২০১৪ সালের সেরা ১০ টি স্মার্টফোন। যা ছিল সব মানুষের প্রথম পছন্দ।

২০১৪ সালে  মোবাইল ফোনের বাজারে বেশ কিছু নতুন ফোনের দেখা মিলেছে।

শুধু কমদামের অ্যান্ড্রয়েডের স্মার্টফোনই নয়, এ বছর দেখা গেছে বেশ কয়েকটি প্রিমিয়াম স্মার্টফোন।

নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।

সবাই খুব আগ্রহ নিয়ে ছিল এবং নতুন নতুন ভালো লাগা ছিল এই স্মার্টফোন গুলা নিয়ে।

তাহলে দেখে নিন এক পলকে সেই সেরা ১০ টি স্মার্ট ফোনঃ

  • আইফোন৬ প্লাস
  • স্যামসাং গ্যালাক্সি নোট৪
  • মটো জি (দ্বিতীয় সংস্করণ)
  • এক্সপেরিয়া জেড৩
  • ওয়ানপ্লাসওয়ান
  • অপো ফাইন্ড ৭
  • জিওমি এমআই৩
  • এইচটিসি ওয়ান এম৮
  • মটো এক্স সেকেন্ড জেনারেশন
  • লুমিয়া ৮৩০

এর মধ্যে সব থেকে আলোড়ন সৃষ্টি করেছিল আইফোন৬ প্লাস, চাহিদাও ছিল সমান তুজ্ঞে। 

২০১৫ সালের সেরা স্মার্টফোন কোনগুলা হতে পারে?

এখানে বাংলাপিডিইয়ার ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না।

আমি এবং আমার ব্লগ। 😀

তথ্য-সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খালি ১০ টা ফোনের নাম লিখেই পেজে লাইক দিন বললে তো মুশকিল,
ডিটেইলস বাদ দিলাম,অন্তত ফোনগুলার ছবি দেওয়ার মত পরিশ্রম করতে পারতেন

আপনার কাছে একটু ডিটেইলস আশা করি ।

দারুন হয়েছে ভাই। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য… লিস্ট টা আমার বেশ ভালো লেগেছে।

Level 0

Thanks for sharing

pic dekhbo set gular………