ফ্রিলেন্সিং গাইড ২০১৮ আপডেট [পর্ব-০৭] :: প্রফেশনাল ডোমেইন সেলার হয়ে উঠুন – ভিডিওসহ সেডো মার্কেটপ্লেস ডোমেইন বিক্রয় করার প্রদ্ধতি

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। প্রফেশনালী ডোমেইন বিক্রয় করেও অনলাইনে আয় করা যায়। আপনি শুনে অবাক হবেন যে, এক একটি ডোমেইন কয়েক লাখ ডলারেও বিক্রয় হতে পারে। গুগল সার্চের সাহায্য নেয়ার দরকার নেই। আপনি সেডোতে ভিজিট করলেই দেখতে পারবেন এক একটি ডোমেইন কয়েক লাখ ডলারের বিড হচ্ছে।

আজকের টিউনে ডোমেইন বিক্রয় করে আয় করার জন্য সেডো মার্কেটপ্লেসটি নিয়ে আলোচনা করেছি। ডোমেইন বিক্রয় করার জন্য সব থেকে জনপ্রিয় এই মার্কেটে আপনি আপনার ডোমেইন বিক্রয় করে দিতে পারেন আবার ডোমেইন বিক্রয় না হলেও পার্কিং থেকে অনলাইনে আয় করতে পারেন।

সেডোতে ডোমেইন পার্ক করে আয় করার ক্ষেত্রে মনে রাখতে হবে - নিজের ডোমেইনে নিজে ভিজিট করে বিজ্ঞাপণে ক্লিক করা যাবে না। এমনকি ডোমেইন পার্ক করার পর নিজের ডোমেইনটি কোথাও ক্যাম্পেইন করতেও পারবেন না। গুগল থেকে যেসকল ভিজিটর ডোমেইনে ভিজিট করবে কেবল তারাই রিয়েল ভিজিটর হিসেবে কাউন্ট করা হবে। অন্যতায় আপনার একাউন্ট ব্লক করে দেয়া হতে পারে।

প্রফেশনাল ডোমেইন সেলার হতে হলে অবশ্যই ডোমেইন কেনার সময় প্রচুর দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আপনি যে ডোমেইনটি কয়েক হাজার টাকায় বিক্রয় করার আশা করছেন তা কি আসলেই কয়েক হাজার ডলারে বিক্রয় করার মতো চাহিদা মার্কেটে তৈরি হবে। ডোমেইনটি কয়েক বছর ফেলে রাখার মতো বাজেট কি আপনার কাছে আছে? যদি আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন বলে নিশ্চিত থাকেন তবে শুরু করতে পারেন। বলা তো যায় না, আপনার ডোমেইনটি কোন এক সময় লাখ লাখ ডলারে কেনার জন্য কোন কোম্পানী অফার করতে পারে।

ডোমেইন ক্রয় বিক্রয় করার জন্য সেডো মার্কেটপ্লেস সব থেকে জনপ্রিয় ও বিশ্বস্থ মার্কেটপ্লস। নিচের ভিডিওগুলো সেডোতে ডোমেইন পার্ক করার প্রদ্ধতি দেখানো হল -

ভিডিও পার্ট ১

ভিডিও পার্ট ২

ভিডিও পার্ট ৩

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ওবায়দুল হক,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

    এটা কেন করা হচ্ছে জানতে পারি?

      আমরা কিছু ভালো টিউনারদের সাথে যোগাযোগ করছি। টেকটিউনস কোয়ালিটি টিউনারদের নিয়ে কিছু নতুন আইডিয়া করছে।