পেবক্স পাগলদের বলছি– “টিউনটি দেখে যান”

paybox.me, সাইটটার নাম নিশ্চই শুনেছেন। তারা নাকি পেপাল এবং অ্যামাজনের মতন সাইট। রেজিষ্ট্রার করলেই আপনার একাউন্টে জমা হবে ২৫ ডলার, প্রতিদিন ভিজিট করলেই জমা হবে ২০ ডলার করে(যদিও আমার ক্ষেত্রে এটা ৪০ ডলার) এবং প্রতি রেফারেলে জমা হবে ১০ ডলার করে। আহ! কাড়ি কাড়ি টাকা আয় করার সুবর্ন সুযোগ। শুনতে ভালই লাগে। কিন্তু সত্যিই এটা সম্ভব?

নিজের বিবেক বুদ্ধি কাজে লাগান। এখন পর্যন্ত প্রায় ১০৫০০০ ইউজার পেবক্সে রেজিষ্ট্রার করেছে(পাশের গ্রাফ অনুসারে বর্তমানে তাই হওয়ার কথা। এটি অক্টোবরের পর আর আপডেট হয়নি।)। গড়ে সবার একাউন্টেই ৩০০  ডলারের মত থাকার কথা। চিন্তা করুনতো এতজনকে এত এত টাকা দিতে গেলে কোম্পানির প্রায় ৩,১৫,০০,০০০ ডলার খরচ হবে। মানে ২,২০,৫০,০০,০০০ টাকা। যত দিন যাবে এই টাকার অঙ্ক ততই বাড়বে। কি মনে করেন এত এত টাকা খরচ করার পর কোন কোম্পানির আর ব্যাবসা করার মত অবস্থা থাকবে?

ধরলাম কোম্পানির কাছে টাকার গাছ আছে। আর সেই গাছ থেকে টাকা পেড়ে তা সবাইকে বিলি করবে। কিন্তু কেন? বিজ্ঞাপনের এত এত সুলভ ব্যাবস্থা থাকতে কোম্পানি শুধুমাত্র প্রচারের জন্য আপনাকে এত টাকা দেবে কেন?  সেটাকি আপনার মামার কোম্পানি?


আচ্ছা ঠিক আছে পেবক্স আপনার মামারই কোম্পানি ধরলাম। তার আপনার জন্য অনেক দরদ। তারা আপনাকে বড়লোক বানাবার জন্য নিজে নিঃষ্য হতেও রাজি। না-না নিঃষ্য হবে কেন, তাদের পুজি টিকিয়ে রেখে তবেইনা আপনার মামা আপনাকে বড়লোক করবেন। আপনার মামারকাছে ব্যাবসা করার অনেক পুজি আছে এবং তিনি মনে করেন এভাবে টাকা বিলি করলে বিজ্ঞাপনের থেকে তাড়াতাড়ি প্রচার হবে এবং বক্স অপেন হওয়ার পর জম্পেস ব্যাবসা করবে। তাহলে তারা তাদের সাইটে গুগলের অ্যাডসেন্স দিবে কেন? এত টাকা আয় করার সুযোগ থাকতে এই দু চার টাকার জন্য কেউ সাইটের সৌন্দর্য নষ্ট করে?

এখনও মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন। এটা ভালভাবে বুঝে নিন ঐটা আপনার মামার সাইট না। তাদের উদ্দেশ্য কি জানেন? তারা আপনার ইমেইল অ্যাড্রেস ফিসারদের কাছে বিক্রি করবে। বিশ্বাস না হলে একটি নতুন ইমেইল একাউন্ট খুলে সেটা দিয়ে পেবক্সে রেজিষ্ট্রার করুন। ইমেইল অ্যাড্রেসটি আর কোথাও দিবেন না। দেখবেন এতে স্পামে ভরে গেছে। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে পেবক্সে রেজিষ্ট্রার করেছেন তাতেকি অনেক স্প্যাম আসছেনা? ইমেইল অ্যাড্রেস বিক্রিতে অনেক টাকা। সাথে

গুগল অ্যাডসেন্সের কিছু টাকাও পেল। তাদের উদ্দেশ্য ব্যাবসা করা বা কোন ধরনের পেমেন্ট সাইট খোলা নয়।

কিছুদিন আগে ঠিক এরকমই একটা সাইট বেরিয়েছিল নাম গ্রীনজ্যাপ। তারা ঠিক একই পদ্ধতিতে লোক ঠকায়। কিন্তু শেষমেস দেখা যায় সেই জমানো টাকা আর আসল টাকা হয়নি। ধারনা করা হচ্ছে এরাও সেই গ্রীণজ্যাপের। সাইটে কোন ঠিকানা দেয়া আছেকি পেবক্সের অফিসের? হুইজ চেক করেও ঠিকানা বের করার উপায় নেই। হুইজ প্রাইভেসি প্রোটাক্টেড। এটা আসলে গ্রীণজ্যাপেরই নিখুত সংস্করন।

তারা paybox.me ডোমেইনটি ব্যবাহার করছে। paybox.com ডোমেইনটি একটি জার্মান কোম্পানির। paybox.com প্রতিষ্ঠিত এবং সৎ। paybox.me ডোমেইনটি নেয়ার উদ্দেশ্য হতে পারে সেই কোম্পানির সুনাম নিজের কাজে লাগানো। কারন মানুষ যখনি সন্দেহ করবে এবং paybox লিখে গুগলে সার্চ করবে তখন ভাল ভাল কথা পাবে paybox.com সম্পর্কে আর তাতে নাম হবে paybox.me -এর।

logo paybox.me logo paybox.com

লক্ষ করে দেখুন দুটো লোগই প্রায় একই রকম কিন্তু paybox.me-এর সাথে paybox.com-এর কোন সম্পর্ক নেই।

তবে আপনি যদি আকাশ-কুসুম কল্পনা করতে ভালবাসেন এবং সময় কাটানোর একটি ভাল মাধ্যম চান তাহলে পেবক্সই আপনার জন্য সেরা। আরও সময় কাটান পেবক্সে তাতে আমার কোন ক্ষতি নেই। কিন্তু কেন এই মিথ্যা আশা নিয়ে পড়ে থাকবেন? কেন নিজের ইমেইল অ্যাড্রেস স্পামারদের কাছে বিক্রি হতে দিবেন? আর কেনইবা অন্যকে নিজের সময় নষ্ট করতে উৎসাহ দিবেন? আপনার সময়ের মূল্য অনেক বেশি। অন্তত এই নকল টাকার থেকে বেশি।  আসলে মানুষ নিজের ভাল বুঝেনা।এই টিউনের মত করেই মন্তব্য করেছিলাম "অনলাইনে আয় করুন হাজার হাজার ডলার" :p নামের একটা টিউনে। কিন্তু টিউনার মহাশয় বুঝতে রাজি নয়, তিনি মন্তব্য মুছে দিলেন। আমি এমনটাই আশা করেছিলাম তাই মন্তব্যটি কপি করে রেখেছিলাম এবং টিউনে সেটারই একটু সম্পাদিত এবং বিস্তারিত রুপ প্রকাশ করলাম। টেকটিউনসে এর আগে আমার মন্তব্য কেউ মুছে ফেলেনি :'( ।

যাহোক আমি এই টিউন দিয়ে প্রথম পাতার সৌন্দর্য নষ্ট করতে চাইনি। চাইনি কোন ভাল টিউন দ্বিতীয় পাতায় চলে যাক (ডায়লগটার ফাউন্ডারকে ধন্যবাদ)। কিন্তু টিউনটি পড়লে হয়ত দু-এক জন পেবক্স পাগলের সুবুদ্ধির উদয় হবে। আর এই উসিলায় আমিও দু-এক গ্রাম সোয়াব পেয়ে যাব। তাই ভাল টিউন দ্বিতীয় পাতায় চলে যাওয়ার বিষয়টা কম্প্রোমাইজ করতে হল। আমিও অনেক সময় নষ্ট করলাম পেবক্সের উপর রিসার্চ করতে এবার যাই।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে ।

    আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনার পরিচিত জনকে বুঝাবেন।

    Level 0

    thanks a lot for seeing right path.

    Level 0

    thanks a lot for right sugessation.

ঠিক বলছেন ভাই …।

আদনান ভাই ধন্যবাদ আপনাকে। এবার যদি পেবাক্স পাগলাদের একটু সুমতি হয়।

Level 0

হক কথা কইছেন ভাই

net e free maney Ghapla !

ধন্যবাদ আপনাকে ।

আরে ভাই এইরকমই একটা তথ্য খুজছিলাম। অনেক ধন্যবাদ। এরকম একটি তথ্য অনেক গবেশনার পর আমাদের কাছে এত সুন্দর করে প্রকাশ করার জন্য।
এবার ঠকবাজ টিউনারদের পেবক্স.মি নিয়ে টিউন করা বন্ধ হবে।

    সাইফুল ভাই ধন্যবাদ মন্তব্যের জন্য। কিন্তু ঠকবাজ টিউনারদের টিউন সত্যিই বন্ধ হবে কিনা যানিনা। হলেই ভাল।

ধন্যবাদ

unipay2u এটা কি ভুয়া না ভাল? কেউ জানলে জানান।

সওয়াব পাইলেন…

যাক অবশেষে আসল তথ্য পাওয়া গেল। অনেক অনেক ধন্যবাদ এত তথ্যসমৃদ্ধ টিউন করার জন্য ।

Level New

ageei jantam…………………..oi website er T/C te lekhai ase je…u cannot withdraw ur amount :P:P

আপনার কাছে একটা ভাল সফট আছে কিন্তু শেয়ার করলেন না, আপত্তি নেই, অভিযোগো নেই কিন্তু কোথায় ধরা খেলেন কিন্তু আমাদের সাবধান করলেন না তাহলে মামা আমাদের ঠকালে।
>>>ক্ষতির হাত থেকে বাচাঁনই সবচেয়ে বড় উপকার।<<<
ধন্যবাদ খুব ভাল একটা কাজ করেছেন।
এটাই ফোরাম থেকে পরম পাওয়া।

    ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। তবে আমি ধরা খাইনি। প্রথম প্রথম একটু আধটু বিশ্বাস করেছিলাম ঠিক কিন্তু সাইন আপ করার আগে মনে হল দাল মে কুচ কালা হ্যায়। আমি গুগল অ্যাপসের ইমেইল ইউজ করি এবং সকল আননোন একাউন্টে আসা মেইল একটি একাউন্টে ফরয়ার্ড করে দেই এবং তাতেই আমার সকল স্প্যাম সংগ্রহ হয়। কিভাবে জানেন? ধরেন পেবক্সে রেজিষ্ট্রার করলাম তাহলে ইমেইল অ্যাড্রেসটা দেই এরকম [email protected] । এবার এই অ্যাড্রেসে মেইল এলে বুঝাই গেল কারা আপনার মেইল বিক্রি করে 😉 । এ পদ্ধতি সবাই ব্যবহার করতে পারেন। নতুন সাইট এক্সপেরিমেন্টের জন্য ভাল।

sundor tune…….asa kori sobay bujte parbe asole paybox maal ta ki…..?

Level 0

ভাই এত দেরি করলেন কেন ভাই , আমি আর আগেই বাদ দিতে চাইছিলাম ।

খুব সুন্দর ভাবে বিষয়টা উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার কথা গুলু যুক্তিযুক্ত বলেই আমার মনে হয়,
তাই আপনার কথা গুলুর পুর্ন সমর্থন থাকল আমার পক্ষ থেকে।

Level 0

আমার ধারনা ছিলনা যে কোন টেকি এ রকম ভাবে বিপদগামী করতে পারে ।ভাই আপনাকে ধন্যবাদ এ বিষয়ে সচেতন করার জন্য।

    হুম। এসব থেকে যত দূরে থাকা যায় তত ভাল।

    Level 0

    এ ভাই জাদু আছে না , paybox.me এর জাদু

bai ami accont khola palsi :'( akon ki korbo? solution dan……. ar email bikkri korla odar ki luv?? bojaidan….ami to morkko sokko manus 🙁

    একাউন্ট যখন খুলেই ফেলেছেন তখন আর কি করবেন। এখন আর paybox-এ অযথা সময় নষ্ট করবেন না। আপনার ইমেইল অ্যাড্রেস সম্ভবত কয়েকবার স্প্যামারদের কাছে বিক্রি হয়ে গেছে। ইমেইল বিক্রি করলে অদের লাভ হল কিছু টাকা পাবে। তাদের সবগুলো ইউজারের (এখন পর্যন্ত প্রায় ১০৫০০০ জন) ইমেইল অ্যাড্রেস এবং প্রায় সবগুলো অ্যাক্টিভ। এভবে প্রতি ইমেইল অ্যাড্রেসে ১-৫ টাকা করে(আমি শিওর না) পাবে। শুধু একবার নয় বারবার এভাবে একই ইমেইল অ্যাড্রেস বিক্রি হবে। এটাই তাদের লাভ এভাবে তারা লাখ লাখ টাকা পাবে।

    স্প্যামাররা সেই ইমেইল অ্যাড্রেস paybox ওয়ালাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে আপনাকে ইমেইল পাঠাবে। কখনও সে হবে কোন বাবা-মা মারা যাওয়া মেয়ে যার বাবা কয়েক মিলিওন ডলার রেখে গেছেন এবং সেই টাকা তুলতে তার একজন ফরেন পার্টনারের দরকার। আর কখনও কোন ব্যাংকের কর্মকর্তা যার কোন ক্লাইন্ট নেক্সট অফ কিন না রেখেই প্লেন ক্রাসে মারা গেছেন এবং আপনি সম্মত হলে তিনি ব্যাংকের কাছে আপনাকে নেক্সট অফ কিন হিসাবে উপস্থাপন করবেন এবং সর্বশেষে সেই টাকা দুজনে ভাগাভাগি করে নিবেন। আরও একপার্টি থাকবে লটারির যারা বলবে আপনার ইমেইল অ্যাড্রেস মিলিওন/বিলিওন ডলার জিতেছে। এভাবে সবাই কয়েকদিন আপনার সাথে ইমেইলে যোগাযোগ চালিয়ে যাবে। শেষমেষ বলবে প্রোসেসিং-এর জন্য কিছু টাকা দরকার যার মূল্যমান হবে বাংলাদেশের কয়েকলাখ টাকা। আপনি বিশ্বাস করে দিবেন আর সেটাই তাদের আয়। আরও কয়েকধরনের মেইল অবশ্য আসবে তবে এই তিন ধরনেরই বেশি।

    Level 0

    আপনি এক কাজ করতে পারেন যে ID থেকে ই মেইল আসে সেই আই ডি টা ব্লক করে দিন

    @সপনঃ কয়টা আইডি ব্লক করবেন?

আদনান ভাই ধন্যবাদ, পে-বক্স থেকে একাউন্ট ডিলিটের কোন উপায় নাই। 🙁

    নাহ নেই। আর থাকলেও লাভ নেই। কারন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস সংগ্রহ, যা তারা ইতিমদ্ধে করে ফেলেছে।

Paybox is a cheater…………I hate this

Level 0

“অনলাইনে আয় করুন হাজার হাজার ডলার” lakhar prokashokh k bojano uchit

    জ্বী, আমি চেষ্টা করেছিলাম। কিন্তু সফল হতে পারলাম না।

ভাই ধন্যবাদ আপনাকে এই জন্য আমি অনলাইনে টাকা আয়কে বিশ্বাস করি না।

আমার মনে হয় সাইটটি এক নম্বর ভন্ড। ইন্টারনেটে এরকম অনেক ভন্ড সাইট আছে। সবাই এ ধরনের সাইট থেকে নিরাপদ দুরুত্ব বজায় রাখুন। আর আদনান ভাইকে ধন্যবাদ এই ধরনের টিউন করার জন্য।