আর চাই না ফ্রী ইন্টারনেট (২)!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আসসালামুয়ালাইকুম

কেমন আছেন আমার প্রিয় টেক টিউনের বন্ধুরা। আশা করি ভাল আছেন।

আর চাইনা ফ্রী ইন্টারনেট বিষয়ক আমার প্রথম পোষ্ট এ আপনারা ব্যপক সারা দিয়েছেন। সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি আমার টিউনে আপনাদের কাছে মূল্যবান মন্তব্য চেয়েছিলাম। আপনারা অনেকেই অনেক মন্তব্য করেছেন।

[যারা প্রথম পোষ্ট পড়তে পারেন নি তাদের জন্যঃ আর চাই না ফ্রী ইন্টারনেট!!!!!!!]

যেমনঃ

  • কেউ বলেছেন অপারেটর দের টাওয়ার ভেঙ্গে দিতে।
  • কেউ বলেছেন রাস্তায় নেমে আন্দোলন করতে।
  • কেউ বলেছেন কেউ বলেছেন আন্দোলন করে লাভ নেই।
  • আবার কেউ বলেছেন কিছুই করবেন না।

এখন কথা হল আমরা যদি কেউ কিছু না বলে শুধু চুপ করে বসে থাকি তাহলে, ক্ষতি অপারেটরদের নয় বরং আমাদেরই ক্ষতি হবে। আমি যতটুকু বুঝি সেটা হল আন্দোলন করতে হবে তা চালিয়ে যেতে হবে। মূল বিষয়টা এখন কিভাবে আন্দোলন করব। আমি যেটা মনে করি আন্দোলন সফল করতে হলে প্রথমেই যে বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে সেটা হল আন্দোলনের ভাষা। যদি আন্দোলনের ভাষাটা সঠিক হয় তাহলে, সম্পূর্ন না হলেও আংশিক ভাবে সফলতা লাভ করা যায়।

আমার প্রথম টিউনে মন্তব্যে ভাইয়েরা যেভাবে আন্দোলন করতে বলেছে তাতে করে আমরা কখনোই জয় লাভ করতে পারব না। আমরা ইন্টারনেটের প্যাকেজের মূল্য হ্রাসের জন্য একটু অন্য রকমের আন্দোলন করব, সেটা হবে অনেকটা মনস্তাতিক লড়াই।

আপনাদের নিশ্চই ২০০৬ সালের “লাগি রাহ মুন্না ভাই” নামক ছবির কথা মনে আছে। সেখানে ছবির খল-নায়ক যখন একটা বাসা অবৈধ ভাবে দখল করে নেয় তখন। মুন্না ভাই মারা মারি না করে Get well soon………… লিখে একটা চিরকুট খল-নায়কের কাছে পাঠাত।

আমাদের কেও সেই কৌশল অবলম্বন করতে হবে। আমার মতামত হল আমরা আমাদের কাছা কাছি যত অপারেটর দের কাষ্টমার কেয়ার আছে তাতে একটি করে চিঠি পাঠাই। আরো সহজ উপায় হল মোটা মোটি সকল আপারেটরদের বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট যেমনঃ ফেইস বুক, টুইটার এগুলোতে বিভিন্ন পেইজ আছে তাছাড়াও আছে তাদের ব্লগ সাইট। আমরা সেই সব জায়গায় আমাদের অধিকার নিয়ে প্রতিনিয়ত কথা বলে যাব এতে করে আশা করি কিছুটা হলেও তাদের টনক নড়বে।

আমি এটা চিঠির নমুনা লিখে দিলামঃ

প্রিয় আপারেট (------আপারেটরের নাম-------)

আমি আপনাদের একজন নিয়মিত গ্রাহক। আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের মত ইন্টারনেটও একটা প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের বর্তমান জীবনে ইন্টারনেট ছাড়া একদিন প্রায় কল্পনাই করা যায় না।

কিন্তু সমস্যা হল আপনাদের ইন্টারনেট প্যাকেজের মূল্য। বর্তমানে আপনারা ইন্টারনেটের মূল্য যেভাবে নির্ধারন করেছেন। সেই ভাবে আমাদের অনেকের পক্ষে তা কিনে ব্যবহার করা সম্ভব নয়। বিশেষ করে যারা ছাত্র সমাজ তাদের পক্ষে আপনাদের মাসিক প্যাকেজ গুলো ব্যবহার করা প্রায় অসম্ভব। আমাদের কে মোবাইল ও কম্পিউটারের জন্য আলাদা করে দুটি প্যাকেজও ব্যবহার করা অনেক কষ্টসাধ্য ব্যপার।

তাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে ১০০ টাকার মধ্যে ১ জিবি ডাটা, ৩০০-৩৫০ টাকার মধ্যে সর্বোনিম্ন ২৫৬ কেবিপিএস স্পীডের আনলিমিটেড ডাটা প্রদান ও স্বাভাবিক নেটওয়্যার্ককের পাশাপাশি ওয়াই-ফাই নেটওয়্যার্ক বিস্তৃত করার জন্য।

অনুরোধ ক্রমে

আপনাদের একজন গ্রাহক।

আমার ধারনা এভাবে প্রতিনিয়ত যদি আমরা সবাই মিলে আন্দোলন করতে থাকি তাহলে, অব্যশই আমরা সফলতা লাভ করবই।

যদি কারো মাথায় এর চেয়ে ভাল ধারনা এসে থাকে তাহলে জানাতের ভুলবেন না।

আজ এ পর্যন্তই

সবাই ভাল থাকবেন

আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Tik bolechen.

Level 0

ভাই আপনার কি মনে হয় এই চিঠি দিয়ে কোন কাজ হবে?

    @towfiq.eee: ভাই চেষ্টা করতে তো কোন দোষ নাই।
    তাছাড়া প্রতিনিত আমাদের প্রচেষ্টা চালাতে থাকলে কোন না কোন অপারেটর আমাদের মতামতের কাছাকাছি কিছু একটা সুবিধা দিবে। আর যদি একজন সুবিধা দিয়ে ফেলে বাকীরা টিকে থাকার জন্য নিজের মূল্যও কমাতে বাধ্য হবে।

সবাই কি রাজি হবে ? ধরেন আমি রাজি ! অন্যরা ?

    @রাকিব হাসান: আপনার যদি আমার আইডিয়া ভাল লেগে থাকে তাহলে আজ থেকেই কাজে নেমে পড়েন। আমিত অপারেটরদের ফেইবুক পেইজ, ব্লগ সাইটে লিখছি। কেউ কিছু করবে না বলে আমিও কিছু করব না এমন তো হয় না। তাই একজন একজন করে শুরু করি একদিন আমাদের দলে অনেক লোক হবে ইনসাআল্লাহ।

Level 0

এসব করে কিছুই হবে না ।।

সব কিছু মুভির মত নয় …

    @kyeasin: যুদ্ধু শুরু করার আগেই পরাজয় মেনে নেয়া কাপুরুষের কাজ।
    ভাগ্য ভাল যদি একাত্তোরে আমাদের মত সাহসী আর হতাশ লোকজন থাকত তাহলে বোধ হয় এখনো আমরা স্বাধীনতা কি জিনিস দেখতে পারতাম না।
    রক্ত দেয়া তো দূরের কথা সাহস করে আমরা আমাদের নিজেদের অধিকারও চাইতে পারিনা। তাই মাঝে মাঝে নিজের প্রতি নিজেরই ঘেন্না হয়।

এই চিঠিতে কাজ হোক বা না হোক মোঃ মমিনুল ইসলাম খানের একটা টিউনের সংখ্যা তো বাড়ল, এটাই বা কম কি। গ্রাহক সংখ্যা না বাড়লে রেট কমবে কিনা আমার জানা নেই।

    @writerbuddha: ভাই আপনার কথা শুনে মনে হয় আপনিও কোন না কোন অপারেটরের (beep) ।
    আর ভাই গ্রাহক সংখ্যা বাড়ার বেপারটা একদমই বুঝলাম না। ১৬কোটি জনগণের দেশে তো আর ১০০কোটি গ্রাহক পাওয়া যায় না। বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১১,৪৮,৮০০০ প্রায় আর সব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যাও ২-৩ কোটির কম হবে না।
    তাহলে একটু কষ্ট করে বলুন তো আর গ্রাহক বাড়াবেন কি করে। তাইলে বাইরের দেশে ইন্টারনেট রপ্তানী না করে মানুষ আমদানী করে ইন্টারনেটের বিল কমাতে হবে নাকি।

    @writerbuddha: আরেকটা গুরোত্ব পূর্ণ্য কথা আমি টিউন সংখ্যা বাড়ানোর জন্য টিউন করি এটা আপনার একটি ভুল ধারনা। টেক টিউন হল প্রযুক্তি প্রমী ও নেটিজেনদের মুক্ত আলাপ করার জায়গা। আমার এ কথা গুলো আমার কাছে মনে হয় টেক টিউন থেকে ভাল কোন জায়াগা আছে বলে জানা নাই।

proyojone rastay nambo in sha allah

    @zaheer mahmud: আপাতত রাস্তায় নামার দরকার নাই। অপারেটরদের মূল্যা হ্রাসের ব্যাপারে জানাতে জানাতে তাদের ঘুম হারম করে দেন।

rasstay nama sara upay nai ! Letter lika mona hoy na kam hoba !

    @Ashikur Rahman Tomal: চলেন ভাই আগে লেটার লিখে আর ব্লগ লিখে শুরু করি। কাজ না হইলে তো রাস্তায় নামার উপায় রয়েই গেল।

তাদের ইমেইল এড্রেস খুজে বের করে ইমেইল পাঠাতে হবে।

    @মোঃ আল-আমিন: ই-মেইল প্রয়োজন নাই প্রত্যেকের ফেইসবুক পেইজে গিয়া লেখালেখি শুরু করেন। আমি এর মধ্যে লেখা শুরু করছি।

@ মোঃ মমিনুল ইসলাম খান –
১) আমি কোন অপারেটর নই।
২) ২ আর ৩ কোটি মধ্যে অনেক তফাৎ
৩) ১৬ কোটির মধ্যে ২/৩ কোটি অনেক কম
8) গ্রাহকদের মধ্যে প্রকৃত গ্রাহক কম সেটা টেকটিউন্সের কমেন্টগুলো দেখেই বোঝা যায়।
৫) কোম্পানিগুলো রেট নিজেদের স্বার্থেই ধীরে ধীরে কমাবে।
৬) আপনার পদ্ধতিতে কাজ হবে না কারণ এনজিও আর কোম্পানির মধ্যে তফাৎ আপনার জানা নেই।

    @writerbuddha:
    ভাই এতো ভুল ধরা ভাল না। আপনি সাথে থাকলে বলবেন আছি না থাকলে নাই।
    পোস্ট বাড়ানো , এই সেই, এগুলো কেমন মন্তব্য? ভাই তার পোস্ট বাড়লে তার কি কোন লাভ আছে?
    আবার , ১৬ কোটির মধ্যে ২/৩ কোটি অনেক কম……।।
    আপনার কথায় মনে হয়, আমাদের দেশে একটি প্রধান মন্ত্রী না, ৫০-৬০ হওয়া উচিৎ।কারণ ১৬ কোটির মধ্যে ১ জন?

    যাহোক কিছু মনে করবেন না ভাই।
    আমি কিন্তু মমিনুল ভাই এর কথায় সিদ্ধান্ত নিয়ে ছিলাম। কিছু কিছু প্রযুক্তি প্রেমিদের মন্তব্যে আমার খারাপ লাগলো । তাই যারা মন্তব্য করবেন দয়া করে পজিটিব মন্তব্য করবেন।
    এখানে আরেকটা কথা বলছি। আমার লেখাই অনেক ভুল থাকতে পারে এর জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

      @Rihdoy Islam: ধন্যবাদ আপনাকে।
      আপনি চেষ্টা চালিয়ে যান আমিও যাচ্ছি। একদিন হতবা সফলতা আসবেই।
      আপনি তাদের ফেইস বুক পেইজে ইন্টারনেটের মূল্য কমানোর ব্যপারে লিখে যান। তারা করুন না করুক পজিটিভ উত্তর দিবে। এভাবে প্রতিদিন অনেক লোকে মিলে লিখলে একটা সময় আর তারা তা এড়িয়ে যেতে পারবে না।

    @writerbuddha: আপনার আমার কথা বুঝার মধ্যে একটু ভুল বুঝবুঝি রয়েগেছে।
    আমি বলেছি মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১১,৪৮,৮০০০০ এর মধ্য যদি ৩০% নেট ব্যবহার করে তাহলে তার সংখ্যা দাড়ার ৩,৪৪,৬৪০০০ আর অন্যান ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা যদি ২ কোটিও হয়। তাহলেও সব মিলিয়ে বর্তমানে প্রায় ৫ কোটিরও বেশি লোক ইন্টারনেট ব্যবহার করে। আমাদের সরকারি তথ্য অনুযায়ীও বর্তমানে ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে গেছে।
    আর আমার পদ্ধতি কাজ হবে কিনা জানি না। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা চেষ্টা করার ব্যাপারে বড়ই আলস।

@ মোঃ মমিনুল ইসলাম খান –
ভবিষ্যতে কোম্পানিগুলো ধীরে ধীরে হয়ত অনেকটাই রেট কমিয়ে ফেলবে… তখন কিন্তু আপনারা ভুলেও কোম্পানিগুলোর প্রশংসায় পঞ্চমুখ হবেন না কারণ জানবেন, ওরা পাবলিকের স্বার্থের জন্য কখনই রেট কমায় নি, নিজেদের ব্যাবসা বাড়াবার জন্যই কমিয়েছে।

    @writerbuddha: ভবিষত্যে তারা মূল্য অনেকটা কমাবে তা আমিও জানি। আর বললেন না সেটা আমদের জন্য নয় তাদের ব্যবসা বাড়ানোর জন্যই কমাবে। এর মানে এটা দাঁড়ায় গ্রাহক ধরে রাখতে হলে যেমন সেবার মান বাড়াতে হবে তেমনি কম টাকা সেরা সার্ভিস দিতে হবে। আর এটা যত তাড়াতাড়ি পেতে চান আমাদেরও ততবেশি সচ্চার হতে হবে।

লাখ লাখ চিঠি আর E-mail গেলেও সেগুলো টাই পাবে তাদের ঝুড়িতে বা Trash বক্স এ 😀 আমি নিশ্চিত 😀

    @Onno Manush Foysal: @Onno Manush Foysal: আমি বুঝলাম না ভাই আপনারা এত হতাশ কেন? হতাশা ও নিরাশা নিয়ে জীবনে কিছুই পাওয়া যায় না। আমরা হতাশা নিয়ে বাসা বসে থেকে পৃথিবী যেভাবে চলছে আর সেভাবে চলতে দিলে পৃথিবী যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে।
    আমরা বাংলাদেশীরা কেন এত পিছিয়ে পড়া জাতি? কারন আমরা চেষ্টা করতে ভয় পাই। আর সেই প্রতিবাদ করতে পারাটাকে ভয় পাই বলে আমাদের রাজনৈতিক দল বলেন আর বিদেশি সংস্থা বলেন আমাদের মাথায় কাঁঠাল বছরের পর বছর ভেঙ্গে খাচ্ছে আর আমরা তা নিরব দর্শক হয়ে দেখছি।
    অন্য দেশ যেখানে ৭ দিন আন্দোলন করে সরকার পতন করে ফেলে সেই জায়গায় আমরা……………………

Level 0

vai operator der adress gula share korle valo hoto..

Level New

চেষ্টা চেষ্টা হতাশা হতাশা ……… বলতে বলতে গলার রগ কি ফুলে যাচ্ছে ভাই ? আপনি হয়তো অনন্ত জলিল এর মতো চিন্তা করছেন যে ” অসম্ভব কে সম্ভব করাই “????? ভাই এই পৃথিবী তে অসংখ্য এমন কাজ আছে যা চাইলেও তার নিয়ম থেকে বদলানো যায় না…………। আপনি বার বার একই কথা বলছেন যে চেষ্টা করতে দোষ কি …হতাশা হলে চলবে না……… ভাই! কিছু চেষ্টা আছে যার কোনো সফলতা নেই……… আর কিছু হতাশা আছে যা বাস্তবে আমাদের মেনেই নিতে হয়। বিষয় টা কিছুটা এমন হয়ে গেছে যে……… কয়লারে ধুয়ে ময়লা সাফ করার চেষ্টা …।। আমার কথাগুলো আপনার কাছে খারাপ মনে হতেই পারে তবুও কিছু করার নাই……। কেবল এতটুকু মনে রাইখেন যে আজ আপনাকে বলে রাখছি…আর বাকি সবার মত আপনিও একদিন হতাশ হয়ে এই টিউনিং করা থেকে চলে যাবেন সম্পূর্ণ বিফল হয়ে । কোম্পানির মত কোম্পানির সিদ্ধান্তেই অটল থাকবে। তাদের মনে চাইলে কেবল তখনই এরকম হবে। আপনার আমার আন্দোলন কিংবা অনশন এ নয়।

    @polashbd2012: আপনার কথা গুলো পুরোপুরি মিথ্যে নয়। কিন্তু কথা হল কি ভাই জানেন? টেক টিউনে প্রতি দিন অন্তত্য ৫টা টিউন হয় ফ্রী ইন্টারনেট বিষয়ক আর সেগুলো দিয়ে কম বেশি ফ্রী ইন্টারনেট ব্যবহার করা যায়। আর এই কারনে আমার কথা গুলো কারোরই মজা লাগছে না।
    আমার মনে হয়ে ছিল এই বিষয়ে একটু লেখা লেখি করার দরকার তাই লিখলাম। কার ভাল লাগলে ভাল না লাগলে নাই।

      Level New

      @মোঃ মমিনুল ইসলাম খান: ফ্রী ইন্টারনেট বিষয়ক যারা টিউন করে ওদের আর কি কমু ভাই… ওদের মনে হয় জন্মে দোষ আছে… একটা কথা আছে যে লেবু বেশি কচলাইলে তিতা হয়ে যায়। ওদের দশা এর থেইক্কাও ভয়ঙ্কর, হেরা লেবুডারে খালি কচলানো না লেবুরে ছ্যান্তে ছ্যান্তে ঘু বাইর করে ফালায়…… আল্লাহর ৩০টা দিন ই কোন না কোন বাইঞ্চোত ফ্রি ফ্রি মারাইয়া টিউন করবোই করবো। আরে ভাই কেউ যদি দুইটা দিন ও শান্তি তে একটা প্রক্সি দিয়া ফ্রি চালাইতে পারত তাও হইছিল…… তা না পাব্লিক রে এমন ভাবে ঢোল পিডাইয়া কানের পর্দা ফাটাইয়া জানান দেয় লাগে যেন হের ভাতার ।। এতে কইরা ১০০ জন এর জায়গায় ইউজ করা শুরু করে ১০০০ জন আর তাতে কেউই স্পিড টা আর পায়না। উপকার মারাইতে আহে।

asun vai amra kotha na bariye kaje neme pori .. amara t.t te jara aci tara ekta nirdisto dine operator der facebook page a hamla kori …notun status gulor protita comment a jeno internet er mullo komanor jor abedon thake…. prothome gp diye suru korte hobe.. apnara ki bolen???? salader fb page gulote asun eksathe hamla kori

    @habibpaglamon: ১০০% ঠিক কথা বলছেন ভাই। আরেকটা কথা অন্য কেউ শুরু করুক বা নাই করুক আপনি হাত গুটাইয়া বসে থাইকেন না।

Level 0

boss nielson conpany akta project payse. tate ami kaj kortesi. ai project holo ki korle customar ra sontusto thakbe. ekane mobile call rate and internet doi bisoy ase jekane apnara ovijog korte paren.ai ovijog ta sora sorai sob oparator der kace dawa hobe. jodi apni ovijog dite chan taile akta forom ase tate apnara puron kore dite paren amr mobile number: 019164531520

Level 0

sorry number ta vul hoyse 01964531520 admin vai block mairen na ata spamp na orginal sotti
…dorkar hoile nije koj nia daken.