আপনার ওয়েবসাইটের অনলাইন রিডার অপশন যোগ করুন পিএইচপি কোডিং দিয়ে – কোনরুপ থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য ছাড়াই

আমাদের ওয়েবসাইটে অনলাইন রিডার বা ভিজিটর দেখার জন্য থার্ড পার্টি সাইটের সাহায্য নিতে হয়। সেখানে লগিন করে একটি কোড এনে আমাদের সাইটে পাবলিশ করতে হয়। এর ফলে অনেক সময় আমাদের সাইট স্লো হয়ে যায়।

আমার দেখানো পদ্ধতিতে পি.এইচ.পি তে কোন রকমের প্রোগ্রামিং দক্ষতা ছাড়াই এই কাজটি করে ফেলতে পারেন। প্রথমে এখানের লিংক থেকে 'হো ইজ অনলাইন' পি.এইচ.পি ফাইলটি ডাউনলোড দিন।

ফাইলটি আনজিপ করুন। connect.php ফাইলটি অপেন করুন। এখানে আপনার মাইএসকিউল ডাটা এড করতে হবে। এজন্য সিপ্যানেল থেকে মাইএসকিউলএল ইউজার তৈরি করতে হবে। [কেউ যদি মাইএসকিউএল ইউজার তৈরি করার সিসটেম না জানে তবে নিচে টিউমেন্ট করে জানাবেন। পরবর্তী টিউনে সেটা নিয়ে আলোচনা করব।] connect.php  ফাইলটি এডিট করা হয়ে গেলে 'হো ইজ অনলাইন' এর সব ফাইল আপনার সিপ্যানেলের 'ফাইল ম্যানেজার' ডাইরেক্টরীতে আপলোড করুন। এবার আপনি আপনার ওয়েবসাইটের যে স্থানে অনলাইন রিডার দেখতে চান সেখানে এই কমান্ডটি দিতে হবে।

Online Now:  <?php include "who-is-online/online.php"; ?>
এখানে মনে  রাখতে হবে, 'who-is-online/online.php' উপরের কমান্ডটির এই অংশ আপনার সিপ্যানের ডাইরেক্টরির নাম অনুযায়ী বদল করতে হতে পারে। আপনি যদি 'visitor' নামের কোন ফল্ডারে ফাইলগুলো আপলোড করেন তবে সে অনুপাতে কমান্ডটিও চেঞ্জ করে দিতে হবে। আশা করছি বুঝতে পারছেন।

ব্যাস হয়ে গেল। আপনাদের আগ্রহ থাকলে এরকম আরো টিউন করতে চাই। php তে এডভান্স নলেজ ছাড়াই php এর স্বাদ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন

*** রো পিএইচপি ব্যবহার করে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা শিখতে চাইলে যোগাযোগ করুন।
আমার ফেইসবুক পেইজ fb.com/haque.blogger

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

video upload koren.