হোয়াটসঅ্যাপে এবার ফ্রিতে কথা বলুন। :)

মোবাইল ফোন থেকে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা (মেসেঞ্জার) হোয়াটসঅ্যাপ। মোট ৪৫ কোটি ব্যবহারকারী আছে এই হোয়াটসঅ্যাপের।

তাছাড়া প্রতিদিন প্রায় ১০ লক্ষ নিবন্ধন করছে হোয়াটসঅ্যাপে।

এখন থেকে হোয়াটসঅ্যাপে অন্য সকল সেবার সাথে বিনা মূল্যে কথা বলতে পারবেন।

পূর্বে স্কাইপ এবং ভাইবারে ফ্রিতে কথা বলা যেত। আর এখন এই সুবিধা হোয়াটসঅ্যাপেও পাবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ ফেসবুকের একটি সেবা। 

এই বছরের শুরু থেকে ফ্রিতে কথা বলার সুযোগ দিবেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

তবে পরবর্তীতে এটি পেইডও হতে পারে বলে জানালেন কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এক বছর বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিনা মূল্যে কথা বলা যাবে। 🙂

এরকম আরও নিউজ নিন ফেসবুক এই পেজে লাইক দিয়ে।

আমি এবং আমার ব্লগ

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ 🙂 ধন্যবাদ খবরটা জানানোর জন্য

ভাল ত 😆

ekhono konodin whatsapp e dekhini

Level 2

জীবনে একবারও ব্যবহার করি নি জিনীসটা।