টেলিটক এর 3G প্রতারণার কাহিনী!

কয়েকদিন আগে কালেরকন্ঠ পত্রিকায় এবং টেকটিউন্সের এক টিউনার ভাইয়ের টিউন দেখে আমার একটি টেলিটক সিম 3G করার সিদ্ধান্ত নেই। এই বিজ্ঞাপনটিতে বলা হয় নির্দিষ্ট নাম্বারে sms করে ২৫০ টাকা রিচার্জ করলে 2G সিম ফ্রিতে 3G হয়ে যাবে এবং 1GB Data ফ্রি পাওয়া যাবে। যদিও তাঁদের ওয়েব সাইটে গিয়ে আমি এ বিষয়ে বিস্তারিত কিছুই জানতে পারিনি। তারপরও পত্রিকার বিজ্ঞাপনে ভরসা করে আমি আমার সিমটি 3G করার সিদ্ধান্ত নিই।

তাঁদের কথা মত sms পাঠিয়ে ২৫০ টাকা রিচার্জ করে ৩ দিন অপেক্ষার পর টেলিটক থেকে একটি sms আসে, যাতে বলা হয় আমি 1GB Data ফ্রি পেয়েছি। কিন্তু sms এর কোথাও একথা বলা নেই যে আমার সিমটি 3G হয়েছে। আর আমাকে যে 1GB Data ফ্রি দেয়া হয়েছে তাও 3G স্পিডের নয় 2G GPRS স্পিডের। যাতে আমি সর্বোচ্চ 5 kbps! ডাউনলোড স্পিড পেয়েছি, যা কিনা মান্ধাত্তার TNT এর ডায়ালআপ মডেমের স্পিডের চাইতেও কম।

অনেক টিউনার ভাই বলছেন, যে সিমের হার্ডওয়্যার 2G (64K) সেটা সিম রিপ্লেস না করা পর্যন্ত কিভাবে 3G (128K) হবে? তাই এটা গ্রাহকদের সাথে তাঁদের প্রতারণা নয় কি?

আমার ক্ষতি এটুকুই। কিন্তু টেকটিউন্সের অনেক টিউনার ভাই জানিয়েছেন যে, sms করার পরে তাঁদের সিম থেকে নাকি ২৫০ টাকাই উধাউ হয়ে গিয়েছে। তাঁরা টেলিটকের কাস্টমার কেয়ারে ফোন করেও টাকা ফেরত কিংবা কোন সদুত্তর পাননি বরং তাঁদের সাথে নাকি দুর্ব্যবহার করা হয়েছে।

তাই টেলিটক কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্নঃ আপনারা "আমাদের ফোন" স্লোগান দিয়ে আমাদের সাথে আর কত প্রতারণা করবেন?

টেলিটক = ঠেলিটক, ব্যবহারে খাবেন ঠক।

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Shob Chor.. Oder kotha boilla kono lav nai

Level 0

Bhai Info Tar Jonno Thanks, Karon Ami Nijeo Caiselam Je 2G Theke 3G Te Convert Korbo Bapre Bap Valo To Kore Nai, Aai Betara 1st Thekei Cor Batpar, Jader MD Nejei Naki Taka Poisa Core Kore Sai Co. R Koto Valo Colbe,

    Level 0

    @shonzim: ঠিক বলেছেন। 🙂

      Level 0

      @tunebd: @SamuraixBD: vai ami sofol hoisi but apni keno honni ta bujte partesina…amar mone hoy apnar jana o bujhar majhe kothao vul ase….

    @shonzim: ekhane vul info deace…ei offer chalu hoar por jara chalu korece tader taka kateni.but er biggapon oneke valo moto na pore 14tarikh er age migrate koray taka ketece.offer chalu hoece 14april theke

ভাই আমি গত মাসে 3G তে মাইগ্রেশন করেছিলাম। আমার তো সাথে সাথেই sms চলে এসেছে। কিন্তু তখন শর্ত ছিল ২৫০ টাকা কেটে নেবে। 3G তে মাইগ্রেশন হওয়ার পর সিম এর নেটওয়ার্ক সেটিং এ Manually search এ 3G সিলেক্ট করেছি এবং হয়ে গেছে। 2G(64k) থেকে 3G(128k) করার প্রয়োজন হয় নি। আমি অবত শ্য Customer Care এ গিয়ে আগেই নিশ্চিত হয়ে নিয়েছিলাম।

    Level 0

    @বিমল: শুনে খুশী হলাম। আপনি কি 3G এর সব সুবিধা পাচ্ছেন, যেমন হাই স্পিড নেট ব্রাউজিং কিংবা ভিডিও কলিং? জানতে পারলে ভালো হতো।

      @SamuraixBD: হ্যা। ফার্মগেট থেকে আমি ডাউনলোড ২০-৬০ কেবি পাই। ভিডিও কল করা যায়।

আমি গত ১৪/০৪/২০১৩ সন্ধায় SMS করেছি, আমাকে ১5/০৪/২০১৩ দুপুরে ৩জিতে মাইগ্রেট করে দিয়েছে। কোন টাকা কাটে নাই এবং বোনস হিসাবে ১জিবি ডাটা, ১০০ টা এম এম এস এবং ৩০০০ সে. ভিডিও কল পেয়েছি। এখন পর্যন্ত কোন সমস্য হয় নাই। আমি তাদের নিয়ম পুরাপুরি ফলো করেছিলাম।
তাদের লিং: https://www.facebook.com/photo.php?fbid=596999463646303&set=a.197396670273253.49778.185118828167704&type=1&theater

আপনি বলেছেনঃ এই বিজ্ঞাপনটিতে বলা হয় নির্দিষ্ট নাম্বারে sms করে ২৫০ টাকা রিচার্জ করলে 2G সিম ফ্রিতে 3G হয়ে যাবে এবং 1GB Data ফ্রি পাওয়া যাবে।

এইখানে একটু ভুল আছে। এসএমএস করে রিচার্জ নয়, রিচার্জ করে এসএমএস পাঠাতে হবে। জানিনা আপনি কোনটা করেছেন, তবে আমি আমার মত সফল হয়েছি 🙂

ফ্রি ১জিবি ডাটা ১২৮কেবিপিএস এ পাওয়া যাবে। ৩জি ব্যবহার করতে হলে সিমকে ১২৮কে করা দরকার নাই। ৬৪কে দিয়েই ৩জি ব্যবহার করা যায়। আমি ৩জি করেছহিলাম। প্রায় সব সময় ২৫৬কেবিপিএস এর বেশি পাওয়া যেত। এখনও পাচ্ছি। ভিডিও কল ও করা যায়।

Mobile er settings e giye 3G enable korte hobe.

Level New

কেও কি গ্রামীণ এর huawei e1550 usb modem এ 3G use করছেন??

আমি গত ৩ মাস ধরে ৩জি ব্যবহার করছি। সার্ভিস বেশ ভালই

Level 0

amar 3 ta sim e successfully 3g hoyeche.

আমি গ্রামীণ এর huawe মডেম এ টেলিটক সিম ব্যবহার করতে পাচ্ছি না No service দেখাচ্ছে কেউ কি সাহায্য করবেন? প্লিজ

vaiben na abr ami teletalk er dalal.taka katar bepar tao faltu and 2g sim 3g te migrate korle net e speed paua jay na etao faltu…jara post korece j taka ketece tara ei offer somporke details na jenei paknami kore dhora kheyece…teletalk bolei deace j 14tarikh theke ei offer chalu.but tara sobai 14tarikh er page migrate korar jonno sms pathanote tader taka ketece..ekhane teletalk er dosh ki apniii bolen…r speed er bepartar jonno age kheal korun j apni modem othoba mobile jatei use koren ta 3g network e connect hoece naki 2g te.karon amio migrate koreci and download speed 130+ thake

Level 0

VAi ami tt er 2g theke 3g korsi.speed is not less than 65kbps.and 250 takao kate nai.tarupor amar friend ra jara migrate korse tara offer suru hobar age migrate korse 250 taka kete niye gese but speed is very goog and migrate o hoise.r 3g speed use korte hole 3g supported mobile dorkar.mobile jodi 3g supported na hoy tobe 2g speed paben.

ami video call korte parchi. but net speed slow !!!

***3g সাপোর্ট করে এমন হ্যান্ডসেট ব্যবহার করুন।
***আপনার এলাকায় 3g নেটওয়ার্ক থাকলেও আপনার বাড়ীতে/আপনি ঠিক যে জায়গায় থাকেন সেখানে 3g নেটওয়ার্ক আছে কিনা লক্ষ করুন।
*** ঢাকাতে প্রায় সবখানেই ৩জি নেটওয়ার্ক আছে।

আমি নিজে Teletalk 3G ব্যবহার করি।
256 kbps- unlmtd- 1207.5 টাকা (ভ্যাট সহ)
স্পীড ভাল পাই, গত মাসে ৪০গিগার উপরে ব্যবহার করেছি।
এখন ২য় মাস চালাচ্ছি।
২৫৬ এর জায়গায় avg 300+ speed পাই।

যারা ঢাকাতে নেট নিবেন তারা আবার আমার কথায় টেলিটক নিয়েন না। আগে আপনার বাসায় নেটওয়ার্ক আছে কিনা লক্ষ করুন।
আমি gp modem use করি।

    @গাং চিল: 256 er line e download speed koto pan? ami 128er ta neq cilam.oitay download speed 60+thakto.but 10gb use korar por line disconnect kore dey.er por koek din por abr dea cilo.but tokhon 1gb use korar por disconnect kore dey

    Level 0

    @গাং চিল: GP মডেম এ টেলিটক 3G ইন্টারনেট ব্যাবহার করার জন্য কিভাবে Profile Setting করব ? প্লিজ একটু জানান……………………।

amito gp modem a pc te valo speed pai.

vai amar 2ta sim 3g koresi but amar kono problem hoy nai abong speed sudhu valona onek valo .ami 512 kb spped er packege nia 1mb speed pai download speed average 60 kbps paitesi.

Level New

আমি অবশ্য ৩/৪ মাস আগে আমার ২জি টেলিটক সিমে ২০০ টাকা রিচারজ করে ফ্রী তে সিম ৩জি করেছিলাম। ২০০ টাকা ২০০ ওই ছিল সাথে ৩জি হওয়ার মেসেজ + ১ জিবি ডাটা পাইছিলাম। কোন টাকা খরচ হয় নি আমার। মোবাইল + কম্পিউটার এ চালিয়ে দেখেছিলাম ফুল ৩জি স্পীদ ও পাইছিলাম। কিন্তু সেই সিমটা এখন আমাকে শুধু ইনসার্ট সিম দেখায়। কোন মোবাইল এ সিম আর ওপেন হয় না। শুধু ইন্সারট সিম দেখায়। নতুন কিন্তু আমার সিমটা। ওই ২০০ টাকাও সিম টাতে আছে। বুজতেছি টেলিটক এটা কোন ধরনের ভণ্ডামি করল আমার সাথে।

Level 0

Vai amar model GP-CE0980 eta diye ki 3G chalano jabe.amar EDGE lekha ase

wrong info!!!!

Level 0

টেলিটক এর 3G ১ নামবার ,বাটপার,সিটার, আমার 3G মডেম 512 কচছপ গতিতে চলে বার বার Disconnect হয়।

    @Hasan 007: আমারও তাই, কতক্ষন থাকে আবার চলে যায়। চলে কচ্ছপ গতি।

Level 0

GP মডেম এ টেলিটক 3G ইন্টারনেট ব্যাবহার করার জন্য কিভাবে Profile Setting করব ? প্লিজ একটু জানান……………………।

কাস্টমার কেয়ার ছাড়া কোন জায়গা থেকে সিম 3G করা বা কেনা উচিত না! আমি কয়দিন আগে টেলিটক 3G সিম কিনলাম সাথে আরেকটা সিম ফ্রি দিছে! ২টাতেই 1GB করে ডাটা ফ্রি পেলাম। মোবাইলে ৭০ কেবিপিএস স্পীড পাই আর পিসি তে টেদারিং করলে ২০০কেবিপিএস পর্যন্ত স্পীড পাই! পত্রিকার জিনিসটার কথা কইলেই তো হইল না! বিজ্ঞাপন তো টেলিটক না কইরা আপনে আমি ও করতে পারি! আপনার সময় চোর ছিল নাকি জানি না তবে এখন টেলিটক ডাকাইত হইয়া গেছে!

আপনি কোন শহরে আছেন? থ্রি-জি শুধু ঢাকা শহরে কাজ করে। ঢাকায়তো ঠিকই কাজ করছে। আপনার ভাল মত জেনে শুনে থ্রিজির আশা করা উচিত ছিল

ভাই আমি করেছি। প্রায় ২২ ঘন্টা পর অ্যাক্টিভ হয়েছে। Speed 50KBps এর উপর থাকে।

ami je 3g te convert korlam 250 taka die …
kono takai kate ni …
just recharge korci hoe gec …
ar 3g seto osadaron …
apni na janle arokom bolben

এদের এহেন আচরণ দেখে বুঝা যায় এরা চাকরি করে টেলিটকে কিন্তু টেলিটকে ডুবানোর জন্য সকল মোবাইল কোম্পানীর কাছ থেকে বেতন পায়।