে আইপি গুলা উনার রেফার থেকে ভিজিট করেছে। তারপর ২/৩ ঘন্টার মতো উনি ট্রাই করলেন এবং টাকা উঠাতে না পেরে আমার কাছে ক্ষমা চাইলেন। আশাকরি।

আমাকে ফেইসবুকে পাবেন - https://web.facebook.com/obaydul.shipon

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস