Visual Basic খুব সহজে [পর্ব-০১] :: Toolbar এর সাথে পরিচিতি

কম্পিউটার  জীবনকে যেমন আধুনিক করেছে তেমনি পূরণ করেছে আশা আকাঙ্ক্ষা ! আর কম্পিউটারটা আসলে কি ? কাউকে প্রশ্ন করলে মানুষ হাসবে

কেননা মানুষ জানে television (TV) এর মত দেখতে এবং সাথে একটি বাক্স আর typewriter এর মত একটি বোর্ড থাকে !!  কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন , এটা যদি একজন প্রোগ্রামার কে বলা হয় তবে সে বলবে SystemUnit +Monitor+ keyboard+Mouse দ্বারা একটি সম্পূর্ণ Computer হয় । কম্পিউটার মূলত যন্ত্র । এটিকে মানুষ দিকনির্দেশনা দিয়ে কাজ করিয়ে নেয় । আর  দিকনির্দেশনা কিভাবে দেয় ? এটাও একটা প্রশ্ন , এটা কম্পিউটার এর নিজের ভাষা দ্বারা বুঝিয়ে দেওয়া হয় । কম্পিউটার এর আবার ভাষা ? হ্যাঁ কম্পিউটার এর ভাষা বলতে (0 & 1 ) বা (High & Low)  বুঝায় ।

computer এর বিভিন্ন ধরনের ভাষা রয়েছে যেমন : C, C++, Visual Basic , Java এরকম আরও অনেক ভাষা রয়েছে । যা দ্বারা কম্পিউটারকে আওত্তে আনা হয় ! এসব ভাষা compiler দ্বারা 0 , 1 পরিবর্তন করে কম্পিউটার কে বুঝিয়ে দেওয়া হয় ।

এদের মধ্যে বাস্তব সম্মত কাজ করা হয় মূলত Visual Basic   দিয়ে । আর এটা শেখা সাধারন মানুষের জন্য মোটামুটি সহজ !

আজ শেখাবো visual basic এর সাধারন একটি Programme  করা যায় ,    তবে তার আগে

Toolbar এর সাথে পরিচিত হই ।

এবার আপনি Download করে বা Disk হতে  PC তে Visual Basic 6.0 ইন্সটল দিয়ে ফেলুন । Install হয়ে গেলে প্রোগ্রাম click করে ওপেন করুন দেখবেন যে একটি Dialog Box এসেছে এখান থেকে আপনি Standard exe Select করে ওপেন করুন দেখবেন যে একটি নতুন

window ওপেন হয়েছে । যার বাম পাশে Toolbar টি রয়েছে । এবং মাঝখানে form  রয়েছে একে Object বলে এবং এর নিচে code লিখতে হয় ।

ছবিতে আপনারা কিছুটা ধারনা পেলেন । এখন আশা যাক কিভাবে programme লিখবেন ।

আমরা   ১ থেকে ২০০ পর্যন্ত জোড় সংখ্যা বের করার প্রোগ্রাম করব ।

আমরা প্রথম বামপাশ থেকে অর্থাৎ Toolbar থেকে Command Box  Select করে Form এর উপর আঁকবো দেখতে  পাব একটি command box এসেছে এখন আমরা  command box এ Double Click করব আরেকটি window open হবে এতে নিম্নের  দুটি কোড লেখা থাকবে


Private Sub Command1_Click()

End Sub

এ দুটির মাঝে  নিচের কোড গুলো হুবহু লিখব


Dim a

For a = 1 To 200 Step 2

Print a

Next a

এরপর উপরের মেনু হতে RUN > Start  Click করলে রান হবে । এখন আপনি command 1 Button click  করুন  বা F5 চাপুন , দেখবেন বামপাশে Result show করবে ।

ব্যাস আপনার প্রোগ্রাম তৈরি complete । হ্যাঁ এটাকেই প্রোগ্রাম বলে ।

এবার আপনি project টি save করুন ।  এ জন্য File > Save Project As এবার আপনি Directory দেখিয়ে দিন এবং নাম দিয়ে Save করুন । দেখবেন সেভ হয়ে গেছে ।

আশা করি সবাই বুঝতে পেরেছেন । আমি চেষ্টা করেছি সহজ করে লেখার জন্য ।

সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ .........

আগামি পর্বে দেখাবো কিভাবে Color Set করা যায় এবং properties পরিবর্তন করতে হয়।

এভাবে আস্তে আস্তে visual Basic এর অনেক প্রোগ্রাম দেখাবো । আশা করি আপনারা খুব সহজে visual Basic শিখতে পারবেন ।

পূর্বে প্রকাশিত : http://jpi-blog.tk

Level 0

আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপেক্ষায় থাকলাম

ভাই মোবাইল দিয়ে Mediafire থেকে file নামাবো কিভাবে?

    Level 0

    @Mashfi sarwar: এটা আমি চেষ্টা করিনি , যদি করি তাহলে আপনাকে জানাবো
    ধন্যবাদ পড়ার জন্য

      ভাই জান আপনাকে অনেক ধন্যবাদ এ রকম একটা টিউটোরিয়াল শুরু করার জন্য।

    opera mini use koren . smi use kori

Level 0

খুব ভাল টিউন একমি আইটি তে ক্লাস চলছে কেমন।

    Level 0

    @skr: Acme it কোন শাখা ?

Level 0

ভালো পদক্ষেপ। পরবর্তী পর্বের অপেক্ষায়! 🙂

Level 0

vai opekkhai thaklam kintu.onek asha nia boshe asi

Level 0

চালিয়ে যান। আমাদের খুব দরকার।

Level 2

Toolbar koi?
R visual basic kothay pabo.Ami to akebare notun kisui bujlamna.

ভাই খুবই দারুন পোস্ট, অনেক ভাল লাগল-
অনেক অনেক ধন্যবাদ, এখন শুধু পরবর্তি পোস্টের অপেক্ষায় রইলাম,

প্রথমে ধন্যবাদ সাহস করে VB.6.0 এর টিউন করার জন্য। আমার কাছে VB 6.5 আছে। এটা দিয়ে কাজ শুরু করব যদি আপনি নিয়মিত টিউন করেন। আমার মনে হয় ভবিষ্যৎ এ VB 6.0 এর কাজে আসবে না। কারন এখন যত Programing হচ্ছে VB.net এ হচ্ছে। তবুও আপনি কাজ চালিয়ে যান আমি আপনার টিউনগুলো অনুসরণ করতে চেষ্টা করব। ধন্যবাদ শেয়ার করার জন্য।

খুব ভালো টিউন ভাই। আশা করি এবার কিছু শিখতে পারবো। ধন্যবাদ

আগে কখনও ভাবি নাই এটা শিখতে পারব। যাক আপনি যদি নিয়মিত চালিয়ে যান তবে আশা করি কিছু শিখতে পারব। আশা করি মাঝ পথে থেমে যাবেন না। আমাদের সব বড় ভাইদের মত সুন্দর ১ টা ইতি টানবেন। তাহলে দেখবেন আমাদের ভালবাসা আপনাকে কোথায় নিয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ।

তবে ভাই আমার মনে হয় Visual Basic নিয়ে ভাল কিছু বেসিক সেয়ার করলে ভাল হত। অনেকেই হয়ত জানে না এটা কি এটা দিয়ে কি করে। কিছু মনে করবেন pls

Level 0

যশোর এর শাখা হাসিব এর কছে শুনলে হবে

Level 0

আমি টেকটিউনস এ টিউন করব কিভাবে আগে একটা টিউন করিছি কিন’ পাবলিশ করলে সেটা পাবলিশ হয় না ড্রাফট এ জমা হয়।

Level 0

khub valo hoisa basic ar dik dia tune ta khub valo bt aro valo vaba bujata partan . Dhono bad tune ta share korar jono .

Level 0

jotil tune bai ::D next tune ar oo pak kai taklam…

Level 0

vb -6 কোন structured language না। professional developer রা এটা ব্যবহার করেন না। প্রোগ্রাম লেখার পর compile করা debug করা এক যন্ত্রণা। vb.net এদিক দিয়ে অনেক ভাল। আমি আগে vb-6 ব্যবহার করতাম। এসবের কারনে vb.net এ গেসি।তবুও আপনি কাজ চালিয়ে যান। thank you

    @murad: প্রাথমিক ভিসুয়ালি প্রোগ্রাম বলতে visual basic কে বোঝায় VB.net প্রফেশনাল কাজের জন্য ব্যবহার হয় ।

sHEKHAR jONYE aGROHI hOYE rOILAM.

Level 0

টিউনটির জন্য ধন্যবাদ………

ভাই ধারাবাহিক ভাবে চালিয়ে যান

Level 2

আরো প্রাথমিক বিস্তারিত চাই

visual basic এর দারা আমরা কি ধরনের কাজ করতে পারি। freelancing এর ক্ষেত্রে এর গুরুত্ব কত?

Level 0

vai ***
**
* ay program ta c++ a ke vave hove ekto help korven ke?? amar email ([email protected]) plZ plZ don’t mind plz vai.

Level 0

thanks. khub valo post.

নতুন কিছু জানতে পারলাম। অনেক কিছু জানার বাকি আছে, কিন্তু সময়ই ত নাই। আমাদের সময় খুব অল্প
জানি না ভাল মত জানতে পারব কি না?
শেয়ার করার জন্য ধন্যবাদ । ভাই আমি কিছুই পারি না, সুদু কমেন্ট করতে পারি।

Level 2

আমার কাছে মাইক্রোসফট ভিজুয়্যাল সফটওয়ারটি নেই। যদি সফটওয়ারটির ডাউনলোড লিংক অনুগ্রহ করে আমাকে জানান তাহলে খুব উপকৃত হব।

vai eita odd number ber korar programme. even no. er jonno a = 0 dite hoba, mistake koi bujhlam na, code a naki tping a ?

Level 0

vaiya ami noton jodi apni ai softwere ar download link ditan tahole kub valo hoto…Visual Basic 6.0..vaiya apni jodi oporrar softwere ar link diten tahole kub valo hoto…

ভাই আপনাকে ধন্যবাদ চালিয়ে জান

Level 0

Vaiya, Ami “Visual Studio 2000” theke Viasual Basic 6.0 install korar chesta korechi. Kintu, install hocche na. N.B: Amar Operating System- Windows 7. Amake 1 ta solution dile Khushi hobo.

    @chayanfal: সবথেকে ভাল হয় Visual basic 6.0 ইন্সটল করলে ,এটাই বেশি উপযুক্ত । তবে বর্তমানে পোর্টেবল ছাড়া পাওয়া কঠিন , এটা ডাউনলোড করে কাজ করতে পারবেন । http://www.mediafire.com/?85i13vf8n89ur7p

Level 0

Thanks Vaiya, Link deyar jonno. But, ami “Visual Basic 6.0” peye gechi. Kaj o hocche. So, Portable ar lage ni. Thanks a lot.

Level 0

ভাই প্রোগ্রাম রান হচ্ছে না ” Compile error , for without next ” সো করে।