ফ্রি তে ফ্রিল্যান্সিং কোর্স করে আজ হতেই শুরু করুন আউটসোর্সিং এর হাতেখড়ি

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আউটসোর্সিং শব্দটা শুনতে শুনতে এখন খুবই কমন একটা জিনিস মনে হয় অথচ এই "আউটসোর্সিং" করতে গিয়ে আমরা নূন্যতম "কমনসেন্স" বিষয়টা হারিয়ে ফেলি তার প্রমান "আউটসোর্সিং শিখতে নাকি টাকা লাগে?"


দেখুন অনলাইন ইনকাম অথবা আউটসোর্সিং জিনিসটা কোন বিজন্যেস নয় এটা অনেকটা পার্টটাইম/ফুল টাইম জব(সেটা আপনার উপর নির্ভর করবে) তাই কেউ যদি আউটসোর্সিং শিক্ষার নামে আপনার নিকট টাকা চায় তাহলে তিনি টিচার নয় বরং পাক্কা চিটার!

আউটসোর্সিং কি?

"আউট" মানে "বাহির" আর "সোর্স" মানে "উৎস" তাহলে আউটসোর্সিং বলতে "বাইরের উৎস" হতে ইনকাম বোঝায় সেটা হতে পারে ইন্টারনেটের যেকোন মাধ্যম যেমন এড নেটওয়ার্ক, সোস্যাল মার্কেটিং, সফটওয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি।
উদাহরনস্বরূপ আপনি প্রসিদ্ধ এড নেটওয়ার্ক গুগল এডসেন্স হতে ইনকাম করতে পারেন। আবার ফেসবুকের মতোন পপুলার সামাজিক মাধ্যমে এডভারটাইজিং এবং ওরিয়েন্টেশন অরগানাইজ করেও ইনকাম বাড়াতে পারেন। এছাড়াও ফ্রিল্যান্সারের মতোন ওয়ার্কিং প্লেসে আপনার যদি যোগ্যতা থাকে তবে আপনি সফটওয়ার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং ইত্যাদি দক্ষতায় নিশ্চিত আউটসোর্সিং করে দু-দশ টাকা নয় বরং হাজার হাজার ডলার সত্যিই দু হাতে ইনকাম করতে পারবেন।

আউটসোর্সিং করতে কি লাগে?
আমি স্পষ্ট করে বলছি "আউটসোর্সিং করতে কোন টাকা লাগে না" তাই ইন্টারনেটে কেউ যদি আপনাকে আউটসোর্সিং এর প্রলোভনে টাকা দাবী করবেন তবে তিনি ১০০% প্রতারক! মনে রাখুন "আউটসোর্সিং হলো মেধা, শ্রম, সময় আর স্বদিচ্ছার সম্মিলন" সুতরাং এখানে টাকা পয়সা নয় বরং যোগ্যতাই আসল কথা এবং শেষ কথা!

আউটসোর্সিং করতে কি কি যোগ্যতা লাগে?

এটার সাদা মাটা কোন উত্তর নেই বরং আপনার মাঝে যে বিষয়ে যতোটুকু মেধা আছে সেটা দিয়েই ইন্টারনেটে ইনকাম করতে পারেন। ধরুন আপনি বেশ ভালো লিখতে পারেন তাহলে "কনটেন্ট রাইটিং" হতে যা ইনকাম করবেন তার সাথে একজন সফটওয়ার ডেভলপারের ইনকামের তুলনা করা কিংবা যোগ্যতা বিচার করা বেকামী!
তবে (১)ইংলিশে ভালো হওয়া (২) সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারা (৩) ক্লায়েন্টের সাথে সৌজন্যতা ইত্যাদি স্বাভাবিক গুন থাকা অতি আবশ্যক।

ইন্টারনেটে কিভাবে কাজ পাবেন?
ইন্টারনেটে কাজের অভাব নেই আপনি চাইলেই কাজ খুঁজে পেতে পারেন তার জন্য ফ্রিল্যান্সার আর ওডেস্কের মতোন প্রসিদ্ধ ওয়েবসাইট ভিজিট করলেই বুঝতে পারবেন।
তবে সেখানে যতো কাজ আছে তার চেয়ে যোগ্য ফ্রিল্যান্সার এর অভাব আছে সুতরাং আউটসোর্সিং শুরু করার নিজেকে যোগ্য করে গড়ে তোলাই মুখ্য!

ফ্রিল্যান্সারে কি কি কাজ পাওয়া যায়?
যদিও সঠিক করে কাজের প্রকারভেদ বলা কঠিন তবুও (১) সফটওয়ার ডেভেলপমেন্ট (২) ওয়েবসাইট ক্রিয়েশন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট (৩) গ্রাফিক্স- ডিজাইন (৪) ডাটা এন্ট্রি (৫) কনটেন্ট রাইটিং (৬) সোস্যাল মার্কেটিং ইত্যাদি বহু ক্ষেত্র হতেই টাকা কামাতে পারেন।

আউটসোর্সিং কোর্স করবেন?
দেখুন যদিও আউটসোর্সিং করে সফল হতে হলে আপনাকে অবশ্যই সবার আগে যোগ্যতা অর্জন করতে হবে তথাপি বাংলাদেশে "আউটসোর্সিং কোর্স" এর নামে নামে চলে ধান্দাবাজি এবং প্রতারণা সুতরাং কাউকে বিশ্বাস করার আগে যাচাই করে নিন নয়তো শেষে বেকা বনে যেতে হবে।

ফ্রিতে ফ্রিল্যান্সিং?
শুনতে খারাপ লাগলেও সত্য হলো "ফ্রি তে কিচ্ছু পাওয়া যায়না" কিন্তু তাইবলে আমি টাকার কথা বলছি না!
মনে করুন আপনি প্রোগামিং শিখতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে প্রোগামিং এর বই কিনতে হবে আর বই কেনার টাকাটা অবশ্যই আপনাকে নিজেই যোগার করতে হবে।
এছাড়া ইন্টারনেট জগতে গুগলকে নিজের বন্ধু করে নিন কেননা গুগল ঘাটলেই আপনি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন।
এছাড়া আপনি আউটসোর্সিং শিখতে পূর্ন গাইড লাইনের শুরু হতে হাতেখড়ি হতে পারে টেকল্যান্সার!

টেকল্যান্সার আসলে কি?
অনলাইনে ইনকাম করার শিক্ষার শুরু করতে টেকল্যান্সার হতে পারে আপনার আদর্শ শিক্ষক। এখানে ফ্রিল্যান্সিং কিভাবে শুর করবেন এবং কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হবেন তার সকল গাইড লাইন বিনামূল্যে বাংলাতে টিউটোরিয়াল আকারে দেওয়া হবে এছাড়াও পারসোনাল সমস্যা/জিজ্ঞাসাতে আপনাকে সহায়তা করতে স্বয়ং Techlancer Teacher তো আছেনই!
মূলত টেকল্যান্সার হলো একটি টেকনোলোজি রিলেটেড সামাজিক সোস্যাল নেটওয়ার্ক (অনেকটা ফেসবুকের মতোন) যেখানে যে কেউ বিনামূল্যে আউটসোর্সিং কোর্স করার সুযোগ পাবেন।
টেকল্যান্সারে ফ্রি রেজিস্ট্রেশন করুন → টেকল্যান্সার
শেষ কথা
ইন্টারনেট দুনিয়াতে "ই থেকে ইয়াহু" বলতে আপনাকে মেধাবী এবং পরিশ্রমী হতে হবে; এখানে শর্টকাটে কোটপতি হওয়ার উপায় নেই সুতরাং আজই হতে শুরু করুন "সফল আউটসোর্সিং শিক্ষা"!

শুভকামনা এবং ভালোবাসা রইলো সবার জন্য, আল্লাহ হাফেজ।

Level 0

আমি টেক ল্যান্সার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পণ্য ও সেবার ডিজিটাল মার্কেটিং করুন টেকটিউনসের সুবিশাল ৪ কোটি এর সৌশল নেটওয়ার্কে।

টেকটিউনসে ডিজিটাল মার্কেটিং করুন ১০ ধরনের এডভার্টাইজমেন্ট অপশনের মাধ্যমে। দারুন Competitive প্রাইজে আপনার পণ্য, সেবা ও ব্র্যান্ডের বিজ্ঞাপণ দিন আর পান ৩০০% এর ও বেশি রেসপন্স।

৩০ মে ২০১৮ এর আগে অর্ডার করলে পাচ্ছেন ২০০০ টাকা বোনাস সাথে সাথে।

টেকটিউনসে বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন