আপনার মোবাইল ফোনের ক্যামেরায় তোলা ছবিকে করে তুলুন আরো আকর্ষণীয়

(এই টিউনটি একেবারে নতুন ফটোশপ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে করা। তবে এক্সপার্টরাও টিউনটি দেখতে পারেন। আর....কোন পরামর্শ থাকলে অবশ্যই জানান।)

ফটোগ্রাফির শখ মনে হয় আমাদের সবারই কম বেশী আছে। কিন্তু শখ থাকলেই তো হবে না, সাথে সাধ্যও থাকতে হবে। ফটোগ্রাফি করতে হলে আর কিছু না হোক…. অন্তত একটা ক্যামেরার তো প্রয়োজন। কিন্তু আমার মত যাদের নিজের ক্যামেরা নেই তারা কি করবে ? চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে ? না। হাত গুটিয়ে বসে থাকার কোন মানে হয় না। তাই বিকল্প হিসেবে বেছে নিলাম মোবাইল ফোনের ক্যামেরাকে।

মোবাইল ক্যামেরাতে আহামরি কোন ছবি ওঠে না সত্য। কিন্তু একেবারে যাচ্ছেতাই ওঠে তা কিন্তু নয়। অবশ্য এখানে ছবির কোয়ালিটি অনেকাংশে নির্ভর করে নিজের দক্ষতার উপর। তাই আপনি চাইলে আপনার ছবিকে অনেক ভাল একটা রূপ দিতে পারেন। কি করে ? খুব সহজ। ফটোশপ ব্যবহার করে সবই করা সম্ভব। অনেকেই হয়তো এরই মধ্যে ভাবতে শুরু করে দিয়েছেন যে, এতো সফটওয়্যার থাকতে আমি ফটোশপের কথা কেন বলছি। দেখুন, প্রথম সমস্যা হল আমদের ছবি তোলার জন্য কোন কম্পেক্ট বা প্রোফেশনাল ক্যামেরা নেই। তাই ছবির গুণগত মান অতোটা যে ভাল হবে না এটা স্বাভাবিক।তাই বাধ্য হয়েই ফটোশপের মত শক্তিশালী সফটওয়্যারের সাহায্য আমাদের নিতে হয়। কিন্তু এক্ষেত্রে ফটোশপ ব্যবহার করতে হলেই যে, ফটোশপের উপর নিজেকে “বস” টাইপের কিছু হতে হবে এমন কোন কথা নেই। তবে এটা ঠিক ফটোশপের উপর আপনার দখল যত বেশি থাকবে আপনি এ ক্ষেত্রে তত বেশি সুবিধা পাবেন।

তবে আপাতত ফটোশপের কয়েকটা অপশনের উপর সাধারণ কিছু ধারণা থাকলেই ভালভাবে কাজ চালানো যাবে। তো আসুন, দেখা যাক আমরা কি কি অপশন নিয়ে কাজ করবো।

প্রথমেই বলি ইমেজ মুডের কথা। সাধারণত ক্যামেরাতে যে ছবি ওঠে তা সবই RGB মুডে থাকে। কিন্তু কাজের সুবিধার জন্য আমরা এখানে কাজ করবো CMYK ফরমেটে। আর এর জন্য আপনাকে যে কাজ করতে হবে তা হল, Image > Mood > CMYK সিলেক্ট করে দিতে হবে।

CMYK ফরম্যাটে কাজ করার বড় সুবিধা হল, কালার ম্যানেজমেন্ট করা অনেক সহজ হয়।তবে এখানে একটা কথা বলে রাখা ভাল যে, ছবি সম্পাদনার সব কাজ শেষ হলে পরে ছবিটিকে অবশ্যই পুনরায় RGB মুডে নিয়ে সেভ করবেন। নইলে যখন ছবিটি ফেসবুক বা অন্য কোন ওয়েব সাইটে আপলোড করবেন তখন এর ব্রাইটনেস এবং কালার রেঞ্জ বেড়ে যাবার সম্ভাবনা থাকে।

এরপরে যে অপশনটির কথা বলবো সেটা হল, ব্রাইটনেস/কনট্রাস্ট। এর মাধ্যমে আপনি ছবির ব্রাইটনেস ও কনট্রাস্ট ঠিক করে নিতে পারবেন।


এবার যে অপশনটি নিয়ে কথা বলছি সেটি হল কার্ভ। এই অপশনটি দ্বারা আপনি ছবির ব্রাইটনেস কনট্রোলের পাশাপাশি ছবিতে বিভিন্ন রঙের % ঠিক করতে পারবেন।কিবোর্ড থেকে Ctrl + M প্রেশ করলে এই অপশনটি চালু হবে। তা না হলে নিচের ছবির পদ্ধিতি অনুসরণ করুন।


ছবির কালার ম্যানেজমেন্ট আপনি কালার ব্যালেন্স নামক অপশন ব্যবহার করেও আপনি করতে পারবেন। এ জন্য আপনাকে Ctrl+B প্রেশ করতে হবে।

ব্যাস, ছবির ব্রাইটনেস ও কালার ম্যানেজনেন্টের কাজ আপাতত এখানেই শেষ। এবার ছবিকে একটু ভিন্ন লুক দেবার জন্য আরো কিছু অপশনের ব্যবহার দেখে নেই।

প্রথমেই বলি ক্রপ টুলটির কথা। এর মাধ্যমে আপনি ছবির অবাঞ্ছিত অংশ কেটে বাদ দিতে পারবেন। তবে এখানে একটা কথা বলে রাখি। ছবিকে যতই কাট ছাট করুন না কেন, সবসময় খেয়াল রাখবেন কাটার ফলে ছবিটি যেন বর্গাকৃতির হয়ে না যায়।

এরপরে বলি “ব্লার” টুলটির কথা। এর দ্বারা আপনি ছবির সাবজেক্টকে অক্ষত রেখে অবজেক্টকে ঘোলাটে করে দিতে পারবেন। এর ফলে আপনি ছবির সাবজেক্টকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন।

ফটোশপ টুলবারের “বার্ন” ও “ডোজ”(Dodge) টুল দুটি ব্যবহার করে ছবির কোন নির্দিষ্ট অংশের ব্রাইটনেস ও ডার্কনেস নিয়ন্ত্রন করতে পারবেন।

ফটোগ্রাফির ক্ষেত্রে “ফিল্টার” অপশনের ব্যাপক ব্যবহার না করাই ভাল। এতে করে ছবির মৌলিকতা নষ্ট হবার সম্ভাবনা থাকে। তবে ফিল্টারের অন্তর্গত ব্লার অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ব্লার রয়েছে। আপনার ছবির সাথে যেটি খাপ খায় সেটিই ব্যবহার করার চেষ্টা করুন।

আপাতত এতোটুকু মনে থাকলেই ফটোশপ ব্যবহার করে আপনি আপনার ছবিকে সুন্দর একটা রূপ দিতে পারবেন।

এবার আপনারাই বলুন, ফটোগ্রাফির ক্ষেত্রে ফটোশপকে ব্যবহার করতে চাইলে খুব বেশি কি জানার প্রয়োজন হয় ? আমার তো মনে হয় না…..

তবে আপনি যদি ফটোশপ ব্যবহার করে সম্পূর্ণ মৌলিক কোন ডিজাইন করতে চান, সে ক্ষেত্রে কথা ভিন্ন। আমাদের আপাতত সেসবের দরকার নেই।

টিউনটির সাথে আমার মোবাইল ফোনে তোলা কিছু ছবি যোগ করে দিলাম। আপনারাই দেখে বলুন কেমন হয়েছে….

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

its really nice topic… pls continue more tips…

thanks for this….

আমার কথা রাখার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ।

আশা করি চালিয়ে যাবে রোদ্দুর!

    আপনাকেও অনেক ধন্যবাদ টিনটিন ভাই….
    আমার পক্ষে যতদূর সম্ভব আমি চালিয়ে যাব….

কিরে রোদ্দুর এত সুন্দর টিউন করতে পার আর টিউন কর না। এখন থেকে নিয়মিত টিউন না করলে দেইখ খবরই আছে।

আর টিউন খুবই ভাল হইছে ধন্যবাদ।

    ধন্যবাদ শাকিল ভাই….
    চেষ্টা চালিয়ে যাব….

মারাত্তক টিউন। গুরু আপনার কাছেই হোক ফটোশপ শুরু।

অনুপম ভাই জটিল টিউন।আবার হবে তো?

মোবাইলে ছবি তুলে প্রথমেই এই পদ্ধতি সাথে কিছু অ্যাডভান্স টেকনিক দিয়ে ছবি ঠিক করে নেই । তবে আমার মনে হয় অনেকেরই কাজে লাগবে টিউনটি ।

    হুম…. একই কাজ আমিও করি….
    তবে কিছু কিছু ক্ষেত্রে ফটোশপের পাশাপাশি আরো কিছু সফটওয়্যার ব্যবহার করি….

    Level 0

    কি কি সফটওয়্যার ব্যবহার করেন তা শেয়ার করেন ।

অনুপম ভাই আবার বলি আপনি সত্যিই গ্রেট। একটু খেয়াল রাখবেন আমার দিকে।

অনুপম ভাই আপনি সত্যিই একটা জিনিস। একটু খেয়াল রাখবেন আমার দিকে।

nice tune dear.amar jonno onek kager.

সুন্দর টিউন, ধন্যবাদ

ধন্যবদ,, vai ami new user… so amar jonno kun adobe PS use korle valo hobe……. adobe er to onek gula v. ase….. amar kase adobe PS 7.0, PS CS2, ase so ………

    আপনি যেহেতু নতুন ইউজার তাই, আপনি CS3 বা CS4 যে কোনটাই ব্যবহার করতে পারেন…..
    তবে একেবারে নতুন হলে আপনার জন্য CS3 ব্যবহার করাই ভাল….

কি ভাবে শুধু মাত্র এক টি ছবি কে Colour রেখে বাকি গুলো সাদা কাল করা জায় ? জানাবেন?

    এই কাজটি করতে চাইলে আপনাকে প্রথমে যে ছবিটিকে কালার রাখতে চান সেটিকে সিলেক্ট করুন। এবারে কিবোর্ড থেকে Shift+Ctrl+I প্রেশ করুন। দেখবেন সিলেক্ট করা ছবিটি বাদে বাকি সব সিলেক্ট হয়ে গেছে। এখন Alt+Shift+Ctrl+B প্রেশ করুন। দেখবেন আপনার কাঙ্খিত ছবিটি বাদে বাকি সব সাদা কাল হয়ে গেছে।

আমি অনেক দিন থেকে ষ্টুডিও চালাই সুতরাং এগুলো আমার কাছে নতুন নয় তবে ছবি গুলো ভালো। নতুন দের কাজে লাগার মতো টিউন।

    @ মারুফ ভাই..
    হুম…টিউনটি একেবারে নতুনদের কথা চিন্তা করেই লেখা। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ….

চিমৎকার টিউন। আমিও ধারাবাহিক টিউন করতে চাই কিন্তু কোনটা দিয়ে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছি না। পারলে একটু জানাবেন। আর হ্যা টিউনটা ধারাবাহিক ভাবে চালিয়ে যান। আমরা আছি আপনার সাথে।

    ধন্যবাদ আপনাকে…..
    আর, আপনি যে বিষয়ের উপর ভাল জানেন সেই বিষয়ের উপর টিউন করা শুরু করতে পারেন। আমরা আছি আপনার টিউনের অপেক্ষায়…..

অনেক ভাল হয়েছে

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।