টেকটিউনসের কাছে কিছু অনুরোধ ( প্রত্যেক কে পড়তে অনুরোধ করছি )

হাতে সময় নেই তাই আজ কথা বাড়াবো না , একেবারে মূল বক্তব্যে চলে আসছি । আজ আমি টেকটিউনস এর কাছে কীছূ অণুরোধ নিয়ে এসেছি সেগুলো হল

  • ১) টেকটিউনস এ নাম পরিবর্তন করার অপশনটা মূছে দেওয়া হোক, কারণ ধরুন আজ আমি মানুষ নামে টিউন করছি এবার কাল যদি Swordfish নাম নিয়ে আর Swordfish এর একটা ছবি আপলোড করি তাহলে অনেকেই আমাকে Swordfish মনে করবে । এতে করে Swordfish ভাই এর সাথে ঝামেলা হবে আর উনি আমাকে ব্যান করে দিবেন (এটা পুরোটাই কাল্পনিক , কোনটাই সত্যি নয়)। তাহলে লাভ কি হল ? আমি ব্যান খেলাম ! আমার মনে হয় এর থেকে নাম পরিবর্তন করার অপশনটা মূছে দেওয়া হলে অনেক ভাল হয় । আশা করি আপনারাও আমার সাথে সহমত হবেন ।
  • ২) টেকটিউনস এ Notification অপশনটা যোগ করা হোক নাহলে আমরা যারা টিউন করি তারা বুঝতে পারবো না যে আমাদের টিউনে কোন প্রকার কমেন্ট পরেছে নাকি । আজ এটা আমার ১০ নং টিউন । আমি কি এবার চেক করতে যাব যে আমার ১ নং টিউন এ কোন কমেন্ট পরেছে কিনা ? ধরুন কেও খুব দরকারে আমার আগের একটা টিউন এ কমেন্ট করল কিন্তু আমি জানতে পারলাম না । এর ফলাফল কি হবে ? বেচারা (যে কমেন্ট করেছে) উত্তরটা পাবে না । তাই টেকটিউনস এর কাছে আমার অনুরোধ এরকম একটা অপশনটা যোগ করা হোক । আশা করি সবাই আমার সাথে সহমত হবেন ।
  • ৩) কমেন্ট করার পর এডিট করার অপশনটা যোগ করা হোক নাহলে কমেন্ট করতে গেলে ভুল হয়ে গেলে বা কমেন্টে কোন লাইন বাদ পরে গেলে আবার নতুন করে কমেন্ট করতে হয় ।
  • ৪) কমেন্টে ছবি যোগ করার অপশনটা দেওয়া হোক নতুবা কাওকে কোনো কিছু বোঝাতে গেলে বেশ সমস্যার সম্মুখিন হতে হয় । এই ধরুন না গতকাল ই আমার একটা টিউন এ ব্ল্যাক ড্রাগন ভাই কমেন্ট করেছিলেন , কিন্তু যেহেতু ছবি সাপোর্ট করে না তাই তিনি আমাকে ব্যাপারটা বোঝাতে পারলেন না । আমি শুধু আমার কথাটা বললাম , অনেকেই আমার মত এই সমস্যার সম্মুখিন হয়েছেন ।
  • ৫) টেকটিউনসে টিউন ডিলিট করার পর সেটা ডিলিট করার কারন জানাবার অপশনটা যোগ করা হলে ভালো হয় , নাহলে আমরা বুঝতে পারি না ঠিক কি কারনে টিউনটা ডিলিট করা হল ( যদিও টিউন ডিলিট আমাদের নিজেদের দোষেই হয় ) ফলে পরবর্তীতে আবারও সেই ভুল হবার সম্ভবনা থাকে ।

আশা করি আপনারা প্রত্যেকেই আমার সাথে সহমত হবেন । আপনাদেরও অনুরোধ করছি কমেন্ট করার জন্য কারন একজনের কথায় কখনো কিছু সম্ভব নয় আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আশা করি টেকটিউনস কথা রাখবে । ধন্যবাদ ।

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরো আছে।নিজের অপ্রাসঙ্গিক কমেন্ট মুছে ফেলার অপশন,নিজের নিকনেম সকল পোষ্ট ও কমেন্ট এর ক্ষেত্রে চেন্জ করার অপশন।আপনার সাথে আমার ইচ্ছাগুলো সম্পূর্ণ মিলে গেল 😀 😛

    Level 0

    @Iron maiden: আপনি এবং মানুষ ভাই এর সাথে একমত…………

খুব ভাল প্রস্তাবনা করেছেন, সহমত.

ami apnar sathe fully agree

সবই হল কিন্তু আমি টেকটিউনস এর মোডারেটর দের কমেন্ট আশা করেছিলাম । তারা কমেন্ট করছেন না কেন ?

Level 0

সহমত

Level 0

২) টেকটিউনস এ Notification আপনার ইমেইলে প্রতিটি টিউনের মন্তব্য চলে যাবে। যদি ইনবক্স এ না পাওয়া যায় তাহলে স্প্যাম মেইলে চেক করুন।
৩) কমেন্ট করার পর এডিট করার অপশনটা ৫ মিনিটের মধ্যে সংশোধন করার সুযোগ রয়েছে আপাতত।
৫) টেকটিউনসে টিউন ডিলিট করা হয় নীতিমালার উপরে ভিত্তি করে। তাই সবাইকে নীতিমালা অনুসরণ করে টিউন মন্তব্য করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।

অন্যবিষয়গুলো এডমিনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

টেকটিউনস Pls Do it.

Level 0

আমি আপনার সাথে একমত

খুব ভালো প্রস্তাব। আর একটা লাইক বাটন চালু করা দরকার যাতে পাঠক সহজে লাইক করতে পারে।

একমত

Level 2

সহমত, তবে সোডাথিশ এর ৩নং টা বুঝলাম না। আর আপনার ফেসবুক আইডিটা চাই।

Level 2

বিষয়টা পরে মনে আসলো তাই যুক্ত করলাম, সোডফিসের নামে নতুন আইডি করলেই কেউ সোডফিস হতে পারবে না। করণ সে ২০০ উপরে টিউন করেছে। আর সোডফিস একজন মডু রাজাকারদের নামে আইডি করলে সেটি সে ডিলিট করবে। এছাড়া অন্য যেকোণ নামে একাউন্ট করলে তা ডিলিট করবেনা। আর মডু আমার আইডিটা ডিলিট কর।

আরো আছে, মোবাইল সাইট থেকে টিউন ও কমেন্ট করা যায় না, সেটা ঠিক করার ব্যবস্থা করা। আর কোন টিউনে কমেন্ট করলে তার জন্য যে মেইল আসে তাতে টিউনের লিংক দেওয়া।

১,২,৩ এবং ৫ নম্বর এর সাথে একমত। কিন্তু comment এ ছবি add করার option টা হাস্যকর মনে হল। কোথাও দেখি নাই তো তাই।
আর specialy notification টা তো খুবই জরুরী।

    @Shihab Khan:কি বলছেন এসব?কমেন্ট এ ছবি এড করার অপশন হাস্যকর?মানে কি?

    @Shihab Khan: আপনি তো অসুবিধায় পড়েননি তাই বুঝতে পারছেন না । যদি একবার পড়তেন তাহলে বুঝতে পারতেন ।

    @Shihab Khan: উহু, মোটেও একমত হতে পারলাম না। comment এ ছবি add করার option টা হাস্যকর মনে হল কেন ?? এটা টেকটিউন্সের মতো একটা গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল সাইটে অপরিহার্য।

    Level 2

    @Shihab Khan: http://www.somewhereinblog.net/ এই ব্লগে কমেন্টে ছবি যুক্ত করা যায়। জাননেন না তাই বিষয়টা হাস্যকর।

Level 0

@মানুষ ভাই আমি আপনার সবকটা দাবীর পূর্ণ সমর্থন করি।

এডমিনের উদ্দেশ্যে জানাই-
২) টেকটিউনস এ Notification – ইমেইলে প্রতিটি টিউনের মন্তব্য চলে যায় ঠিকই কিন্তু এটা যদি টেকটিউনস এর পাতাতেই Blink করে ব্যাপারটা আরও সুবিধার হয়।

৩) কমেন্ট করার পর এডিট করার অপশনটা ৫ মিনিটের মধ্যে সংশোধন করার সুযোগ লক্ষ্য করি নাই।

৫) টেকটিউনসে টিউন ডিলিট করা হয় নীতিমালার উপরে ভিত্তি করে। তবুও আনিচ্ছাক্রিত ভুলেও আনেক সময় টিউন ডিলিট করা হয় সেটা যদি সংশোধনের সুযোগ দেওয়া হয় তাতে আমার মনে হয় আনেকেই উপকৃত হবে।

টেকটিউন্স,অনেকে ফালতু বিষয়ে পোষ্ট করেন।ওগুলো Kindly মুঝে ফেলবেন। 😎

প্রস্তাবে সহমত !

আমি ২,৩ এবং ৪ নং-এর সাথে একমত।

যাক আপনারা আমার সাথে একমত দেখে বেশ ভাল লাগলো , এখন দেখা যাক টেকটিউনস এ ব্যাপারে কতদুর কি করে ।

প্রশংসনীয় একটি টিউন। Thank you ভাইয়া

pls give ur e-mail address.

Level 0

egulo hole, techtunes 2.1 toiri hobe, good tune, @Swordfish comment edit ki kore kore bolle bhalo hoy, jinish ta onekei jane na

Level 0

hhhmmmm good…..

ভালো একটি প্রস্তাব বাকিটা টেকটিউনস এর উপর

ভাই আপনে টেকটিউনের সদস্যদের সমস্যার কথা টা যে টিউন করে যে লিখেছেন আপনাকে অসখ্য ধনবাদ। আমিও আপনার সাথে একমত । উনারা যেন কথা গুলো মাথাই রাখে।

Level 0

ভাল প্রস্তাব…কিন্তু আমি ১ নং এর সাতে একমত হতে পারতেছি না। আপনি কেনইবা অন্যের নামে টিউনকরবেন আর যদি টিউনকরেন তাহলে আপনাকে ব্যান করা তো দোষের কিছু দেখতে পাইতেছি না। তবে ২,৩,৪,৫ এর সথে এক মত।

    @Imran bd: দেখুন আমি জাস্ট উদাহরণ দিয়েছি , আমি করবো না কিন্তু অন্য কেও তো করতে পারে , ঠিক না ?

Level 0

সহমত

আমি অনেকের টিউনে দেখলাম কালো বর্ণের লেখার মাঝে অন্য কোন বর্ণের(যেমন লাল,সবুজ) একই সাইজের লেখা।এটা কিভাবে করা যায়?
আর পোষ্টে লেখার ফাকে ফাকে মাঝে মাঝে ছবি দেয়ার প্রয়োজন পড়ে,এটা আমি কিছুতেই করতে পারছি না,এটা কিভাবে করি?

    @Black Dragon: @Iron maiden: আপনার পোস্টের নিচে রয়েছে Tune Image.এখানে Browse এ ক্লিক করে upload করুন। ছবি আপলোড হলে স্ক্রল দিয়ে নিচে নেমে দেখুন use info post টাইপের একটা বাটন আছে। সেখানে ক্লিক করুন। ব্যস……

প্রথম প্রশ্নের উত্তর জানা নেই, তবে দ্বিতীয়টার জন্য প্রথমে ছবি আপলোড করুন, এরপর কপি পেস্ট করুন।

    @Black Dragon: oporer sobkota bisoy er opor ekmot; dragon vhai picture Kothay upload korbo ektu bujhay bol ben ki? R mobile diya ki tune kora possible with photo? Tx

    [email protected]

      @faisalsarkar: আপনার পোস্টের নিচে রয়েছে Tune Image.এখানে Browse এ ক্লিক করে upload করুন। ছবি আপলোড হলে স্ক্রল দিয়ে নিচে নেমে দেখুন use info post টাইপের একটা বাটন আছে। সেখানে ক্লিক করুন। ব্যস……

Nice tune. Ami apnar sathe fully agree

টেকটিউন্স নিশ্চয় এত টিউমেন্টারের আবেদন ফেলতে পারবেন না,আমার বিশ্বাস 😎

Level 0

প্রস্তাবে সহমত !

Level 0

ami o akmot manos byer sate

হ্যা, আমিও একমত। এডিট করার অপশনটি যোগ করা হোক। এটা বেশ বিরক্তিকর। টিটির এডমিনদের এদিকে দৃষ্টি দেয়া দরকার। ধন্যবাদ।