নিজে নিজেই বানান একটি Web Browser.

এখন আপনি নিজেই বানাতে পারবেন একটি Web Browser যার মাধ্যমে আপনি বিভিন্ন Web Site Browse করতে পারবেন। এর জন্য আপনার Microsoft Visual Basic সফটওয়্যার লাগবে। এরপর এই Tutorial টি Follow করলেই আপনি বানাতে পারবেন একটি Web browser.

প্রথমে Microsoft Visual Basic সফটওয়্যার টি Open করুন। এরপর File মেনু থেকে অথবা টুল বার থেকে New Project সিলেক্ট করুন তখন নীচের ছবির মতো একটি Window আসবে। সেখানে Windows From Application নির্বাচন করে Name Box এ নাম দিয়ে Ok দিন।

তাহলে নীচের মতো Window আসবে।

১. এখন বাম পাশে Tool Box এ Web Browser নামে একটি Option আছে ওটা ড্রাগ করে Application Window তে নিয়ে ছেড়ে দিন।

২. Tool Box থেকে Panel নামের Option টা ড্রাগ করে Application Window তে নিয়ে ছেড়ে দিন। এরপর Properties বক্স থেকে Dock – Top নির্বাচন করুন।

৩.এখন Application Window র সাদা অংশে মাউস এর Right বাটন ক্লিক করে Bring to front এ ক্লিক করুন।

৪. এবার Application Window র সাদা অংশে মাউস দিয়ে একটা ক্লিক করুন এবং Properties বক্সে একবারে নীচে Url এ http://www.google.com বা আপনি যে Page কে Home page বানাতে চান তার Address দিন।

৫. Tool Box থেকে Button নামে Option টি ড্রাগ করে Application Window র Panel এর অংশে ছেড়ে দিন। ঠিক একই রকম ভাবে ৫ টি Button তৈরি করুন।

৬. Tool Box থেকে TextBox নামে Option টি ড্রাগ করে Application Window র Panel এর অংশে ছেড়ে দিন।

নীচের চিত্র টি দেখুনঃ

.

৭. এখন প্রতিটি Button এর উপর ক্লিক করে Properties Box থেকে Image পরিবর্তন করুন এবং Properties Box  এ “Text” Option এ যা লিখা আছে তা মুছে দিন। উপরের চিত্রতে দেখুন।

এখন হলো আসল কাজ

* Application Window র উপরে হালকা নীল যে বার টা আছে তাতে Double ক্লিক করলে দেখবেন Form.vb নামে নতুন একটি Window আসবে। নীচের ছবিটা দেখুন –

এখান নীচের ছবির মতো কোড গুলো লিখুন –

এবার Back বাটনে Double ক্লিক করে এই কোড টি লিখুন

WebBrowser1.GoBack()

Forword বাটনে Double ক্লিক করে এই কোড টি লিখুন

WebBrowser1.GoForward()

Refresh বাটনে Double ক্লিক করে এই কোড টি লিখুন

WebBrowser1.Refresh()

Stop বাটনে Double ক্লিক করে এই কোড টি লিখুন

WebBrowser1.Stop()

Go/Search বাটনে Double ক্লিক করে এই কোড টি লিখুন

If Me.TextBox1.Text = "" Then Return

Me.WebBrowser1.Navigate(Me.TextBox1.Text)

ব্যাস কাজ শেষ।

সহজে বুঝার সুবিধার্থে সম্পূর্ণ কোডিং টি দেখানো হলোঃ

এবার Start Debugging এ ক্লিক করুন তাহলে আপনাকে আপনি এতোক্ষণ ধরে যা বানালেন তার Model টা দেখাবে।

এখন Menu বার থেকে Build এ ক্লিক করে Publish (প্রথমে আপনি যে নাম দিছেন তা) এ ক্লিক করুন। এরপর কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। সবগুলোতে Next দিয়ে একবার শেষের টাতে Finish বাটনে ক্লিক করুন।

Publish এর সময় আপনি যে জায়গা দেখিয়ে দিবে সেই জায়গায় File গুলো তৈরি হয়ে যাবে।

এখন Setup Flie এ ক্লিক করুন। Setup হয়ে গেলে Browse করুন আপনার নিজের তৈরি Browser দিয়ে।

আশা করি এটা অন্য Browser এর চেয়ে দ্রুত কাজ করবে।

আপনাদের সাধারন একটি Web Browser এর tutorial দেখালাম। একে আরও কোডিং করে Develop করা যায়।

ধন্যবাদ।

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

টিউন টি ভালো লাগলে একটা FB Like দিন -   fb.moumachibd.com

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

আমি এর চেয়ে অনেক বেশি codding করে অনেক সময় ব্যয় করে একটি Web Browser বানিয়েছি। নাম দিয়েছিলাম Bee Web Browser. গত ১৫-৮-২০১১ Bee Web Browser এর version – 1.21 নিয়ে টি টি তে একটি টিউন করেছিলাম। version – 1.21 কিছু সমস্যা ছিল তা সমাধান করে এবং Browser টাকে আরও কিছু Option যোগ করে বানাই version – 2.00। এটা নিয়ে গত ১৯-৮-২০১১ এ একটি টিউন করেছিলাম। কিন্তু সেই টিউন এ কিছু মানুষ Comment লেখা শুরু করে ছিল – আমি নাকি মজিলা এর গেকো ইঞ্জিন কে ভিসুয়াল স্টুডিও তে implement করে ওটা বানিয়েছি আবার কেউ বলেছে আমি নাকি Internet Explorer এর ক্লোন দিয়ে বানিয়েছি। এমন বহু Comment করেছে কিছু টিউনার।

এটা দিয়ে দ্রুত Page Load হয়, এটার Size অনেক ছোট, অনেক সহজ। এগুলো সত্যি বলে বলেছি। তাতে কিছু টিউনার বিভিন্ন রকমের Comment করেছে। আমি কি করবো দ্রুত Page Load হয় কিন্তু আমি লিখবো ধীরে Page Load হয়, অনেক সহজ কিন্তু লিখব অনেক কঠিন ???

আশা করি উপরের Tutorial পড়ে ওই টিউনার সহ সকল টিউনার ভাইয়েরা বুঝতে পারছেন আমি কোন মজিলা এর গেকো বা Internet Explorer কে কপি করি নি। কোন ক্লোন দিয়ে কিছু করি নি।

আমার নিজের চেষ্টায় আমি অনেক কষ্ট করে, অনেক সময় ব্যয় করে কাজটা করছি।

সবাইকে আবারও ধন্যবাদ।

ভালো লাগলে FB Like দিতে ভুইলেন না -   fb.moumachibd.com

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

that’s a good project. thankx for share it.

vai valo hoyse. loke onek kotha bole tate ki hoy bolen. jara apnake buzbe tara buzbei. mon
kharap korena.

Thank you

Microsoft Visual Basic এর একটা ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দেন তো !

জ়টিলজ টিউন ভাই। অনেক ধন্যবাদ

    কিন্ত ভাই আপনার সাইটের অবস্থা খুব ই খারাপ হেং হয়ে থাকে আবার পপ আপ উইন্ডো ও ওপেন হয় প্রত্তেকটা ক্লিকে ক্লিকে। খুব বিরক্ত হইলাম আর কখনো যাবনা আপনার সাইটে 😀

ভালো tutorial । তবে textBox না দিয়ে comboBox দিলে ভালো হতো….url list গুলো দেখা যেতো তাহলে । আর আপনার web browser টা দেখলাম । অনেকেই অনেক কথা বলছে এটাও দেখলাম । আসলে Microsoft Visual Studio একটা বিশাল বড় tool । আর সেখানে web browser তৈরি হলো begainer level এর কাজ । textBox, button আর webbrowser এই তিনটার Code দিয়েই এটা তৈরি করা যায় । আর আপনি যে web browser v1 টা তৈরি করছেন এ রকম web tool আমি নিজে দেখছি প্রায় কয়েক কোটি 😀 ।
v2 টাতেও কনো advance কিছু দেখলাম না । আমার comment এ কিছু মনে করবেন না । আমি কখনোই মনে করি না বেশ কিছু tutorial দেখে সেই জিনিসই বানানোর মধ্যে কনো creativety থাকে । আমি নিজেও একজন Programmer এবং Animator । শিখতেছি আর কি 😀 । সবসময় চেষ্টা করি নতুন কিছু করার but এখনও কিছু করতে পারি নাই 😀 ।

দেশের জন্য নতুন কিছু করে দেখাতে হলে আরো advance কিছু করতে হবে রাহাত ভাই । আর আমার কথায় কিছু মনে নিয়েন না । আমারও ১ টা web browser আছে ………… resent tune করব ভাবতেছি 😀

    @নাজমুর রাহমান সাব্বির: Microsoft Visual Basic এর একটা ডাউনলোড লিঙ্ক দেন না। আমি তো একটা ইন্সটলার নেট থাইক্কা ডাউনলোড করলাম। ২ মেগাবাইট । এবার ভোর ৪ টা থেকে এখন পর্যন্ত ইন্সটল ফাইলগুলা ডাউনলোডই হচ্ছে। কবে শেষ হবে ডাউনলোড?

    নাজমুল ভাই প্রথমেই বলি আমি কোন প্রগ্রামার না। শখের বশত করি এগুলো। ভাই আমি কিন্তু comboBox ই ব্যবহার করছি কিন্তু Tutorial এর ক্ষেত্রে যেটা সহজ সেটাই লিখছি। “Microsoft Visual Studio একটা বিশাল বড় tool । আর সেখানে web browser তৈরি হলো begainer level এর কাজ।” হতে পারে কথাটা সত্য তবে আমি জানি না। আমি নতুন শিখছি তো তাই আমার কাছে সবই একই মনে হয়। textBox, button আর webbrowser এই তিনটার Code দিয়েই এটা তৈরি করা যায় । কিন্তু টা অনেক simple হয়ে যায়। আমি Bee Web Browser টা Tab Control, Tool Strip, Timer, Button, Combo Box, Text Box, panel, Picture Box, Progress bar ইত্যাদির সমন্বয়ে করেছি।

    @নাজমুর রাহমান সাব্বির:

    আমি আপনার কথাতে কিছু মনে করি নি। ভাই আপনি যেহেতু প্রোগ্রামিং পারেন তাই আপনি বুঝতে পারবেন। আপনি বলেছেন – আমি যে web browser v1 টা তৈরি করেছি এ রকম web tool আপনি নিজে দেখেছেন প্রায় কয়েক কোটি। দেখতেই পারেন স্বাভাবিক । ওটা ছিল আমার প্রথম। কিন্তু ভাই পরের Version এ আপনি কোন Advance কছু দেখেন নাই তা আমার জন্য দুঃখের ব্যাপার। আমার পক্ষে Advance কিছু বানানো সম্ভব না কারণ আমি আপনার মতো প্রোগ্রামার না। আমি বলি কি কি করেছি পরের Version এ দেখুন।
    *প্রয়োজনীয় web site গুলো Easy Load হবার জন্য one click এর বাবস্থা করেছি।
    *Google,Yahoo,Wikipidea তে Easily Search এর বাবস্থা করেছি।
    *Home Page setup এর বাবস্থা করেছি।
    *যাতে Script Error না দেখায় তা Hidden অবস্থায় ok করার code ব্যবহার করেছি।
    *Page দ্রুত Load হবার জন্য একটা কোড ব্যবহার করেছি।
    ভাই মনে হয় আপনি Web Tool কয়েক কোটি দেখলেও। আমি পড়ে যেটা করেছি তা দেখেন নি। দেখলে জানাবেন।
    ভাই আমারা আমাদের আশেপাশে যা দেখিছি সবই কিন্তু আগে থেকেই বানানো। ওগুলো মানুষ একটু Modify করে নিজের মতো করে বানায়। এক্ষেত্রে তারা তাদের নিজের নাম দেয় আরও অনেক কিছু করে। আমিও তাই করেছি। মনে করেন আপনি যদি একটা চকলেট বানান। বানানোর Process কিন্তু অন্য চকলেট এর মতো একই। Just আপনি কিছু হয়তো Modify করতে পারেন। তারপরও যখন ওটা Modify করে আপনি বানাবেন তখন বলবেন এটা আমার বা আমার কোম্পানির তৈরি করা চকলেট।
    আশা করি কথাটা বুঝতে পারছেন আর কিছু মনে করেন নি।
    ধন্যবাদ।

      রাহাত ভাই আপনি সম্ভবত Modify আর Copy এর মধ্যে পার্থক্য বোজেন না । আর ভাই আমি অনেক বড় programmer না ………… রাসেদ ভাই সবচেয়ে বড় 😀 ।
      চকলেট নিয়ে আরেক টা কথা………… থাক পরে একদিন বলব 😀
      তবে সব কথার শেষ কথা Best of Luck 😀

শেষ হবে । may be 72 mb ফাইল নামবে তারপর।

ভাল শেয়ার। আর নতুন নতুন প্রজেক্ট আশা করছি।

Level 0

thanks 🙂

Microsoft Visual Basic এর একটা ডাউনলোড লিঙ্ক দেন ভাই কীভাবে নামাবো

Google এ Microsoft Visual Basic লিখে Search দেন।
ওদের main ওয়েব সাইট থেকে web Version নামান। ওটা পড়ে Install আর সময় 72 mb র ফাইল নামিয়ে নিবে। আপনি চাইলে ওই সাইট থেকে Full ভার্সনও নামাতে পারেন।
যেটাই নামান মেয়াদ – ১ মাস(Trail Version)
Crack করা আছে But আমার জানা নেই।

Level 0

IE die naki banieachilen oi browser ta? ami to apnar tutorial e IE r kono use dekhlamna, ekhon tara koi? jotoshob, bro, kichhu manush achhe, jara nije parbeona, kintu onner bhul dhorte dour die ashbe, apnar ei tutorial ekta uchit jobab,apni egie jan bro ei kamon kori

    @learner:
    thanks bro…

    @learner:
    মাথাই যদি সামান্য কিছু থাকে তাহলে নিচের দুইটা লিংক ঘুরে আসেন।
    http://www.codeproject.com/KB/shell/IE_BrowserControl.aspx
    http://stackoverflow.com/questions/4612255/regarding-ie9-webbrowser-control
    কোন কিছু না বুঝে পটর পটর কথা ঠিক না।

    @learner:
    আপনি আমাকে বলছেন আমি কিছু করি নাই/ পারিনা?
    শোনেন, আমি ২০০২ থেকে প্রোগ্রামিং করি। আর ডটনেট ২০০৫ থেকে। এখন থেকে প্রায় ৩ বছর আগে বাংলাদেশের ভোটিং সিস্টেমের জন্য সফটওয়্যার বানাই, যেটা প্রথম-আলোতে কভার করা হয়েছিল। ঢাকা সহ সারাদেশের অফিসের ১০০টির মত শাখায় ব্যবহৃত সফটওয়্যার আমার নিজের বানানো। শুধু দেশে না, দেশের বাইরে অনেক কোম্পানীর সাথে কাজ করেছি এবং করছি। এগুলাতো গেল প্রফেশনাল কাজের কিছু অংশ। আমার শখের বসে বানানো অনেক সফটওয়্যার আছে। তখন হয়তো ব্লগ আর ইন্টারনেট এত সহজলভ্য হলে আমিও শেয়ার করতাম। আমার প্রথম বানানো সফটওয়্যার ছিল ফোল্ডার লক করার, আহামরি কিছু ছিল না। কিন্তু ঐটা দিয়ে আরেকটা জনপ্রিয় সফটওয়্যারের লক খোলা যেত দেখে অনেকেই এটা ইউজ করত।
    তো learner সাহেব, আপনার ব্যাপারে কিছু বলেন, বক্তিতা তো কিছু কম দেন নাই…

ভাই আপনার আগের 1-2 Browser. আমি install করতে চাইচি।কিন্তু install হইনা…কেন জানাবেন

ভালো কাম করসেন টিউটোরিয়াল লিখে।

ধন্যবাদ দেখি চেষ্টা করবো পারি কিনা, অনেক কাজের টিউন এটা। আর আপনাকে একটা কথা বলি নিন্দুকের কথায় কান দেবেন না প্লিজ। চালিয়ে যান। ধন্যবাদ আবারো আপনাকে। ভালো থাকবেন। 🙂

লেখক, আপনিও দুইটা লিংক ঘুরে আসুন।
http://www.codeproject.com/KB/shell/IE_BrowserControl.aspx
http://stackoverflow.com/questions/4612255/regarding-ie9-webbrowser-control

এবার বলেন আমি কি কি ভুল বলেছি।

    @রাসেদ:
    আপনি তো মাত্র ২ টা Link দিসেন।
    আমি যখন এই বিষয় নিয়ে গুতা গুতি করছি তখন প্রায় ৪০ থেকে ৫০ টা web site এ Tutorial দেখছি। 🙂
    রাসেদ ভাই নীচের Comment টা পড়েন pls.

    রাসেদ ভাই মাথা ঠাণ্ডা করেন…….. 😀

“এখন বাম পাশে Tool Box এ Web Browser নামে একটি Option আছে ওটা ড্রাগ করে Application Window তে নিয়ে ছেড়ে দিন।” রাহাত ভাই এই লেখাটা দিয়েই আপনি সব কিছু বুঝিয়ে দিয়েছেন। এর জন্যই গতকাল আমি ওই লিঙ্কটা দিয়েছিলাম। যেখানে সুস্পষ্ট ভাবে ব্রাঊজারের নাম লেখা আছে। Bee browser লেখা নাই। সত্যি কথা বলতে কি একটা ব্রাঊজার বানানো অনেক কঠিন কোন একটা ফলো করতে হয় যেমন (gecko/chromium/Web kit) পুরাপুরি ভাবে নিজের টেকনোলজি তৈরি করা আরও কঠিন। তবে এমন একদিন আসবে যেদিন বাংলাদেশও কিছু করে দেখাবে।

    @ইশতিয়াক:
    আপনার সাথে একমত। এবার আশা করা যায় উনি এবং আরো কিছু লোক ব্যাপারটা বুঝবেন।

      @রাসেদ:

      রাসেদ ভাই আপনার সম্পর্কে অনেক কিছু জানলাম। ভালো লাগলো আপনি দেশের জন্য কিছু করেছেন। সালাম আপনাকে। কিন্তু আপনি কেন এমন করছেন ? আপনি আমাকে ও আরও কিছু মানুষকে ভুল বুঝতেছেন।
      দেখেন আমি আপনার চেয়ে অনেক ছোট তার পরও বলছি একটু বুঝার চেষ্টা করেন। আমারা আমাদের আশেপাশে যা দেখিছি সবই কিন্তু আগে থেকেই বানানো। ওগুলো মানুষ একটু Modify করে নিজের মতো করে বানায়। এক্ষেত্রে তারা তাদের নিজের নাম দেয় আরও অনেক কিছু করে। আমিও তাই করেছি। মনে করেন আপনি যদি একটা চকলেট বানান। বানানোর Process কিন্তু অন্য চকলেট এর মতো একই। Just আপনি কিছু হয়তো Modify করতে পারেন। তারপরও যখন ওটা Modify করে আপনি বানাবেন তখন বলবেন এটা আমার বা আমার কোম্পানির তৈরি করা চকলেট।
      আশা করি কথাটা বুঝতে পারছেন আর কিছু মনে করেন নি।
      আর ভাই আমি তো আগেই বলছি আমি তেমন কোন প্রোগ্রামিং পারি না এটা শিখছি বিভিন্ন Web site ও tutorial থেকে।
      কিন্তু আমি যেটা তৈরি করেছি তেমনটা কি অন্য কোথাও আপনি দেখেছেন ? আমি কারো Source কোড চুরি করে নয়। বিভিন্ন tutorial দেখে আমি আমার মন মতো সাজিয়ে বানিয়েছি। তাহলে কি এটা ওই চকলেট এর মতো হলো না ???
      Pls ভাই। আপনার কাছে অনুরধ আপনি ভুল বুইঝেন না।
      আমার এই মন্তব্য করার পরও যদি আপনার মনে হয় আমি ভুল কিছু করেছি। তবে Pls মাত্র একবার বলুন আমি Bee Web Browser নিয়ে যে দুটা টিউন করেছি তা এখনই মুছে দিব।
      কারণ আপনার মতো এতো বড় প্রোগ্রামার যখন এতো ভুল ধরছেন নিশ্চয়ই আমার কোন ভুল আছে।
      উত্তর দিন। 🙂

    @ইশতিয়াক:
    সত্যি কথা ব্রাঊজার বানানো অনেক কঠিন। ভাই ওই লিঙ্ক এ Browser এর নাম Show করবে কিভাবে এটা তো Mozila বা IE এর মতো ব্রাউজার না। এটা Visual Basic এ তৈরি একটা Application.
    এটা তো Mozila বা IE মতো Strong বা বড় কিছু না।
    আমি কোন টেকনোলজি ব্যবহার করি নি।
    কিছু কোড ব্যবহার করছি। উপরের tutorial এ দেখেছেন কত সোজা বানানো।
    আশা করি বুঝতে পারছেন।

আমি আর কিছু বলবো না, শুধু এই লিংকে ভিজিট করে বলেন ব্রাউজারের নাম কি দেখায়, মানে ৩নং লাইন 😛
http://www.whatismybrowser.com/

    @রাসেদ:
    ভাইরে এক কথা কয় বার বলব। 🙁 Browser এর নাম Show করবে কিভাবে এটা তো Mozila বা IE এর মতো ব্রাউজার না। এটা Visual Basic এ তৈরি একটা Application.
    এটা তো Mozila বা IE মতো Strong বা বড় কিছু না।
    আপনি অনেক বড় মাপের একজন প্রোগ্রামার আর আমি আপনার তুলনায় সত্যি কিছু না। আমিও আর কিছু বলবো না।
    ভাই আপনি আমার জন্য দোয়া কইরেন।
    আপনি ভালো থাইকেন।
    আর দেশের জন্য আরও ভালো ভালো কাজ করবেন আশা করতেছি। 🙂 😀

আপনি কি লিংকটা ভিজিট করেছেন? না করলে জেনে নিন ওখানে Internet Explorer দেখাবে।
আর আরেকটা কথা আপনি বড় না আমি বড় এগুলা আমার শুনতে ভাল লাগেনা, প্লিজ

টেকটিউনস এর Moderator দের অনুরধ করতেছি যত তারাতাড়ি সম্ভব আমার লেখা নীচের টিউন গুলো মুছে দিন।
https://www.techtunes.io/programming/tune-id/83522/
https://www.techtunes.io/programming/tune-id/83261/
https://www.techtunes.io/programming/tune-id/82586/

রাসেদ ভাই, নাজমুল ভাই আপনারা যা বুঝাতে ছেয়েছেন আমি বুঝতে পারছি। আমি কিছু মনে করি নি।
ধন্যবাদ পরামর্শের জন্য। 🙂 😀

দয়া করে কোন ভাই আমার এই মন্তব্বের ব্যাপারে কথা বলবেন না। অনুরধ করতেছি।

কেউ কি একটু সাহায্য করবেন কি ভাবে আমি আমার পোস্ট করা টিউন মুছে দিতে পারি।
কি ভাবে টি টি র Moderator দের সাথে যোগাযোগ করবো।
কেউ জানলে Pls জানান। pls pls pls……………….

রাহাত ভাই আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি আপনার পোষ্টে শুধু উল্লেখ করেন যে এটা একটা ভিবি প্রোজেক্ট যার ভিতরে IE 7 ই মূলত থাকে কারন ভিবি (ভিজুয়াল বেসিক মাইক্রোসফটের তৈরি) আপনি মিডিয়া প্লেয়ার এর টুলটা নিয়ে অ্যাপ্লিকেশান উইন্ডোতে ছেড়ে দেন দেখেন একটা মিডিয়া প্লেয়ার তৈরি হয়ে গেছে। এর অর্থ এই না যে আপনি একটা মিডিয়া প্লেয়ার বানিয়ে ফেললেন। আশা করি বুঝতে পারছেন। 😐

আপনার আশির্বাদ দেন আমাকে আমি ও ক্রিয়েটিভ কিছু করতে চাই অবশ্যই সফটওয়্যার বিষয়েই।

ব্রাউজার তো হইল এখন তো ডাউনলোডার লাগবে তো ঘুরে আসুন এইখান থেকে ঃ https://www.techtunes.io/programming/tune-id/292342
অথবা http://c-sharp2.blogspot.com/2014/06/blog-post_15.html