আশাকরি ইনকাম এবার হবেই

একটু বুদ্ধি খাটালে সবই সম্ভব। আশাকরি।

চলুন মূল কথায় আসি

আমরা যারা ব্লগার তারা প্রতিনিয়ত ছুটছি অ্যাডসেন্স নামক সোনার হরিনের সন্ধ্যানে কিন্তু ঐ হরিণ পাওয়াটা এখন আরও কঠিন হয়ে গেছে। আবার যদি পাওয়া ও যায়, তাহলে তাকে রক্ষা করাটা আরো বেশি কঠিন। অ্যাডসেন্স পাবলিশারদের প্রতিদিন এই চিন্তায় ঘুম হারাম যে কখন ব্যান হই। আবার, ইদানিং কালে বাংলাদেশি অ্যাডসেন্স পাবলিশারদেরকে ভাল রেভেনিউ ও দিচ্ছে না গুগল। তাহলে, উপায়? উপায় আছে।  Yllix.com নামক সাইট টি গুগল অ্যাডসেন্স থেকে কোন অংশে কম নয়। এটা থেকে ভাল আরনিং করা সম্ভব। এটা তে সকল ধরনের এড বিদ্যমান।

Yllix.com এর সুবিধাদি হচ্ছেঃ

১) যে কোন ধরনের সাইট হলেই চলবে।

২) সাইটের জন্য জটিল কোন পলিসি নাই।

৩) আরনিং ও আদসেন্সের প্রায় সমান।

৪) এক্টিভ রেফারেল যোগার করতে পারলে রেফারেল প্রতি ৫০ ডলার বোনাস।

৫) নূড সাইটে ও কোন সমস্যা নাই।

৬) এটা ছিটিকা, এডব্রাইট ইত্যাদির পাশাপাশি ব্যবহার করা যাবে।

৭) কমপক্ষে ১ ডলার হলেই পেমেন্ট দেয়া হয়।

৮) এর পেমেন্ট পেইজা, পেইপাল এবং চেক এর মাধ্যমেও পাওয়া যায়।

তাহলে, দেরি না করে, এখুনি (Yllixmedia) তে একটি একাউন্ট করে নিন আর এড পাবলিশ করে টাকা আয় করতে থাকুননিশ্চিন্তে ও  নির্ভয়ে।

এখানে ক্লিক করে একাউন্ট করুন
এখন বলছি কিভাবে প্রতিদিন ইনকাম করে প্রতিদিনের টাকা প্রতিদিন উত্তোলন করবেন।

আপনার যদি পুরাতন কোন ব্লগ থাকে তাহলেতো কোন কথাই নাই আর না থাকলে ব্লগার.কম থেকে অথবা  ফ্রী ডোমেইন দিয়ে আমার এই সাইটের মতো একটা মুভি সাইট অপেন করুন।

মুভি সাইটে প্রচুর ভিজিটর পাওয়া যায়।

তারপর yllix Media তে একাউন্ট খুলে তাদের বিজ্ঞাপণ প্রচার করুন। তাদের বিজ্ঞাপর সকল ধরনের সাইটেই সাপোর্ট করে। উপরের কাজগুলি করতে আপনার সবোর্চ্চ ২ থেকে ৩ ঘন্টা সময় লাগতে পারে।

আপনি প্রতিদিন সাইটে টিউন করবেন। প্রথম দিন থেকেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে। প্রতিদিন আপনার ইনকাম বাড়তেই থাকবে।

আপনি ১ ডলার হলেই ক্যাশ আউট করতে পারবেন। একটু মনযোগ সহকারে কাজ করলে আপনি প্রতিদিন ৫০-১০০ ডলার ইনকাম করতে পারবেন।

টাকা পেইজাতে ট্যান্সফার করবেন। এবং পেইজা থেকে প্রতিদিন টাকা উত্তোলন করতে পারবেন।

পরবর্তি টিউনে আরও বিস্তারিত নিয়ে আসছি অপেক্ষা করুন.

Level 0

আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 46 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস