ফটোশপে কাঁচা??? খুব সহজেই ডার্ক ছবির উজ্জলতা বৃদ্ধি সহ টুকটাক এডিটিং করুন “Photo Cleaner Pro v3.4” দিয়ে।

আশা করি সকলেই ভালো আছেন, আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন স্মৃতি ধরে রাখতে ছবি তুলি, সব ছবিই যে ভালো আসবে তেমনটি কিন্তু না, দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমরা মোবাইলেই বেশি ছবি তুলি, বেশির ভাগ মোবাইল গুলোর ক্যামেরা ভালো না হওয়ায় বিভিন্ন অনাকাংখিত ত্রুটি ছবিতে থেকে যায়, যেমন উজ্জলতা কম হওয়া, ছবিতে নয়েজ ক্রিয়েট হওয়া, কালার কারেকশনের দরকার হওয়া, ক্রপ করা ইত্যাদি ইত্যাদি সমস্যা। তখন যদি ছবি একটু এডিট করা যায় তাহলে কিছুটা ভালো দেখা যায়।

হুম, ফটো এডিট করার বস হচ্ছে ফটোশপ, আরো কিছু জনপ্রিয় সফটওয়্যার অবশ্য আছে কিন্তু আমরা বেশিরভাগ বান্দাই ফটোশপ সহ সে সব সফটওয়্যারে কাঁচা, তাই ফটো এডিটিং এর জন্য কিছুদিন যাবৎ আমি একটি সফটওয়্যার ইউজ করছি, সেটিই আজ শেয়ার করবো আপনাদের সাথে। সফটওয়্যারটির নাম "Photo Cleaner Pro v3.4", এটি একদম ইউজার ফ্রেন্ডলি, এডিট করাও একদম সোজা। এটি মুলত মোবাইলে তোলা ছবির এডিটিং এর জন্য ভালো। এছাড়া এ্যালবাম ও বানাতে পারবেন, তো আর কথা না বাড়িয়ে বরাবরের মত সরাসরি চলে যাই বর্ননায়,

চলুন প্রথমেই দেখি, সফটওয়্যারটির সাহায্যে এডিট করা কিছু ছবি................

উজ্জলতা বৃদ্ধি।

ফটো ক্লিয়ারনেস।

নয়েজ রিডাকশন।

রিমুভিং ডার্কনেস।

কালার কারেকশন।

এছাড়া সাথে রেডআই রিভুভাল সহ টুকটাক এডিটিং তো তো আছেই .................

১. সফটওয়্যারটির মেইন মেনু এটি, File এ গিয়ে পছন্দমত ত্রুটিপুর্ন ছবি ওপেন করুন।

২. লেবেল গুলো পছন্দমত অ্যাডজাস্ট করুন, এবং "Enhance Picture" ক্লিক করুন।

৩. দেখবেন ত্রুটি অনেকটাই দূর হয়ে গিয়েছে।

৪. মোবাইলে তোলা আমার এই ছবিটিতে অনেক নয়েজ ছিলো, সন্ধার একটু আগে তোলা হয়েছিল ছবিটি।

৫. দেখুন এডিট করার পর..................................... হাল্কা পাতলা সাদামাটা ফ্রেম এবং ক্যাপশনও অ্যাড করতে পারবেন।

এক নজরে দেখা যাক এর সব ফিচার গুলো,

Features At a Glance

  • Semi-automatic photo enhancement
  • Resize
  • Level adjustment
  • Color correction and saturation
  • Auto-rotate
  • Noise reduction
  • Reveal Shadows
  • Sharpen
  • Red Eye
  • Crop
  • View EXIF photo information
  • Add Frame and Caption
  • Batch processing*
  • Create PhotoAlbums*

তো আর দেরি না করে ঝটপট ডাউনলোড করে ফেলুন মাত্র ৪.৫ এমবি এর দারুন এই সফটওয়্যারটি।

সময় নিয়ে এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন… 🙂

ভালো সফটওয়্যার… ধনিয়া আকাশ ভাই…

    তোমাকেও এক আটি দিলাম। 😀 😀 😀

বস অনেক ভালো লাগল ।কামের জিনিসই একখান। 😀 😀 😀

    অনেক ধন্যবাদ তামিম ভাই।

দারুন কাজ করে

    ধন্যবাদ………… 😀 😀

ধন্যবাদ

    আপনাকেও অনেক ধন্যবাদ।

সুন্দর সুন্দর…

    ধন্যবাদ আপনাকে।

Level 0

timu is mad

    Level 0

    টিমু পাগল

ধন্যবাদ চপল ভাই।