Visual Basic খুব সহজে [পর্ব-০৫] :: Stop Watch তৈরি

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল , আশা করি সবাই ভাল আছেন ।

ভিজুয়াল বেসিক এ আপনারা টিউটোরিয়াল দেখে অনেক এগিয়েছেন ।

আজ শিখবেন একটি থামা ঘড়ি (stop watch)  বানানো .........

প্রথমে new project  > standard EXE

কার্যাবলী :

১.এরপর একটি Label নিন এবং caption এ লিখুন 0.00এছাড়া প্রয়োজনমত font & size করুন Font হতে ।

২. এরপর তিনটি Comm and button নিন । ১ম টির নাম দিন Start , ২য় টির Stop , ৩য় টিকে Reset নাম দিন caption হতে ।

৩. একটি Timer নিন (যেখানে ইচ্চা দিন এটা শুধু code এর ক্ষেত্রে লাগবে Design মোডে দেখাবে না F5 চেপে পরীক্ষা করুন )

নিচের ছবিটা দেখুন

  • এবার Timer এর উপর ডাবল ক্লিক করে নিচের কোড টুকু লিখুন

Label1.Caption = Label1.Caption + 0.01

  • এরপর start এর উপর ডাবল ক্লিক করে নিচের কোড টুকু লিখুন

Timer1.Enabled = True

  • stop এর উপর ডাবল ক্লিক করে নিচের কোড টুকু লিখুন

Timer1.Enabled = False

  • Reset এর উপর ডাবল ক্লিক করে নিচের কোড টুকু লিখুন

Timer1.Enabled = False

এবার Timer এর উপর একটি ক্লিক করে ডানপাশ হতে interval   1 দিন

সর্বশেষ F5 চেপে পরীক্ষা করুন !

Code বিশ্লেষণ  :

১.Label এ যে caption 0.00 দেওয়া হয় টা হচ্ছে কোথা হতে শুরু হবে  ।

২. Timer এ যে ( Label1.Caption = Label1.Caption + 0.01) লিখার কারন হচ্ছে 0.00 সাথে 0.01 যোগ হবে (0.00+0.01) এভাবে গুনবে ।

৩. আর Start এ timer enable ও stop এ timer disable করা হয়েছে ।

আশা করি সবাই বুঝতে পেরেছেন ।

কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ

Download করে দেখতে পারেন

password : jpiblog

পূর্বে প্রকাশিত : http://jpiblog.tk

Level 0

আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা ভাইয়া, msgbox কমান্ড লেখার পর সেটা রান করালে যেই উইন্ডো আসে সেটার ট্যাব নেম চেঞ্জ করব কীভাবে?

Level 0

দরকারী টিউন… চালিযে যান….

Level 0

bro reset ta may be vul hoice… reset a click korle time reset hy na

ভাইজান, রিসেট কিভাবে কাজ করবে জানান দেন, ওইটা কোন কাজ করেনা।