পেপাল কি বাংলাদেশে এসেছে? কিছু কথা

“সেপ্টেম্বরের মধ্যেই বাংলাদেশে আসছে পেপাল”

এই নিউজটা ২ বছর আগের (জানুয়ারি/ফেব্রুয়ারীতে লেখা) এর মাঝে পেপাল নিয়ে কত সভা সেমিনার, কত আলোচনা সমালোচনা, খবরের কাগজে লেখালেখি, এমনকি বেসিসের প্রেসিডেন্ট ফাহিম মাশরুর পেপালের সদরদপ্তরে গিয়ে কথা বার্তা বলে, ছবি তুলেও নিয়ে আসলেন।

পেপাল কি বাংলাদেশে এসেছে?

পেপাল সাইটে গিয়ে দেখলাম এখনো বাংলাদেশ তাদের ড্রপডাউন লিস্টে নেই।

এর মাঝে আরো ১১টি দেশ পেপালের সাথে যুক্ত হয়েছে, তাদের মধ্যে একটি নাইজেরিয়া।

এখন পৃথিবীতে মাত্রই হাতে গোনা কয়েকটা দেশে পেপাল নেই।

একই সাথে ইন্টারনেটে মাত্রই হাতে গোনা কয়েকটা ওয়েবসাইট পেপাল ছাড়া বাংলাদেশে পেমেন্ট করে থাকে। (পেওনার/ব্যাংক ডিপোজিট)

বাবলস এর মত লো লেভেলের একটা গেট পেইড টু সাইটেও পেপাল ছাড়া পেমেন্ট করে না।

দেশে পেপাল আসবে –এই খবর আসার অনেক আগেই আমার স্কুলের এক বন্ধু আমাকে পেপালের ব্যাপারে জিজ্ঞ্যেস করেছিল। সে অনলাইনে কাজ করে না, তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। পেপালের মাধ্যমে সে বিদেশি লেনদেন খুব সহজেই করতে পারতো। আমি তাকে বলেছিলাম যে আমাদের দেশে পেপাল আরো ২৫ বছর পরে আসবে। এই কথা বলার ৪ বছর তো হল, আরো ২১ বছর বাকি মাত্র!

পেওনার মাস্টারকার্ড হলো বর্তমানে বাংলাদেশে পেপালের অল্টারনেটিভ।

এই সুবিধা কেবল ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো যেমন ওডেস্ক/ইল্যান্স/ফ্রিল্যান্সার সাইটের অনুকূলেই কাজ করে।

আমার কেন যেন মনে হয় পেওনার আর ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো যেন একচেটিওভাবে এদেশে টিকে থাকতে পারে, সেজন্যই এদেশে তারা পেপালকে আসতে দিচ্ছে না।

কারন পেপাল আসলে, ইন্টারনেট-টা আর ফ্রিল্যান্সিং এ সীমাবদ্ধ থাকবে না।

সবাই অনলাইনে কেনাকাটা করতে পারবে; ট্রেডিশনাল ব্যাবসায়ীরা বৈদেশিক বানিজ্য করতে পারবে; এপ ডেভলপারেরা বড় বড় লাভজনক এপ বানাতে পারবে; ঘরে বসে মানুষ বিদেশি ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারবে; মানুষ ব্যাক্তিগত লেনদেনে পেপাল ব্যবহার করতে পারবে।

এদেশের মানুষকে ওয়েজ লেবার না বানিয়ে বরং পেপাল আর অনলাইন গেটাওয়ে খুলে দিন, মানুষ নিজে থেকেই নতুন নতুন উদ্যোগ নিতে উৎসাহী হবে।

লাগবে না আপনার ঘরে ঘরে লাখপতি, ফ্রিল্যান্সার ট্রেনিং অথবা ব্যাংক লোন; এদেশে যদি এক এক জন হেনরি ফোর্ড, ওয়ারেন বাফেট, রিচার্ড ব্র্যানসন, মুহম্মদ ইয়নুস, বিল গেটস হন, তাহলে তারা এমনিতেই আরেকটা দেশকে হায়ার করে কাজ করাতে পারেন।

স্যালুট তাদেরকে যারা শুধুমাত্র একটা পেওনার মাস্টারকার্ড এর ওপর ভিত্তি করে, নানা রকম ছল চাতুরি, বুদ্ধি, চেষ্টা করে বাংলাদেশে বসে নানান রকম অনলাইনে বিজনেস করছেন।

আপনাদের সবার, সরকারের কাছ থেকে একটা করে সোনার মেডেল পাওনা আছে।

কিন্তু আপনি মেডেল পাবেন না...

মেডেল তারাই পাবে যারা মার্কেটপ্লেসে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ ঘন্টা কাজ করেছে।

বিঃ দ্রঃ “...আমার কেন যেন মনে হয় পেওনার আর ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো যেন একচেটিওভাবে এদেশে টিকে থাকতে পারে, সেজন্যই এদেশে তারা পেপালকে আসতে দিচ্ছে না।...”

~আমার কাছে এর কোন প্রমান নেই, এটা কেবল আমার কন্সপিরেসি থিউরি, আমার একান্ত চিন্তা ভাবনা।

যেসকল সাইটের কথা উল্লেখ করেছি এখানে,

Level New

আমি তমাল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই চিন্তার বিষয়

পেপাল এর জন্য আমরা সবাই অপেক্ষা করছি,যেদিন আসবে তারপর থেকে পৃথিবী আবার দেখবে বাংলাদেশিরা কি করে,শুধু অপেক্ষাই আছে সবাই…।।

Level 0

হুম শুধুই অপেক্ষা …, আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…,আর অপেক্ষা…………………………………………………..,শুধুই অপেক্ষা ………………………………,

Level 0

আমার মনে হয় বাংলাদেশের সরকার এ বিষয়ে আন্তরিক নয়। একটা দেশের সরকার চাইলে অনেক কিছু করতে পারে। আমরা শুধু তাদের ভাষণ শুনেই যাব, “এ দেশের যুবকরা জাতির ভবিষ্যৎ”। কিন্তু এ ভবিষ্যৎ গোড়ে তোলার দায়িত্ব আর কেউ নেয়না।

    আপনারা টেকটিউনস থেকে কিভাবে পেমেন্ট পান?

      টেকটিউনস একটি উন্মুক্ত কমিউনিটি বিজ্ঞান ও প্রযুক্তির নলেজ শেয়ার করার জন্য টেকটিউনস এ টিউন করার জন্য কোন পেমেন্ট করা হয় না।

        আপনারা টিউন এর বিনিময়ে টাকা দেন না?????
        তাহলে এত লোক এখানে কাজ কেন করে????

Government jodi amaderke aidesher nagorik hisebe kono sojug subida theke iccakrito vabe(ability thakha sotteo) boncito kore tahole Hasorer Mate Tader proti Dabi Roilo!!!

Bubblews-কি এখন আর টাকা পে করে না ?
আর এই সাইট নাকি Scam ?

Namei Digital Kaje nai ei SORKAR

Level 0

We need Paypal very urgent.

vai amer jna mota paypal holo dille ka laddu jo khaiyega oo ve postaiga jo be na khaieaga oo vee postay gaa …..
paypal nai valo ase number 1 faul site taka diea abe dispute mara refund niba funny . dorkar nai kono din jono asob aza baza site banglades aa na asa ay valo ase …