অ্যাফিলিয়েট চ্যালেঞ্জ Health, Wealth, Romance

অ্যাফিলিয়েট মার্কেটে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিক নিস সিলেক্ট করা। অ্যাফিলিয়েট মার্কেটে প্রথম এবং সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিস সিলেকশন। আপনি কোন প্রডাক্টের মার্কেটিং করবেন তা ঠিক করার আগে ভালোভাবে মার্কেট রিসার্চ করে দেখতে হবে। তা না হলে সময় ও অর্থ দুটিই অপচয় ঘটবে।

মানুষ অনলাইনে কি খুজে? যা খুজে তাই কি কিনে? কি কেনার জন্য খুজে আর কি তথ্য পাওয়ার জন্য খুজে? আপনি যা খুজেন তার সবই কি অনলাইনে কিনেন? কিছু প্রডাক্ট আছে যা মানুষ অনলাইনে তথ্যের জন্য খুজে আবার কেনার জন্য মার্কেটে যায়। কিছু প্রডাক্ট আবার অনলাইন থেকে কেনার জন্যই অনলাইনে খুজে। মানুষের মাইন্ড এবং বাস্তবা রিসার্চ করে দেখতে হবে।

আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করেন তারা চান তাদের প্রডাক্ট গুলো কানাডা, আমেরিকার মানুষ যেন কিনে। তাই সেসব দেশের মানুষ নিয়ে রিসার্চ করতে হবে। সেসব অঞ্চলের মানুষের জীবন যাত্রার উপর নির্ভর করে রিসার্চ করে দেখতে হবে তারা কি অনলাইন থেকে কিনে থাকে???

একটি রিসার্চ বলছে হেল্থ ওয়েল্থ এবং রোমান্স এই তিনটি নিসের প্রডাক্টই বেশী কেনা হয় অনলাইনে। প্রথমেই মানুষ নিজের সুস্থতার কথা ভাবে। সুস্থতার পাশাপাশি মানুষ আরো বেশী অর্থ উপর্জনের কথা চিন্তা করে। আর সুস্থতা ও অর্থ আসার পর মানুষ একটু রোমান্স চায়। আরাম আয়েশে বাকি জীবন কাঠাতে চায়। এই নিশগুলোর প্রডাক্ট অনলাইনে বেশী বিক্রয় হওয়ার আরো কিছু কারণ তারা উল্লেখ করেছে তাদের রিসার্চে। আমি সেদিকে যাচ্ছি না। এই নিশগুলোর উপর যে প্রডাক্ট আছে তার সবগুলোই কিনতু সেইল হচ্ছে না। মানুষের স্বাস্থগত সব সমস্যা সমাধানে মানুষ নিশ্চয় অনলাইনে কেনাকাটা করে না। তারা ডাক্টারের কাছেই যায়। কিন্তু আমাদের দেখতে হবে কোন ধরনের প্রডাক্ট কেনার প্রতি মানুষের ঝোক রয়েছে।

তার আগে আসুন দেখি আমাদের টার্গেট এরিয়ার মানুষদের প্রধান সমস্যা কি? আমেরিকার মানুষদের প্রধান সমস্যা হচ্ছে তারা মোটা হয়ে যায়। তারা সব সময় স্লিম হওয়া নিয়ে টেনশনে থাকে। সেই টেনশন থেকে তারা আরো মোটা হয়ে যায়। আপনারা এবার খুজে দেখুন তো বা আইডিয়া করুন তো স্লিম হওয়ার জন্য তারা কি কি অনাইন থেকে কেনার জন্য সার্চ করতে পারে?

টাকা তো পৃথিবীর সব অঞ্জলের মানুষই অর্জন করতে চায়। আমাজানের কোন কোন প্রডাক্ট মানুষদের অর্থ অর্জনে সাহায্য করবে কিংবা মানুষের অর্থের নিরাপত্তা দিবে? আপনারাই সার্চ করে দেখতে থাকুন। আর রোমান্স। অহ্। এটা মানুষের জৈবিকতা। এই নিয়ে বেশী কিছু বলারও নাই।

যারা অ্যাফিলিয়েট মার্কেট শুরু করবেন ভাবছেন তাদের কাছে আমার পরামর্শ হলো প্রডাক্ট নির্বাচন করতে ভুল করবেন না। শুরু করার আগে এটি নিয়ে বেশী কাজ করুন।

আমার আরো কিছু টিউন-

যে ১০ টি কারনে আমার কাছে ইমেল মার্কেটিং সেরা ফ্রিলেন্সিং পদ্ধতি

যে প্রদ্ধতি আমি কোন ঝামেলা ছাড়াই পেপাল ব্যবহার করছি, আপনিও পারবেন

মাইক্রোফ্রিলেন্সিং সাইট ফিভার থেকে ইনকাম – ভিডিও প্রমানসহ

অনলাইন ব্যবসায় ইমেল মার্কেটিং এর প্রয়োজনীয়তা

ফেইসবুকে আমি

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।