জীবনের কি লীলা খেলা-সবাই একটু এই টিউনটা পড়ুন।একটু সময় দিয়ে দেখেন, আপনারও এমটা হতে পারতো?মনে ”মায়া” না থাকলে ”দয়া” আসেনা?

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • আমি তো অনেক বিষয় টিউন নিয়ে লিখে থাকি কিন্তু এই টিউনটা  সবার  দোয়া ও সাহায্য চেয়ে আপনারদের মায়ের মত এক মা ও ভাই সহযোগিতা চেয়েছে তাই পো্স্ট করলাম।ছেলেটার লেখাটা পড়লে বুঝতে পারবেন।

  • আমার বয়স ১৭ বছর। আপনার বয়সও হয়তো এর কাছাকাছি, কিংবা আপনার ছোট ভাই বা আপনার ভাগিনা বা আপনার পুত্র। আমার বন্ধুরা হয়তো এখন তারুণ্যে টগবগ করে ফুটছে। আর আমি এক তরুণ বৃদ্ধ। ব্যাপারটা যে কি দুঃসহ তা কয়েকদিন আগে আমিও বুঝতাম না। কয়দিন? এইতো সেদিনও আমি কলেজে ভর্তি হয়ে জীবনকে বেশ উপভোগ্য মনে করছিলাম। মৃত্যু নামে যে একটা জিনিস আছে সেটা ভাবনার দূর সীমানাতেও আসেনি কোনদিন। অথচ কি আশ্চর্য! মাত্র কয়েকটা দিনের ব্যবধানে, কয়েকটা মেডিক্যাল রিপোর্টের লেখনীতে এখন আমার আর আমার মা’র প্রতিটা দিন কাটছে জীবন-মৃত্যুর পুলসিরাতে। আমার বোন ক্যান্সার ধরা পড়ে যেদিন সেদিন বুঝেছি খেয়ে হোক না খেয়ে হোক, বেঁচে থাকার আকুলতা কি জিনিস। বিশ্বাস করুন আমার এখন ইচ্ছা করে আমার প্রতিটা অংগ-প্রতঙ্গের বিনিময়ে হলেও আর ক’টা দিন বেশী বেঁচে থাকি, নিজের জন্য না হোক আমার মায়ের জন্য অন্ততঃ। আপনারা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারবেন যে কতটা বেদনাদায়ক নিজের জীবনের জন্য, চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাতা। আমার মায়ের ইচ্ছায় আমি আজ লিখছি।
  • আপনি যখন এই নোটটি পড়ছেন আমি তখন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যাপিত জীবন যাপন করছি। আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যে, আপনার পূর্ণাঙ্গ অবসরে আছেন বেশ কিছুদিন? যদি এসে থাকে তবে আপনি নিশ্চয়ই জানেন এমন একটা দিন শুরু করার যন্ত্রণা যেদিন সতিকার অর্থে আপনার কোন নির্দিষ্ট কাজ থাকেনা। এটা হয়তো সবচেয়ে ভালো বুঝতে পারবে একজন বেকার, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিংবা একজন কয়েদী। হ্যাঁ! ঠিক ধরেছেন। আরকজন সবচেয়ে ভালো বুঝতে পারবে। সেটা হলো একজন মৃত্যু নিশ্চিত জেনে যাওয়া রোগী, যার দিন কাটছে হাসপাতালে ডাক্তার বেধে দেয়া সময় ফুরিয়ে না যাবার তীব্র আকাঙ্ক্ষায়। আমি সেই শেষোক্ত ব্যক্তিদের একজন।
  • আমি আপনাদের কাছে সাহায্য চাইছি। সবার দোয়া ও সাহায্য নিয়ে বাচতেঁ চাই।আল্লাহ আপনাদের মংগল করুন।
  • আমার অপারেশানের জন্য প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন, সেটাও আবার ২৮ দিনের মত। টাকা এবং সময়সীমা দু'টোর অঙ্কই আঁতকে উঠার মত। দিনে প্রায় ১ লক্ষ টাকার চাইতেও বেশী।
  • কিন্তু অনেকের প্রচেষ্টায় সেটা হয়তো সামন্যে পরিণত হবে।
  • আপনাদের সামান্য কিছু ত্যাগের সামষ্টিক ব্যাপ্তি হয়তো আমাকে এবং আমার পরিবারকে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করতে পারে।

আমাকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ
রেবেকা সুলতানা (আমার মা)

একাউন্ট নাম্বার : 1506201807961001 ,

BRAC Bank,Dhaka.

Phone No : 01827823052 , 01674777830 (Imran)

Ibne Sina Hospital, Dhanmondi. (Cabin No : 212)

ইউটিউবে ভিডিও দেখুন :- http://www.youtube.com/watch?v=LA35JNb6AZA

  • আমি টিউনার হিসাবে সকলকে বলব এই টিউনটি অল্প সময়ের জন্য স্টিকি করা হোক।হয় তো পরে আমি ডিলেট করে দিব।কারন সময় তো কারো জন্য বসে থাকেনা।

'''সবাইকে অনুরোধ করব লেখাটা শেয়ার করুন এবং সাধ্যমত সাহায্য করুন।'''

Level 2

আমি নির্জন আলো BD(Eshcun)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দোয়া রইল ।
http://alor-nishan.com

Level 0

ALHA KA BOLE BALO HON http://freeallservices.blogspot.com/ Free call korun

টাকা দিয়ে সাহায্য করতে পারলাম না, তবে দোয়া করি আল্লাহ্‌ যে আপনাকে এবং আপনার মাকে সুস্থ এবং সাহায্য করেন, আমীন।

oh Allah save him ,,,,,

আমি আমার সাধ্য মতই দিলাম আজ, আপনাদের প্রতি রিকুয়েষ্ট অন্তত যতটুকু পারেন ততটুকু ই সাহায্য করুন, এর মানে এই না যে আপ্নাকেই লাখ খানেন টাকা দিতে হবে। প্লিজ জতটুকু পারেন ততটুকু করেন। ধন্যবাদ।

Onek doa roilo.