সীমান্ত আইনের সংশোধন জরুরী

আসসালামুআলাইকুম। আমি টেক টিউন্সের সাথে আছি প্রায় ২ বছর ধরে। এখন পর্যন্ত টিউন করার সাহস পাইনি। কিন্তু আজ সেই দুশসাহস করে ফেললাম।
আর কত চুপ থাকব? এভাবে আর চলে না। যেন আমাদের দেখার কেউ নেই। একদিকে আমাদের সরকার প্রধান রা এবং রাজনৈতিক বাক্তিবরগ (সরকার দলীয় এবং বিরোধী দলীয় উভয়ের কথাই বলছি) যখন ভারতের পা চাটাচাটিতে বেস্ত কিংবা ভারত গ্রিনায় মত্ত অন্য দিকে আমাদের কৃষক ভাইয়েরা নির্ঘুম রাত কাটায় ফসল পোড়ে যায় পানির অভাবে, সিমান্তের লোকজন ভোগে নিরাপত্তাহিনতায়। আমাদের নদী মাত্রিক বাংলাদেশ কিন্তু খরায় পোড়ে আমাদের ফসল। কেন? জবাবে বলব একদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারনে কম বৃষ্টিপাত (ধনতান্ত্রিক দেশগুলোর মাত্রাতিরিক্ত পরিবেশ দূষনের কারনে) অন্যদিকে ভারত অংশে নদী গুলোর গতিপথে প্রতিবন্ধকতা যা আন্তরজারতিক পানিবন্টন আইনের লঙ্ঘন।

আমরা আন্তর্জাতিক সিমারেখা দারা বিভাজিত হলেও আমাদের ক্রিস্টি সংস্কৃতি সবই এক। আমাদের সুখ, দুখ, হাঁসি, কান্না, ভাললাগা, ভালবাসা সবই এক। আমাদের দুই বাংলায় বেশির ভাগ মানুষই চায় একটা ভাল সম্পর্ক দুইটি দেশের মধ্যে বিরাজ করুক। আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই দেখছি বাংলাদেশ ভারতের কাছে ভিবিন্ন ইস্যুতে নানা রকম ভাবে অবহেলিত।
বাংলাদেশ ও ভারতের সিমান্তে বিএসএফ কতরিক বাংলাদেশি নাগরিকদের যেভাবে নিজ্জাতন ও হত্যা করা হচ্ছে তা খুবই অমানুবিক এবং নিসসংশ। আমি যতদূর জানি যারা সিমান্তে খুন হছছে তার অরধেক এর ও বেশি লোক সীমান্ত আইন লঙ্ঘনকারী কিন্ত নিরপরাধ মানুষের সংখ্যা ও নেহাত কম নয়। সীমান্ত আপরাধের সাথে যুক্ত বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে। ৪৭ এর দেশ বিভাগের পর দুই দেশের সীমান্তবর্তী অনেক লোকই জমিজমা হারিয়ে দরিদ্র হয়ে পরে।

তাছাড়া হত্যা কোন সমস্যার সমাধান হতে পারে না। সীমান্ত আইনের সংশোধন দরকার। আমরা ইউরোপের দিকে তাকালে দেখতে পাই সেখানে সার্বভৌমত্ব ঠিক রেখেও লোকজন এক দেশ থেকে আর এক দেশে অবাধে যাতায়ত করছে। সীমান্ত হত্যার বেপারে আমাদের সরকার কোন পদক্ষেপ না নিলেও আমাদের তরুন সমাজ থেমে নেই, তারা ভারতের বিরদ্ধে ''সাইবার আন্দলনের'' ডাক দিয়েছে এবং ভারতের ভিবিন্ন অয়েবসাইট হেক করে সীমান্ত হত্যার প্রতিবাদ জানাছে। ভারতের হেকাররাও থেমে নেই তারাও বাংলাদেশের বিভিন্ন সাইট হেক করতেসে, যা দুটি দেশের প্রজুক্তি খাতকে ঝুকির মুখে ফেলবে।

সীমান্তে হত্যা বন্ধ হউক -- সীমান্তে হত্যা বন্ধ হউক -- সীমান্তে হত্যা বন্ধ হউক

ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি ওয়েব এ ভাল বাংলা লিখতে পারি না। ভুল বানানের জন্য দুঃখিত।
আপনাদের সবাইকে ধন্যবাদ আমার টিউন পড়ার জন্য।
------ রাহাতবিডি (সীমান্ত হত্যা আমাকে কাঁদায়)

Level 0

আমি rahatbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সাধারন মানুষ, ভালবাসি দেশকে, পরিবারকে, বন্ধুদেরকে আর টেকনোলজি কে ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune

really true