সুপ্রিয় প্রবাসী (খাঁন রওণক হাসান) ভাই’কে খোলা চিঠি!!!

প্রিয় প্রবাসী ভাই!!!

পত্রে আমার সালাম নিবেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকদিন পর আজ কলম ধরতে বাধ্য হলাম শুধু মাত্র আমার অন্যতম শ্রদ্ধার মানুষটির ভালোবাসার জন্য। আপনি ইতালী থাকেন। তার পাশে ফ্রান্স। ফ্রান্সের এক প্রখ্যত কবি “আর্তুর রেবো।” তিনি মাত্র ১৮ বছর বয়সে একটি মহাকাব্য লিখে ফেলেন। অনেক আশা নিয়ে। কিন্তু সমকালীন প্রভাবশালী কবিগণ তাকে সহ্য করতে পারেন নি। তার কিছুদিন পরে এই কালজয়ী কবি রাগের বসে তার অবিক্রিত বই সমূহ আগুনে পুরে ফেলেন এবং চলে যান আয়ারল্যান্ডে। সেখানে গিয়ে কাজ বাকী জীবন তিনি কাঠমিস্ত্রির কাজ করেন। ফরাসী জাতি আর্তুর রেবোর মৃত্যুর প্রায় ১০০বছর পর তার অসাধারণ প্রতিভার মুল্যায়ন করতে শেখে। তারপর বিশ্বসাহিত্য তাকে নিয়ে হৈ চৈ শুরু করে দেন। আজও তিনি ফরাসী ভাষায় শার্ল বোদলেয়ারের পাশে তার স্থান। (তথ্যসূত্র: প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের “ছবির দেশে কবিতার দেশে” ভ্রমন গ্রন্হ থেকে। দ্রুত লেখার কারণে আমার লেখায় কিছুটা বিকৃত থাকতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।) ।

ফরাসী জাতি যদি এতবড় ভুল করতে পারে তাহলে এই অবলা বাঙালীর ভুল কি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না? ভ্যানগগ, রাফায়েল, পল সেজান, কামিল পিসারোকে কি আজও মানুষ মনে রাখে নি?

আপনি যে টিউনগুলো করেছেন তাতে সমকালে আপনার সম্মান যথাযথ কতখানী হয়েছে তা আমার থেকে আপনি অনেক ভালো জানেন। আপনি আমার আদর্শিক গুরু। আমার ভেঙ্গে পরার মুহূর্ত সমূহে আপনি আমাকে সবসময় সান্তনা দিয়েছেন। কোনো একটি টিউমেন্টে আমাকে আপনি “অন-লাইন” পলিটিক্সের কথা বলেছেন। আপনাকে অনুরোধ করার ভাষা আমার চোখের জল।
আপনার টিউনের যদি ১কোটি ভক্ত থাকে তাহলে আমার ১জন হলেও আছে। আমি সেই ভক্তের দিব্যি দিয়ে বলছি আপনার কলম স্থব্ধ হলে এই “মোঃ আসিফ-উদ-দৌলাহ্” ও আর কোনোদিন টেকটিউনসে ফিরে আসবে না।
মানুষ আপনাকে আমাকে জড়িয়ে অনেক কথা বলেছেন। কিন্তু তারা জানেন না, একমাত্র টেকটিউনস ছাড়া অন্য কোনো মাধ্যমে আপনার এবং আমার মধ্যে কোনোদিন কোনো যোগাযোগ হয়নি। আপনার ফেবুর ফ্রেন্ড লিস্টেও আমি নেই। তারপরও আমাদের নিয়ে কথা উঠেছিলো।

আজ “খালিদ হোসেন ভাই” আপনার জন্য টিউন লিখেছেন। আমি চোখের জল ফেলছি। গুটি কয়েক খারাপ মানুষের জন্য আপনি ক’জন ভক্তকে কাঁদাবেন?

প্রসংগে আসি পিটিসির যখন রমরমা অবস্থা অখন আমি পিটিসি নিয়ে টিউন করেছি। এম,এল,এম (ডায়রেক্ট সেলিং সিস্টেম) নিয়ে কলম ধরেছি। অনেক প্রস্তাব এসেছে মেইলে তারপরও পোস্ট সরিয়ে নেই নি। সব সহ্য করেছি আপনার মতো মহান মানুষের চেহারা ও ধর্য্য দেখে।

ভালো থাকবেন। দোয়া করবেন।

ইতি
আপনার আদর্শের ছোট ভাই
আসিফ

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার প্রিয় “ছোট নবাব” সবাই যদি এমন অভিমান করে টেকটিউনস্ ছেড়ে চলে যায় তাহলে চলবে কি করে। আমার যতোখানি মনে পড়ে আপনার https://www.techtunes.io/tech-fiction/tune-id/149277 টিউনটি নিয়েও কম সমালোচনা হয়নি তাই বলে কি বন্ধন ছিন্ন করে চলে গেছেন? আপনাকে প্রবাসী ভাই অনেক ভালোবাসে তাইতো আপনার অনুমতি ছাড়াই আপনার ছবি টিউনে ব্যবহার করেছিলো। আপনি বললে হয়তো প্রবাসী ভাই ফিরে আসবে। ফিরে আসুন খান রওনক আলী প্রবাসী…… 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥

কি বলব ভাষা খুঁজে পাচ্ছিনা।

Level 0

ভাষা নেই । ফিরে এসো রওনক ভাই । ফিরে এসা প্লিজ ।

Level 0

অন লাইন পলিটিক্স- টীটির উন্নয়নে যাদের গাত্রদাহের কারন হয় সেই গোষ্ঠীর নোংরা কূটনীতির বলি হচ্ছেন আমাদের সকলের প্রিয় প্রবাসী ভাই।
এই সত্যটি প্রবাসী ভাই যে দিন উপলব্ধী করবেন সেদিন আর কেউ ওনাকে আটকিয়ে রাখতে পারবেন না, টীটীতে ফিরে আসবেনই।

Level 0

প্রবাসী ভাই,
ভেনিসে কি এখনো নৌকা চালানো যায় ? মানে শীতকাল তো পানি শুকিয়ে যায় কিনা !
ওরা কি এখনো রসগোল্লার স্বাদ মনে রেখেছে ? ঐযে আমাদের সৈয়দ মুজতবা আলীর রসগোল্লার টিন ভেঙ্গে খেয়ে ছিল !
সিলভিও বার্লুস্কুনি এখনও কি পিচ্চি মেয়েদের সাথে প্রেম করার জন্যে পথে ঘাটে( মানে জন্মদিনের পার্টিতে) যায় ?
প্রশ্ন গুলোর উত্তর জানতে চাই আপনার কাছে !!!
আপনার উত্তরের অপেক্ষায়………………………………………………

টেকটিউনস এর সব ভালো ভালো লেখকরা কোনো না কোনো কারনে আঘাত পেয়ে চলে যান।সবার ক্ষেত্রে কেনো এমন হয়?আমাদেরও কি এমন হবে?

Level 2

sob oviman vole fire asen………na hole amora sobai kosto pabo….

Level 0

তবে আমার মনে হয় তার ফিরে আশা উচিত অন্যের কথায় কান দিলে চলে না ।

Level 0

প্রবাসী ভাই আপনাকে অত চিনি না, আপনার লেখাগুলো ছবি সহ বিস্তারিত যেভাবে উপস্থাপন করতেন সেটা আমার দারুন ভালো লাগে। ভালো ভালো সফ্ট বেবহার সম্পর্কে আমাদের জানাতেন। বড় বড় ফাইল গুলো আপলোড করে দিতেন। টিউন তো প্রতিদিন অনেক হয়। তাহলে ভাই আপনাকে চিনলাম জানলাম কি করে? সাজানো গোছানো আপনার কাজ দিয়ে।

কষ্ট আনন্দ বেদনা সরল জীবনের অবিছেদ্য অংশ। এটাকে পাশ কাটাতে যাবেন না।

ফিরে আসুন প্রবাসী ভাই আর কিছু বলার নাই 🙁

ফিরে আসুন প্রবাসী ভাই। মাত্র অল্প কয়েকজনের জন্য আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না। 🙁

Level 2

Vijan ami apnake cini na kintu apnar motatmoti sobgula tune poresi. apnar last tune pore chokher pani naker pani ek hoe gese. Fire ashen amader maje. 🙁

Level 0

খান রওনক আলী প্রবাসী ভাই ফেসবুকে আর ষ্টাটাস দেয় না আগের মত। কাল রওনক ভাই অনেক রিকুয়েষ্ট করছি । কোন রিপ্লে করিনি। রওনক ভাই ফিরে আসুন আমাদের মাঝে যদি দয়া হয়।

রওনক ভাই,আপনার চলে যাওয়ার ঘোসনা ছিল আমার জন্য একটি দুস্সংবাদ,আমি শোকাহত,আপনাকে বুঝানোর ভাষা আমার নেই,কারণ আপনার কোনো দোস নেই,আর facebook এ unfriend করবেন সেটাও ছিল দুস্সংবাদ,দয়া করে আমাদের অসহায় করে যাবেননা,এটাই অনুরোধ I

Level 0

প্রবাস থেকে তোমাকে আসতেই হবে ….তবে অভিমান কেন ? এতভক্ত জনের অনুরোধ রাগ করে উপেক্ষা করনা না ভাই ! তোমার অকাতরে দান আমরা সব সময় আমরা গ্রহন করেছি আনন্দমুখর হয়ে …..।

Level 0

প্রবাসীর বিদায়ী পোস্ট দেখে হতাশ। এখানের মন্তব্য গুলো দেখলেই রওনক ভাই বুঝতে পারবেন-তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালবাসা কেমন আছে। তার উপস্থিতি আমাদের কাম্য কিনা। একজন প্রবাসী হিসাবে জীবন থেকে নেওয়া শিক্ষা আমাদের চেয়ে উনারই বেশী। তাই আবারো বলবো তিনি তার সিদ্ধান্ত পূর্ণবিবেচনা করবেন। টিটিতে আবারো ফিরে আসবেন।
তবে, ফলো মি, ফলো করে মাইকিং করলেও কেউ কাউকে ফলো করানো যাবেনা, যতক্ষণ না তাকে ফলো করার মতো কিছু পাওয়া যাবে। এখানে কেউ যোগ্যতাহীন হয়ে ইন্টারনেটে বসে বসে বনের মোষ তাড়ায় না। প্রয়োজনেই কেউ কাউকে ফলো করে। রওনক ভাইকে কখনোই বলতে হয়নি ফলো মি, কিংবা এখানে ক্লিক করে টাকা কামানো ব্যবস্থা করে দিয়ে সফটওয়্যার নিন। কিন্তু এখানে রওনক ভাইয়ের উপস্থিতি কাউকে কাউকে ম্লান করে দিয়েছে বা দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে বলে অনেকে বেহুদা অনুমান করে তাকে আক্রমন করার সুযোগ খুজঁছিলেন বহুদিন ধরেই। তারা খুবই কৌশলে সফলতার দিকে যাচ্ছেন। একজন রওনক আলীকে সুবিধাবাদীরা টিটিতে না আনতে পারলেও বিদায় করতে পারছেন-সেটাতেই তারা আনন্দিত, অনেকের মন্তব্য দেখে তাই মনে হচ্ছে। নিজে কিছু করবেন না, অন্যকেউ করলেও আতেঁ লাগে-এই মানসিকতা নিয়েও বহু প্রযুক্তিবিদ ব্লগে তাদের উপস্থিতি জানান দিচ্ছেন।

রওনক ভাই ব্যক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করেছেন, হয়তো তার সাময়িক উত্তেজনাপূর্ণ মন্তব্যটি তাকে তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে-দুঃখ প্রকাশের পর হয়তো ভুল বুঝাবুঝিটা থাকবেনা এবং রওনক ভাই আবারও টিটিতে লিখবেন-এমনটা আশা করছি। কেউ কেউ হয়তো দাবী করতে পারেন, রওনক ভাই যেন বাইতুল মোকারমের উত্তর গেটে দাড়িয়ে মাইকিং করে ক্ষমা চান-তাহলে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্নতোলা যাবে এবং সূদূরপ্রসারী কুভাবনাটিও অন্যান্য ব্লগারের কাছে কুৎসিতভাবে ধরা দিবে।