স্বপ্নের আমেরিকা যাবার সুবর্ণ সুযোগ

us_flagআবার এসে গেল আমেরিকা যাওয়ার সুবর্ণ সুযোগ ডিভি লটারী। সবারই কম বেশি ইচ্ছা স্বপ্নের আমেরিকা যাবার। গত ২ই অক্টোবর হতে শুরু হয়েছে ডিভি-২০১১ লটারীতে নিবন্ধনের সুযোগ। এই নিবন্ধনের সময় থাকবে আগামী ৩০শে নভেম্বর সোমবার ইস্টার্ণ ষ্ট্যান্ডার্ড টাইম দুপুর ১২ টা পর্যন্ত। ইন্টারনেটের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে প্রত্যেক আবেদনকারীকে। ঘোষিত সময়ের মধ্যে http://www.dvlottery.state.gov এ ঠিকানায় আবেদন করতে হবে। ইলেকট্রকি পদ্ধতিতে ইন্টারনেটের সহযোগিতায় নিব্ন্ধন ফরম পূরণ করতে হয় বলে বিষয়টি বেশ স্পর্শকাতর। সামান্য ভুলের কারণে স্বপ্নের আমেরিকায় যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আবেদনকারীকে সর্তকার সাথে আবেদন ফরম পূরণ করতে হবে। বানানের ক্ষেত্রে ভালভাবে নজর দিতে হবে। এ বছর ডিভি ২০১১ এ আবেদনকারীকে নিবন্ধনের সময় অবশ্যই নিজ ই-মেইল ঠিকানা দিতে হবে। যারা সাইবার ক্যাফে ও কম্পিউটার সেন্টার থেকে ডিভি আবেদন ফরম পূরণ করা থাকে তারা অবশ্যই ডিভি লটারীর ফরম পূরণ করার সময় ঠিকানা ঘরে উক্ত সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টার ঠিকানা না দিয়ে নিজের স্থায়ী ঠিকানা দেওয়া উচিত। কারণ আপনি বিজয় হলে ঐ ঠিকানায় চিঠি আসবে। এক্ষেত্রে আপনার নিজ ঠিকানা ব্যবহার করলে অনেক ধরনের প্রতারণার হাতে রক্ষা পেতে পারেন। কেননা কিছু কিছু সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টার ডিভি আবেদন ফরম পূরণ মাধ্যমে বিজয়দের নিকট হতে নিজের স্বার্থ হাসিল করতে চায়। আর ডিভি লটারীর নিবন্ধন করার পর অবশ্যই প্রাপ্তি স্বীকার পত্রটি প্রিন্ট নিয়ে সযত্নে রাখুন। কারণ আপনি লটারী জিতলে নিবিন্ধত এ তথ্যগুলো পরবর্তীতে কাজে আসবে। অনেকে হয়তো ডিভি লটারীর পাঠানোর নিয়ম জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। তাদের জন্য আমার এই টিউটটি। এই টিউটটি কেমন লাগলো মন্তব্য করবেন। আর যারা এখানো ডিটি-২০১১ এখনো নিবন্ধন করেন নাই, তারা যত তাড়াতাড়ি সম্ভব নিবন্ধন করে ফেলুন। কারণ শেষ সময়ে দিকে আবেদনকারীদের চাপে ওয়েবসাইটে নিবন্ধনে বিলম্ব ঘটতে পারে। সবার জন্য শুভ কামনা রইল।

Level 0

আমি সাইদুজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

DV পূরণে পরামর্শমূলক টিউনটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
এ সম্পর্কে আরও জানুন-
https://www.techtunes.io/tutorial/tune-id/10292/
এই লিংক হতে ।

Level 0

কেন জানি মনে হয় আমেরিকানরা ডিবির মাধ্যমে লোক নেয়ার নাম কইরা সারাবিশ্বের বেবাক মাইনষের তথ্য লইয়া যাইতাছে….

    ব্যাপারটি ভেবে দেখার মত একেবারে ফালতু কথা নয়।

    Level 0

    ঠিকই বলেছেন আমাদের জানা উচিত তারা তথ্যগুলো কি করে…যুদ্ধবাজরা খারাপ কাজেই ব্যবহার করবে

Level 0

আপনারা কি কন ????????

reza123 ভাইয়ের ব্যাপারে বিশেষজ্ঞদের মন্তব্য কামনা করছি
………………………………………………

Level New

এ পর্যন্ত এ নিয়ে খারাপ কিছু শোনা যাইনি। আর যারা আবেদন করে তারা বেশিরভাক সাধারন জনগন । তাদের তথ্য নিয়ে কোন লাভ হবেনা

আমি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য রেজিষ্ট্রেশন করছি দেখি ওইটা লাগে নাকি। দুইটাই তো লটারী তাই মঙ্গল গ্রহের টার্গেটেই আছি ডিভি পূরণ করতাম না।

    শাকিল আরেফিন ভাই, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য রেজিষ্ট্রেশন কি মঙ্গল বারে করেছেন নাকি অন্য কোন দিন? যদি তাই হয় তবে লটারী জেতার গ্যারান্টি খুবই কম। সেক্ষেত্রে এ ব্যাপারে আর কোন ফরম পূরণ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা মনে হয় মঙ্গলজনক হবে না, কি বলেন আপনি। তবে আমি কিন্তু আপনার সর্বাঙ্গীন মঙ্গলই কামনা করি।

    🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

আমেরিকা বিরোধী মিছিল দেখেছি আমি, মিছিল করেছি আমি। আমেরিকার পতাকা পুড়েছি – আমার ভাইয়ের রক্ত ঝরানোর জন্য আমার বোনের …. এর জন্য। আফগান্তান আক্রমনের সময় মিছিল করেছি, ইরাক আক্রমন কারার পর মিছিল করেছি, আমেরিকার পন্য বজর্ন করেছি, আমেরিকার অফিস ভেঙ্গেছি। সুদুর চীন,রাশিয়া, জাপান, ভিয়েতনাম, ইরাক, ইরান,আফগানস্তান,ফিলিস্তিন কোথায় ওদের রক্ত ঝরানোর ইতিহাস নেই?

আমি এখন আমেরিকা যেতে চাই । ধনী হওয়ার লোভ নিয়ে ফরম পূরণ করি।

    Level 2

    ভাই এত দেশ থাকতে আমেরিকা ক্যান।আসেন সবাই মিলে শ্লোগান দেই করব না করব না ডি ভি পুরন করব না।(না ভাই কৈরেন এটাতে আপনার লাভ হোক না হোক আমাদের দেশের কিছু মানুষের আয় রোজগার বেড়ে জায় )

    টিউটো ভাই, আমিও কিন্তু আপনার দলেরই একজন। আপনার মন্তব্যের থিমটা যা-ই হোক কথাটা ১০০% বাস্তব।

    ধন্যবাদ রাফিউর ও ninoman_shk ভাই ।
    আসলে আমেরিকার সিটিজেন হলে যে বাংলাদেশের সিটিজেনশিপ হারাতে হয় তা জানতে হবে সবাইকে। আমেরিকার যে সব টার্মস এন্ড কন্ডিশন মানতে হবে আপনাকে তা জানলে যার বিন্দু মাত্র দেশ প্রেম আছে সে আমেরিকা সিটিজেন হতে চাইবে না।