অনলাইন থেকে ফ্রিতে বিটকয়েন আয় করুন।(পর্ব-১)।বিটকয়েন কি?কিভাবে আয় করতে হয়?

অনলাইন থেকে আয় করার একটি সহজ মাধ্যম হচ্ছে বিট কয়েনে আয় করা। আর আপনি যদি বিটকয়েন আয় করা সঠিক ভাবে শিখে নিতে পারেন তাহলে তো আর কথায় নেই। যায় হোক আমি আপানদের সাথে অনলাইন থেকে কিভাবে ফ্রি বিটকয়েন কিভাবে আয় করতে হয় তা নিয়ে আজ কথা বলবো। আপনি যদি একদম নতুন হন অনলাইনে তাহলে আজ থেকে আমার সাথে সুরু করুন ফ্রিতে বিটকয়েন আয় করা।

ফ্রিতে বিটকয়েন আয় করতে হলে আপনাকে যে বিষয় গুল জানতে হবে

১। বিটকয়েন কি?

২। কিভাবে আয় করা যায়?

৩। কয়েনবেজ একাউন্ট কি?

৪।  ফসেটহাব একাউন্ট কি ?

এই বিষয় গুল নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলচনা করবো। অবশ্যই আপনি এই টিউন টি ফুল পড়বেন।

বিটকয়েন কি?

বিটকয়েন হচ্ছে এক ধরনের সাংকেতিক মুদ্রা (Virtual Currency) যেটি ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে। এটি লেনদেন নিয়ন্ত্রণ এর জন্য কোন প্রতিষ্ঠান নেই। এটি সম্পূর্ণ একটি ওপেনসোর্স প্রোজেক্ট। সাতোশি নাকামোতো নামে একজন ভদ্রলোক ২০০৮ সালে এই মুদ্রা আবিস্কার করেন। এই মুদ্রাকে তিনি পিয়ার-টু-পিয়ার নামে অবিহিত করেন। বিটকয়েন মাইনার নামে এক ধরনের সার্ভারে এর যাবতীয় লেনদেন সংরক্ষিত থাকে। যেকোন কম্পিউটার থেকে এর লেনদেন করা হলে এর কেন্দ্রীয় সার্ভারে তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ (Automatic Update) হয়ে থাকে। বর্তমানে এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। এটি পেপাল, পাইজা, পারফেক্টমানি এর মত পেমেন্ট প্রসেসর হিসেবে ব্যাবহিত হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এমনকি অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানও বিটকয়েন এ পেমেন্ট করছে। বিটকয়েন মাইনার এর মাধ্যমে বিটকয়েন উৎপন্ন করা যায়। প্রয়োজনীয় হার্ডওয়ার এবং সফটওয়্যার এর মাধ্যমে যে কেউ বিটকয়েন উৎপাদন করতে পারে। উৎপাদিত বিটকয়েন গ্রাহকের ডিজিটাল ই-ওয়ালেট (অ্যাকাউন্ট) এ সংরক্ষিত থাকে। বিটকয়েন মাইনিং এর পদ্ধতিটি যথেষ্ট জটিল। কিছু গানিতিক সমস্যা সমাধান করতে হয়, যেগুলো দিন দিন আরও কঠিন হয়ে আসছে। এর দামও অনেক বেশি উঠানামা করে। বর্তমানে (১১/১২/২০১৭) প্রতিটি বিটকয়েন এর মূল্য প্রায় ১৭০০০ ডলার।।

কিভাবে আয় করা যায়

বিটকয়েন আয় করা অনেক সহজ আবার কঠিন আপনি যদি সঠিক ভাবে এটি রপ্ত করে নিতে পারেন তাহলে।আপনার কাছে সহজ মনে হবে।বিটকয়েন আয় করার জন্য অনলাইন এ অনেক সাইট আছে কিন্তু এগুলোর মধ্যে বেশির ভাগ ভুয়া।সেই জন্য মানুষ ঠিক ভাবে কোথা থেকে সুরু করবে বুঝতে পারে না কিন্তু আপনি যদি আমার টিউন গুলো মন দিয়ে লক্ষ করেন তাহলে আপনিও অনলাইন থেকে বিটকয়েন আয় করতে পারবেন।জায় হোক অনলাইন থেকে ফ্রিতে বিটকয়েন আয় করা জন্য ভালো মাধ্যম হচ্ছে ফসেট হাব যেটা নিয়ে আমরা নিচে আলোচনা করবো।

কয়েনবেজ একাউন্ট কি?

আপনি অনলাইন থেকে যে বিটকয়েন আয় করবেন তা আপনি কোথায় রাখবেন। কিভাবে বেচাকেনা করবেন? তায় অনলাইন থেকে বিটকয়েন আয় করার পর সেগূল রাখার জন্য আপনাদের একটি একাউন্ট এর প্রয়োজন হবে যেটার না কয়েনবেজ। কয়েন বেজ একদম সহজ একটি বিষয় কিভাবে কয়েনবেজ একাউন্ট করতে হয় তার একটি টিউন আমি করেছি।সেটা আপনারা দেখে খুব সহজে কয়েনবেজ একাউন্ট করতে পারবেন।

কয়েনবেজ একাউন্ট খুলতে এখান ক্লিক করুন

ফসেটহাব একাউন্ট কি?

ফসেটহাব একাউন্ট অনেক টা কয়েনবেজ এর মত।অনলাইন থেকে বিটকয়েন আয় করার জন্য ফসেটহাব এই সাইট টি অনেক ভাল এবং এটা রিয়েল সাইট এর মাধ্যমে আপনরা খুব সহজেই অনেক টাকা আয় করতে পারবেন।ফসেট হাব মুলত  আপনারা যে  বিটকয়েন আয় করবেন তা এখানে জমা হবে।এবং আপনারা যখন খুশি তখন আপনার কয়েনবেজ একাউন্ট এ নিতে পারবেন এবং কয়েনবেজ থেকে বিকাশে বেচাকেনা করতে পারবেন। ফসেট হাব সাইট এ একাউন্ট করতে হয় কিভাবে তা নিয়ে আমি আগে একটি টিউন করেছিলাম।সেটা দেখে আপনারা খুব সহজে একাউন্ট করে নিবেন।

ফসেট হাব একাউন্ট করতে এখানে ক্লিক করুন

এই দুইটি একাউন্ট করার পর আপনারা ফ্রিতে বিটকয়ে কিভাবে আয় করবেন সেটা নিয়ে আপনাদের সাথে আমি পরবর্তী টিউন এ আলচনা করবো। পরবর্তী টিউন এ আমি আপনাদের এমন কিছু সাইট দিব যেখান থেকে আপনারা কাজ করার সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন আপনার বিটকয়েন একাউন্ট এ। এবং কিভাবে দিনে ২০০০০ সাথসি আয় করতে  পারবেন সেটাও দেখিয়ে দিব। ২০০০০ সাথসি তে বর্তমানে প্রায় ৩ ডলার।

আপনারা যারা এই টিউন টি দেখলেন তারা সবায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।এবং ফ্রিতে বিটকয়েন আয় এর এই টিউনগুল দেখলে আপনিও অনলাইন থেকে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন

 

বিঃদ্রঃ একটি টিউন ও মিস করবেন না

Level 0

আমি লিমন হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস