টেকটিউনস জরিপ [জুন ২০১০]: অনলাইন আয়ের ব্যাপারে সফলতা কম

টেকটিউনস জরিপ বিভাগের জুলাই [২০১০] মাসের জরিপের বিষয় ছিলো অনলাইনে আয়ের ব্যাপারে আপনার অবস্থান কি?
জরিপের মাধ্যমে আমার জানতে চেয়েছিলাম যে টেকটিউনস এর ভিজিটর টিউনারদের অনলাইন আয়ের ব্যাপারে অবস্হান কেমন ?কিন্তু ৩৩৮ জন অংশগ্রহণকারীর মাঝে মাত্ত ১৮ জন জানিয়েছে যে তারা নিয়মিত ভালো আয় করছে আর বাকীদের অবস্হান খুব একটা সুবিধাজনক নয়।

জরিপের অপশন হিসেবে ছিলো

  • নিয়মিত ভালো আয় করছি
  • চেষ্টা করতেছি কিন্তু আয় কম
  • আগ্রহ আছে কিন্তু চেষ্টা করে দেখিনি
  • চেষ্টা করতেছি কিন্ত এখন পর্যন্ত ব্যর্থ
  • আগ্রহ নেই

এবার চলুন দেখি কোন অপশনের কি অবস্হা

  • নিয়মিত ভালো আয় করছি----১৮ টি ভোট
  • চেষ্টা করতেছি কিন্তু আয় কম----৫৫টি ভোট
  • আগ্রহ আছে কিন্তু চেষ্টা করে দেখিনি----১২১টি ভোট
  • চেষ্টা করতেছি কিন্ত এখন পর্যন্ত ব্যর্থ----১০৪টি ভোট
  • আগ্রহ নেই----৪০ টি ভোট

মোট ভোট ৩৩৮ টি
স্বচ্ছতার স্বার্থে স্কীনশটও দেওয়া হলো

উপরের পরিসংখ্যান হতে স্পট বুঝা যাচ্ছে অধিকাংশরাই চেষ্টা করার পরও কাংখিত সফলতা পায়নি ।

আশা করি অন্যরা সফলতা পাবার ব্যাপারে যে ১৮ জন সফলতা পেয়েছেন তারা নিয়মিত টিউন করবেন

সবাই ভালো থাকবেন এবং অনলাইনে আপনি প্রতিদিন গড়ে কত ঘন্টা সময় ব্যয় করেন এই ব্যাপারে নতুন জরিপ দেওয়া হয়েছে সবাই অংশগ্রহণ করবেন আশা করি । সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা সহ আল্লাহ হাফেজ।

সাবটাইটেল মামুন
টেকটিউনস পোল ম্যানেজার

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আশা করি সফলতা পাবার ব্যাপারে যে ১৮ জন সফলতা পেয়েছেন তারা নিয়মিত টিউন করবেন

    হুম এটাই হলো জরিপের মুল কথা

    Level 0

    Lucky ভাই সাথে সহমত ।

    Level 0

    হা এতে করে হ্য়তো আগ্রহ বাড়বে।

    তারা টিউন করলে আমরা অনেক কিছু জানতে পারব।

    Level 0

    Lucky ভাই সাথে সহমত ।

    Lucky ভাই আমি আপনার সাথে ১০০% এক মত

    ঔ ১৮ জনের মধ্যে আমিও একজন। নিজের ঢোলটা তাহলে নিজেই পেটাই। অন লাইনে আয় করাটা এতাটা সোজা নয়। এখানে আপনাকে অনেক সময়, শ্রম, অর্থ, ব্যয় করতে হবে। তাও আবার অনেক রিক্স থাকে, কাজ করলেন অথচ আপনি টাকা পেলেন না। এমনটা হলে অনেকে অনলাইনে আয়ের ব্যাপারে আশা হারিয়ে ফেলে। হওয়াটাও স্বাভাবিক, আপনি কাজ করবেন অথচ যদি এর কোন ফায়দা না পান তাহলে তারা কি করে সামনে এগিয়ে যাবে বলেন। এক্ষেত্রে যারা পূনরায় ফিরে আসতে পারে তারাই সফলকাম হতে পারে। যেমন, আমার সাথে ফেসবুক মার্কেটিঙ এর কাজ করে একজন ব্যক্তিকে গত পরশু পেমেন্ট কররাম। কিন্ত, তিনি পেমেন্ট নিয়েও হতাশ। কারন কি জানেন? তিনি যতটা সময়, শ্রম ও অর্থ ব্যয় করেন তার চাইতে ফলাফল পান কিছুটা হলেও কম। আমি ব্যক্তিগতভাবে অনেক বায়রের সাথে কাজ করেছি, কিন্তু তারা কেউ কেউ আমাকে আমার কাজের পে করেন নাই। এটা ছিল আমার আউটসোর্সিং এর প্রথমের দিকের ঘটনা। এত করে কিন্ত আমি হাল ছেড়ে দেই নাই। বরং আরো সামনে এগিয়ে গেছি। আর ফলাফল এখন পাচ্ছি। আমি ব্যক্তিগত ভাবে কয়েকটি কাজের সাথে জড়িত— যদও সাবর সাথে শেয়ার করি নাই কখনো, তবে এখন করতে বাধ্য হলাম। কারন হয়তো বা অনেকে এটা দেকে অনুপ্রানিত হতে পারে, তাহল——-
    ১. আমি আমার ইউজারদের সাথে সবসময় যোগাযোগ রাখি যাতে করে তারা কাজে অলসতা না করে।
    ২. ইউজারদের সাথে সাথে আমি নিজেই সেই কাজ করি ফলে তাদের থেকে লাভ কম আসলেও নিজেরটা দিয়ে নিজেই পোসায় নিতে পারি।
    ৩. শুধু টিমমেট বা ইউজার দিয়ে কাজ করালে চলবে না, তাতে আর কতটাকা লাভ পাবেন, নিজেও কিছু করেন।
    ৪. একটা কাজ নিয়ে বসে থাকবেন না, কয়েক ধরনের কাজে সম্পৃক্ত হোন। তাতে একটা মিস হলেও আরেকটা দিয়ে সামাল দিতে পারবেন।
    ৫. আমি নিজে আউটসোর্সিং এর পাশাপাশি ব্লগিং, পিসি সার্ভিসিং করি 😉 , এতে কোনটাতে লছ খাইরেও টের পাইনা।
    ৬. সকল কাজে নির্দিষ্ট সময় দিন তাতে সব দিকেই সামাল দিতে পারবেন।
    ৭. আমাদের দেশে যেখানে গ্রাজুয়েশন করার পরেও অনেকে ৫০০০ টাকার চাকুরী যারা কুজে পায় না, সেখানে আমি একজন নাদান ব্যক্তি মাসে ৮০০০-১০০০০ টাকা কামাইতেছ্ 🙂 🙂 এতে ক্ষতি কি?

    ব্লগিংও করতেছি মনের মত করে। আপনারা যারা আউটসোর্সিং এ ইচ্ছুক তারা http://freelancer-help.blogspot.com এইখানে কিছু হলেও হেল্প পাবেন। যারা ব্লগিং্এ ইচ্ছুক তারা http://bloggershaon.blogspot.com এবং যারা …. না থাক মেষের ব্লগটির কথা বলবো না। এটা নিয়ে টেকটিউন্সে আইতেছি কিছু চমক লইয়া অপেক্ষায় তাকেন।

    ভাল থাকুন। 🙂 🙂

    ami techtunes e blog likhte parchi na

টেকটিউন সদস্যরা আসলে অনলাইন এ আয় করা যায় আমি নিজে অনলাইন এ আয় করি।
http://www.Rangpurjob.blogspot.com

    Level 0

    কিন্তু এ নিয়ে টিউন না করলে আমরা নাদানরা কিছুই শিখতে পারবোনা
    তাই আপনি সকলকে আমার প্রথম মন্তব্যটি আবারও উতস্বর্গ করলাম

    luckyFM ভাই এর আগে আমি এই ব্যাপারে টিউন করেছিলাম।ভাল সারা পেয়েছিলাম।আর luckyFM ভাই আপনে বড় মাপের এক লোক ।আপনে আমাদের চেয়ে অনেক কিছু জানেন ভাল।

    ভাই একটু খুলে লিখলে আমিরা উপকৃত হতাম

    sorry আমিরা-) আমরা হবে।

    Level 0

    লাকী ভাইয়ের সাথে একমত।

যারা অনলাইনে আয় করছেন,তাদের টিউন করার জন্য অনুরোধ করছি

‘স্বচ্ছতার স্বার্থে স্কীনশটও দেওয়া হলো”

স্ক্রীনশট না দিলে বিশ্বাস করতাম না ???

    Level 0

    জব্বর কাগুর ভাইগনায় স্বচ্চতা লইয়া প্রশ্ন তুলেছিলো,
    আমরা ঠিকই আছি

    Level 0

    আবারও জব্বর কাগু !!!!!!!!!!!!!!!!! 🙂 🙂 🙂

    সবাই বিশ্বাস করবে এটা জানি তবুও দিলাম আরকি যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে ।

Level 0

আমার গত ১ সপ্তাহের অবস্থা দেখেন।

Page impressions Clicks Page CTR Page eCPM [?] Estimated earnings
AdSense for Content top channels 2,061 0 0.00% $0.00 $0.00

একটি ক্লিকও পড়েনি।

    Level 0

    আপনার মত আমার impressions 2,061 এমন হলে Clicks ভালোই হত । কিন্তু আমার visitor খুবই কম প্রতিদিন 10/15 visitor এ 1/2 Click পাই । কী ভাবে বেশি visitor পাওয়া যায় এ নিয়ে বেশি বেশি টিউন করলে শুধু আমার না আমার মতো সবার অনেক উপকার হবে ।

    vai amar shb ok ase!! amar per day 15+ USD ashe!! protidin gor a 3000 visit! ajk ekhon o baje vor 4 ta!! adsense er systm californiar time!! so nw sekhan 2:57 PM Sunday, June 05, 2011 …….. mane 6 june start hbe kal 1PM a!! er e moddhe amr page view
    Page impressions Clicks Page CTR Page eCPM [?] Estimated earnings
    2,776………….. …..16……………0.58% ………………$2.19………………..$6.09
    total CTR 0.44

স্প্যামের দায়ে কমেন্টস মুছে দেয়া হলো ।

অনলাইনে আয়ের ব্যাপারে আগ্রহ কম।

অনলাইনে আয়ের ব্যাপারে আমার বরাবরি আগ্রহ আছে। কি ভাবে তা করা জায় বিস্তারিত জানালে আমি তৈরি।

    ভাই যদি আপনি আগ্রহি হন তবে ০১৯১৩৩২৫২১১ এই নাম্বারে যোগাযোগ করেন। ধন্যবাদ।

স্প্যামের দায়ে কমেন্টস মুছেদেয়া হলো

আমিতো উল্টা দিক থেকে প্রথম হইলাম ভালই,ধন্যবাদ মামুন ভাইকে ফল প্রকাশ করার জন্য।
এবং অনুরোধ করছি রেজিষ্টেষন ছাড়া যেন কেউ ভোট না দিতে পারে তার ব্যবস্থা নেয়া।

“আগ্রহ আছে কিন্তু চেষ্টা করে দেখিনি ” এইটা দিয়ে ছিলাম
কিন্তু আমি “চেষ্টা করতেছি কিন্ত এখন পর্যন্ত ব্যর্থ” দলের লোক।

    তুমি বলার পরে এই আপশনটা যোগ করা হয়েছে

    মামুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভাল লাগছে এটা ভাবে যে আমাদের অনুরোধ পরামর্শ আপনারা সুন্দর ভাবে বিবেচনা করেন।
    আমি সমসময় লগ ইন অবস্থায় থাকায় কখনই নতুন যুক্ত করা অপশনটি চোখে পরেনি। কিন্তু মনে পরে আপনি বলেছিলেন যে তা করা হয়েছে।
    😀 😀 😀

অনলাইনে আয় আসলে ধৈর্যের উপর নির্ভর করে….যা বেশীরভাগ বাঙ্গালীদেরই নেই। সবাই সর্টকার্টে টাকা কামাতে চায়, ফলে অল্পতেই আশা হারিয়ে ফেলে। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে PayPal নাই। PayPal থাকলে হয়তো ছেলেপেলেরা আরো বেশী করে অনলাইন আয়ের দিকে ঝুকার সুযোগ পেতো।

    আপনের সাথে আমি একমত ‘ আসলে বেশীরভাগ বাঙ্গালীদের ধৈর্যের অভাব।

Level 0

সাবটাইটেল মামুন ভাই, ধন্যবাদ, নাছির উদ্দিন শামীম ভাইযের সাথে একমত,,,,,,,।

শুধু এখানে কমেন্ট করতে আমি রেজি: করলাম | খারাপ লাগলো শুধু ১৮ জন সফল হোয়েছে শুনে | বান্গলা লেখতে কষ্ট না লাগলে প্রতিদিন ই অনলাইন আয়ের টিপস দিতাম | কথা দিলাম, চেশ্টা করবো এখন হতে |

: (
তাহলে আপনি কি? টেক টিউন ভাল না লাগলে আসবেন না। আর আপনার mind আসলে ভাল না ।ভাল হলে এই কথা বলতে পারতেন না। এখানে অনেক প্রযুক্তি বিদ আছে যারা আপনার মতামতের সাথে একমত পোষন করবে না।এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন।

এই টিউনে একটি মন্তব্য করেছিলাম সকালে, কিন্তু এখনো দেখাচ্ছে — “Your comment is awaiting moderation. ” 🙁 🙁 ব্যাপারটা কি করি ???

স্প্যামের দায়ে কমেন্টস মুছে ফেলা হয়েছে ।

    ফয়জুর ভাই কিছু মনে করবেন না আপনি নিজে কি একটা ফুটা পয়সাও ইনকাম করেছেন যে সাইটের লিংক আপনি দিয়েছেন।কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ezlaptop থেকে কোনদিন লেপটপ পাবেননা।

Level 0

laptop একটা কিনছি ৬৩০০ টাকা দিয়ে, accer420 p-4 40 Gb hard disk 512 ram আমার আর লাগবো না…
earn এর ব্যাপারে http://www.imcrew.com/?r=8717 এইটা তে একটু try করার জন্য বলছি সবাইকে.. এরা ০৫ আগষ্ট পর্যন্ত pre-lunch stage এ আছে.. দেখি কি হয়,,,account open করতে ০১ মিনিট লাগে. আর যারা আমার টিউনটি পড়ে
http://www.microworkers.com/?Id=b9a3a183 এবং http://minuteworkers.com/register.php?ref=princebasail এ account open করছিলেন>>> ‍‍”দিছে রেফারেল লিংক তাই account open করি”… এই ভাবনা যাদের তাদের বলছি, কাজ না করলে টাকা পাবেন কেমনে? আমার টিউন দেখে এ পর্যন্ত ৫০ জন account করেছেন আর কাজ করছে মাত্র ০৩ জন!! ধন্যবাদ সবাইকে

Level 0

🙂 🙂 🙂 কি বললেন……………

(((( নিঝুমদ্বীপ says:
৩ অগাষ্ট, ২০১০ at 11:30 পুর্বাহ্ন

ফয়জুর ভাই কিছু মনে করবেন না আপনি নিজে কি একটা ফুটা পয়সাও ইনকাম করেছেন যে সাইটের লিংক আপনি দিয়েছেন।কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ezlaptop থেকে কোনদিন লেপটপ পাবেননা। )))))

আসলে অনলাইনে আয়ের ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হইলো পিটিসি।এ পিটিসি থেকে কিভাবে প্রতিমাসে ১০-৩০ ডলার আয় করা যায় সে সম্পর্কে একটা টিউন করবো।

আগ্রহ আছে তবে আগে নিজের বেজ টাই বানাইতে পারি নাই, আজো মনে হয় আমি কিছুই জানিনা, এখন বলেন আমার দারা কিছু হবে বলে মনে হয় ?

সারাজীবন শিখতেই যাবে আমার , কবে যে আপনাদের মত এক্সপার্ট হব ভাবতেছি

অনলাইনে আয় সত্যিই আমাদের কাছে এখনো স্বপ্ন। নিচের সাইট থেকেও আপনি বিস্তারিত কার্য সম্পাদন প্রক্রিয়া জানতে পারবেন। এখানে বাংলা এবং ইংরেজি দুই ভার্সনে লেখা হয়।
http://nextbarisal.com/

স্প্যামের দায়ে কমেন্টস মুছে দেওয়া হলো ।

ভুয়া জিনিস

vai online a earning nia ami ekta tune korsilam 100% income paisi o ekhono paitesi. unipay2u theke. but tune ti remove kore dea hoise. r mamun vai unipay2u je fake na e bapare ami 100% shure. but tune ta remove er karon jante chai?

    ইউনিপে কিন্তু এমএলএম টাইপ বিজনেস এর সাথে অনলাইন আয়ের কি সম্পর্ক বুঝলাম না ।এমএলএম কে আমাদের দেশে বাটপারি হিসেবে দেখা হয় ।

Level 0

কিছুক্ষণের মধ্যেই অনলাইনে আয় এর উপর একটি টিউন করতে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

All brothers,please don't try in unknown project I had a ambition when I know about Internet,tried to earn some money from internet still today it is golden Deer.But I think if Voip business is iligal in Bangladesh thus We should to make arrange because technology will not waiting for us or our government.So we should take a proper step how we will use in with modern technology.From us who have detail knowledge about what I say ,please publish as soon as possible.