আপনার ইচ্ছা মতো ছবিতে হাসি,দুঃখ এবং ফানি এক্সপ্রেশন ফুটিয়ে তুলুন! (ছবিতো মনের কথাই বলে)

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

টেকটিউনসের নতুন নতুন ফিচার যোগ হয়েছে। দেখতে ভালই লাগছে। কিন্তু একটা ভয় বার বার জেগে উঠছে। এত ফিচারের চাপে সার্ভার ডাউন হয়ে যাবেনাতো ?

আজকে বেশ মজার একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। শুধু মজার বললে ভুল হবে আসলে এটি বেশ কাজেরও। ধরুন আপনার একজন প্রিয়জনের ছবি তুলেছেন। কিন্তু ছবিতে দেখতে পাচ্ছেন উনার চেহারাটা গোমড়া মুখো হয়েছে। 🙁 বা উনার চেহারায় ফানি এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে চান বা হাসি হাসি একটা চমৎকার মুখ দেখতে চান। 😀 তাহলে কি করা যায়? ছবিতো আর মানুষ না যে বললেই কান্না থেকে হাসি মুখ করে ফেলবে। তাহলে উপায়? হ্যা উপায় একটা আছে। আর সেটা হলো FaceFilter Studio

যা যা করতে পারবেনঃ

  • ছবির কালার ব্যালেন্স করতে পারবেন।
  • অটো ছবি ক্লিন হবে।
  • ছবিতে বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারবেন।
  • চোখের কালার পরিবর্তন করতে পারবেন।
  • হাসি,দুঃখ বা ফানি এক্সপ্রেশন দিতে পারবেন।

এছাড়াও আরও কত কি!
বিস্তারিত এখানে

যেভাবে ব্যবহার করবেনঃ

প্রথমে একটা ছবি সিলেক্ট করুন।

তারপর পাশের গাইডের চিত্রের অনুরুপ আপনার ছবিতে সব দেখিয়ে দিন।

Next Step এ ক্লিক করে পরের ধাপে যান।

এই স্টেপে ছবির কালার,মাস্ক,চোখের কালার ইত্যাদি পরিবর্তন করুন।

আবার Next Step এ ক্লিক করে পরের ধাপে যান। এখন দেখবেন আপনার ছবির Attractive,Fun বা কাস্টম এক্সপ্রেশন শো করছে।

মেয়েটি এলিয়েন হলে যেমন হতো। 😛

ব্যাস হয়ে গেল। এভাবেই ছবি নিয়ে মজা করুন।

ডাউনলোড লিঙ্কঃ

FaceFilter Studio v2.0.1120.1
আর সিরিয়াল কী সাথেই দেয়া আছে।

আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম, ভালোই মজার জিনিস ধন্যবাদ।

টিউন তো ফাটাফাটি দোস্ত, সফটওয়্যারটা কাজে লাগবে। “জোশ”

দারুন সফট ! ভাই কই পান এত মজার মজার জিনিস…ধন্যবাদ

Level 0

অস্তাদ প্রিয়তে না নিয়া আর পারলাম না

অসাধারণ মজার সফট………………
<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>

জটিল টিউন

সোজা প্রিয়তে কাহারো বাঁধা শুনবো না। ধন্যবাদ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ।

ভাই কি ফটোগ্রাফী নিয়ে কাজ করেন? কেন জানি মনে হয় আপনার প্রায় পোষ্ট ফটো রিলেটেড সফট নিয়ে করা। এ জাতীয় পোষ্ট সামনের দিকে আরো চালিয়ে গেলে আশা করি আমার কমেন্টস পেতে দেরী হবে না। ব্রেস্ট (সরি বেস্ট) অব লাক।

হাসান ভাই, দেখে সফটটা বেশ কাজের মনে হচ্ছে। ব্যবহার করে দেখি কেমন লাগে। টিউন ভালো হয়েছে। ধন্যবাদ।

valo hoyasa.

Level New

সোজা প্রিয়তে, জটিল টিউন । 😀

হাসান ভাই কেমনে যে ধন্যবাদ দিব বুঝতেছি না!!!!

উবুন্টুতে চলে কিনা দেখি। চল্লে হার্ড্ডিস্কে রাখব, নাইলে কাইট্টা দিবো ।

উবুন্টুতে? উইন্ডোজ এ খুব মজা লাগবে মনে হচ্ছে

অনেক সুন্দর টিউন এবং সফটাও সুন্দর।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর আমার একটা সফট দরকার তা হইল যেমন,
একটা লোকের চুল থাকলে কেমন দেখাবে আবার না থাকলে কেমন দেখাবে,
কিংবা মোছ থাকলে কেমন দেখাবে আবার না থাকলে কেমন দেখাবে ইত্যাদি,
থাকলে শেয়ার করার জন্য অনুরোধ রইল।

Level 0

vaiya apnaer software er link ta remove hoye geye, notun kore update korle valo hoi

link failed notun link din bhaia