Visual Basic শিখুন খুব সহজে [পর্ব-০৭] :: সাধারণ হিসাব

শিখতে শিখতে অনেকদূর এগিয়ে গেছেন আশা করি !! তবে অনেকে বলেছেন যে আমি অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি , আমি প্রথমেই বলেছি যে শেখার মাঝে মাঝে মজার মজার প্রোজেক্ট নিয়ে আসবো কেননা প্রোগ্রাম বিষয় টা অনেকের জন্য বোরিং , এটা স্বাভাবিক !এজন্য কিছু মজার প্রোজেক্ট এর দরকার আছে । এছাড়া এখন থেকে visual basic এর সাধারণ নিয়মাবলী variable declare , Function ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তর আলোচনা করব । এখন আসল কথায় আসি ।

আজ একটি সাধারণ প্রোগ্রাম বানানো শিখবেন , যারা (যোগ , বিয়োগ, গুন , ভাগ) করা জানেন !!!

প্রথমত Standard Exe নিব এবং নিচের চিত্র অনুসারে ইন্টারফেস ডিজাইন করব।

ডিজাইন করা হলে , এবার Code বসাবো , প্রথমে কোড উইন্ডো ওপেন করব ।

১ এবার Dim দিয়ে a,b,c,d,e,f,g,h,I,j,k,l, ভ্যারিইয়াবল গুলো ঘোষণা করলাম । এরপর Text1 থেকে যেহেতু ইনপুট নিব এজন্য a=val(Text1) দিতে হবে অর্থাৎ a এর মধ্যে Text1 এর মান আসবে । এভাবে b=val(Text2) নিব উপরোক্ত নিয়মে b এর মধ্যে মানটি সংরক্ষিত হবে ।

২ Addition =0 লিখব অর্থাৎ শূন্য মান ধরে নিলাম ।

৩ c = a+b লিখব কারন a এর b যোগ করবে ।

৪ Addition = Addition+c অর্থাৎ Addition (0) ও c এর মান যোগ করবে ।

৫ Text9 = Addition অর্থাৎ Text9 নামক Text Box এ Addition এর মান বা Result দেখাবে করবে ।

এটি CommandButton1 এ ডাবল ক্লিক করে তার ভিতর বসিয়ে দিন

কোড টি বসালে এ রকম হবে


Private Sub Command1_Click()

a = Val(Text1)

b = Val(Text2)

addition = 0

c = a + b

addition = addition + c

'Display this result in text9 @opm www.jpiblog.tk

Text9 = addition
<div>

End Sub

এখন আপনি subtraction(-),Multiplication(*), Divide(/), গুলো একই পধতিতে করে ফেলুন ।

সমস্যা হলে কমেন্টের মাধমে জানাবেন ।

Download Demo & source Code

password : jpiblog.tk

পূর্বে প্রকাশিত : http://jpiblog.tk

Level 0

আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস