বিশ্বের সবচেয়ে সফল স্মার্টফোন অ্যাপ তৈরি কোম্পানি গুলো এক নজরে জেনে নিন

বর্তমানে অনলাইনে বিভিন্ন অ্যাপসের ছড়াছড়ি সেটা আমরা সবাইই জানি। আগে উইন্ডোজ অ্যাপ স্টোর একটু দূর্বল ছিল। কিন্তু এখন সেটাও বেশ সমৃদ্ধ। আপনারা অনেক অ্যাপই হয়ত ইউজ করে থাকবেন। এর ভেতর অনেক মানি মেকিং অ্যাপও রয়েছে যেমন Candy Crush, Clash of Clans, Words With Friends, and Despicable Me: Minion Rush ও আরও অনেক। কিন্তু এই অ্যাপগুলো আপনারা জাস্ট ইউজ করেন। এর পেছনের কোন কাহিনী কী আপনারা জানেন?এই সব ব্লক বাস্টার অ্যাপগুলোর পেছনে যাদের অবদান তাদের সম্পর্কে কি কিছু জানেন?

App Annie নামের একটা সাইট টপ ৫২ টি অ্যাপের একটা লিস্ট প্রদান করেছে। আমরা আজ সেই সব অ্যাপের ভেতর টপ ১৫ টা অ্যাপ এর সম্পর্কে জানব। আর জানব যে কারা এই সব মেগা অ্যাপ তৈরীর পেছনে রয়েছে। এই র‌্যাঙ্কিংটা করা মূলত অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে এর উপর জরিপ চালিয়ে।

App Annie কোন অ্যাপের জন্য নির্দিষ্ট কোন ডলার অ্যামাউন্ট প্রকাশ করেনি। কিন্তু আমি বিভিন্ন স্থান থেকে এগুলো আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব।

  1. Caesars Entertainment

এই গেমিং কোম্পানীর একটা খুবই ছোট পার্ট হল মোবাইল অ্যাপস। . Caesars Entertainment আপনাকে গেম এর মাধ্যমে ক্যাসিনোর একটা এক্সপেরিয়েন্স এনে দেবে। এটা বিভিন্ন স্থানে আপনাকে বিভিন্ন টিপস ও দিয়ে থাকে। এটা Bingo Blitz এর মত বিভিন্ন মোবাইল গেমস ও তৈরী করে থাকে।

Caesars Entertainment ২০১৩ সালে ৮.৫ বিলিয়ন ডলার এরও বেশী ইনকাম করেছে। তবে ধারণা করা হয় যে এটার বেশীরভাগ অংশই এটার ক্যাসিনো থেকে আয় হয়েছে।

  1. Sega

Sega হল গেমস ডেভলপিং এর ক্ষেত্রে খুবই অভিজ্ঞ এবং পুরানো একটা কোম্পানী। এটা ১৯৬০ সালে প্রতিষ্টিত একটা কোম্পানী। এটা আগে বিভিন্ন কম্পিউটার গেমস তৈরী করত। এটা যখন মোবাইল অ্যাপের ক্ষেত্রে আসে তখনও এটা এ সাফল্য ধরে রাখতে সক্ষম হয়। Sega র আগের কিছু অ্যাপ Crazy Taxi, Golden Axe এবং আরও কিছু হিট গেমসের মত এর মোবাইল অ্যাপ গুলোও বেশ হিট।

Sega Sammy Holdings যেটা হল Sega র প্যারেন্ট কোম্পানী সেটা লাস্ট অর্থনৈতিক বছরে ৩.৭ বিলিয়ন ডলার ইনকাম করেছে।

  1. Zynga

Zynga মুলত অনেক বড় ধরনের অ্যাপসের সাথে বাজারে আসে যার ভেতর Words With Friends, Scramble With Friends এবং আরও অনেক ভাল গেমস ছিল। তবে এটা রে পুরানো স্ট্যাটাস not-so-successful IPO.

টা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ২০১৩ সালে ৮৭০ মিলিয়ন ডলারের ও বেশী ইনকাম করে।

  1. Storm8

সান ফ্রান্সিকো বেসড Storm8 মূলত বিভিন্ন সোসিয়াল গেমস ডেভলপ করে আইওএস এবং অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য এবং তারা দাবী করেছে যে তাদের এই অ্যাপ এর ডাউনলোড সংখ্যা হল ৬০০ মিলিয়ন। এই কোম্পানীটা ২০০৯ সালে ফেসবুক এলিউমস থেকে তৈরী হয়েছে এবং বর্তমানে এর সম্পূর্ণ আলাদা ব্রাঞ্চ রয়েছে ও টীম রয়েছে। এর টীমের ভেতর রয়েছে Team Lava, Shark Party, IceMochi, and Fire Mocha এর মত বিখ্যাত সব টীম। এর একটা গেম রয়েছে যার নাম Fruit Splash Mania এবং এটাতে আপনাকে বিভিন্ন রাউন্ড ক্লিয়ার করতে টাইলস গুলো মেলাতে হবে।

  1. COLOPL

এই টোকিও বেসড অ্যাপ মেকার মূলত জোম্বি থিমের মোবাইল গেমস তৈরীর জন্য বিখ্যাত। এটা অবশ্য অন্যান্য কিছু পাজল এবং একশন গেমস ও তৈরী করে।

COLOPL এ ইউজাররা মুলত বেশীরভাগই জাপানীজ। তারপরও এটা বেশ মোটা অংকের টাকা ইনকাম করে থাকে। এটা ২০১৪ সালে ২৩৭ মিলিয়ন ডলার লাভ করেছে।

  1. Gameloft

এটার নাম মনে হয় বেমীরভাগ মানুষই শুনে থাকবেন। কারণ এটা অনেক আগে থেকেই গেমস ডেভলপের সাথে যুক্ত। এটা মূলত Despicable Me: Minion Rush গেমসের জন্য বেশ বিখ্যাত। Gameloft এর হেডকোয়ার্টার হল প্যারিসে। এবং এটা বিভিন্ন প্লাটফর্মের গেম ডেভলপ করে থাকে। এই কোম্পানীটি এই পর্যন্ত প্রায় ৩০০ এর ও বেশী অ্যাপ ডেভলপ করেছে। এটা কয়েকদিন আগেই এর একটা ব্রান্চ তৈরী করেছে যেটার নাম হল of new games at E3। এটার ভেতর রয়েছে Asphalt Overdrive,  Spider-Man Unlimited, and Dungeon Gems এর মত বিখ্যাত গেমসগুলো।

  1. Kabam

কোম্পানীটি মূলত কিছু বিখ্যাত গেমস যেমন Kingdoms of Camelot এবং The Fast & Furious 6 এর জন্য খুবই বিখ্যাত। . Kabam মূলত সান ফ্রান্সিকো বেসড একটা কোম্পানী এবং এটা মোবাইল এবং ওয়েব উভয় প্রকার গেমস ডেভলপ করে। এটা ২০১৪ সালে ৩৬০ মিলিয়ন ডলারের একটা লাভ করে এবং এই সময় এদের টোটাল সেল ছিল ৭০০ মিলিয়ন।

  1. DeNA

এটা একটা জাপানী গেমিং কোম্পানী এবং এই পর্যন্ত প্রায় ৫০০ এর ও বেশী গেম পাবলিশ করেছে। এটা বিভিন্ন প্লাটফর্মের গেম ডেভলপ করে থাকে। কোম্পানীটির কিছু বিখ্যাত গেম হল Battle of God, Blood Brothers, এবং Peko। এই কোম্পানীটি অবশ্য কিছু অন্য ধরনের অ্যাপস ও তৈরী করে থাকে। যেমন স্নাপচ্যাট এর অলটারনেটিভ “কল ৫ সেকেন্ড” এবং ইনস্টাগ্রাম এর অল্টারনেটিভ CYCLE।

DeNA ২০১৩ সালে ১.৭ বিলিয়ন ডলার লাভ করে। এটার ভেতর মোবাইল ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন দুইরকমই রয়েছে।

  1. CJ Group

এটা একটা সাউথ কোরিয়ন বেসড অ্যাপ ডেভলপমেন্ট কোম্পানী। এটা অ্যাপস ডেভলপমেন্ট এর পাশাপাশি আরও অনেক কিছু করেছে। কিন্তু এটার একটা মেইন অ্যাপ যেটা মুভি থিয়েটার CGV এর জন্য তৈরী করা হয় এটার জন্যই আজজ CJ Group এই লিস্টে এসেছে। এই CGV এ্র্যাপটি আপনাক মুভির টিকেট বুকিং করতে দেবে এবং ফ্লিমটি সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে সহায়তা করবে।

  1. GREE

GREE হল জাপানের একটা খুবই ফেমাস মোবাইল এবং সোসাল অ্যাপ ডেভলপার। এর অ্যাপস গুলো আপনাকে প্রোফাইল তৈরী করতে দেবে, বিভিন্ন গেমস এর সোকর কমপেয়ার করতে দেবে এবং র্ভাচুয়াল টাকা ইনকাম করতে দেবে।

এবং GREE এই টাইপের অ্যাপ গুলোর জন্য খুবই ভাল। জাস্ট ৩০ দিনের ভেতর এদের একটা গেম Knights & Dragons ৫ মিলিয়ন ডলার ইনকাম করে। আর এই কোম্পানীটি শেষ বছরে টোটাল ৩৭০.৯ মিলিয়ন ডলার ভাল করে।

  1. Electronic Arts

Electronic Arts যেটাকে আমরা EA নামেই বেশী চিনি। এই ডেভলমেন্ট কোম্পানীটিমূলত সব প্লাটফর্মেএ্যপ ডেভলপ করার জন্যই বেশী বিখ্যাত। এটা মোবাইল এ্র্যপ এর ক্ষেত্রেও সমান ভাবে এগিয়ে আছে। Electronic Arts এই পর্যন্ত ১০০০ এর ও বেশী এ্যপস পাবলিশ করেছে।

এর কিছু খুব্ই ফেমাস গেমস হল Battleship, Boggle, and Bop It সহ আরও অনেক। এটা ২০১৪ সালে ৯১৪ মিলিয়ন ডলার লাভ করেছে।

  1. LINE

LINE হল একটা জাপানীজ অ্যাপস ডেভলপমেন্ট কোম্পানী যেটা এদের মেসেজিং এ্যপ LINE এর জন্য সব থেকে বেশী বিখ্যাত। এই অ্যাপটি চায়না, জাপান, ইন্ডিয়া, সাইথ কোরিয়া সহ পৃথিবীর বহু দেশে ব্যাপকভা জনপ্রিয়। এটা অনেক মোবাইল গেমস ও পাবলিশ করেছে। যেমন Cookie Run, Bubble!, and Dragon Flight ইত্যাদি। ২০১৪ সালে Cookie Run, Bubble!, and Dragon Flight কোম্পানীটি ১৪৩ মিলিয়ন ডলারের একটা লাভ করে। এবং এটার লাভ করার হার দিনি দিন বেড়েই চলেছে।

  1. King

এই ক্যান্ডি ক্রাশ লিজেন্ডটি একটু ঝিমিয়ে পড়েছিল, কিন্তু এখনও এটা বেশ টাকা ইনকাম করে যাচ্ছে। King ২০১৩ সালে ১.৯ বিলিয়ন ডলার ইনকাম করে কিন্তু স্টক মার্কেটে এর তেমন একটা ভাগ্য নেই।

অ্যাপ স্টোরে প্রধান্য বজায় রাখার জন্য King এখন নতুন নতুন সব অ্যাপ নিয়ে এসেছে যেমন including Pet Rescue Saga এবং Farm Heroes Saga। কিন্তু এই গেমসগুলো ক্যান্ডি ক্রাশ এরই থিমের উপর ভিত্তি করে তৈরী করা জাস্ট অন্য নামে।

  1. Supercell

ক্লাশ অফ ক্লান এর নামটা বর্তমানে শুনেননি এমন পাবলিক মনে হয় খুবই কম আছে। এটা Supercell এর একটা গেম। এই ক্ম্পোনীটি ২০১৩ সালে ৮৯২ ডলারের একটা লাভ করে। ক্লাস অফ ক্লানের পাশাপাশি Supercell Boom Beach এবং Hay Day এর মত গেম ও তৈরী করেছে। আর এই গেমগুলো Supercell কে টপ ১৫ টি অ্যাপ ডেভলপমেন্ট কোম্পানীর ভেতর নিয়ে এসেছে। এই তিনটা গেমসই মুলত একটা ভার্চুয়াল ওর্য়াল্ড বেসড গেম।

  1. GungHo Online

এটা একটা জাপানী অ্যাপ ডেভলপমেন্ট কোম্পানী। এটা প্রচুর পরিমাণে অত্যান্ত লাভজনক অ্যাপস তৈরী করেছে। এর বিখ্যাত কিছু অ্যাপ হল Divine Gate, Dokuro, Freak Tower, Puzzle & Dragons, এবং Summons Board।

এই GungHo Online প্রায় ১ বিলিয়ন ডলার ইনকাম করেছে শুধু পাজল এবং ড্রাগনস অ্যালোন এর মাধ্যমে। এই দুটি গেমস ইউজারকে একই কালারের বিভিন্ন বৃত্ত মিল করার জন্য চ্যালেঞ্জ করে। এটা শেষ বছর অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ৬৫০ বিলিয়ন এবং গুগল প্লে থেকে ৭৭৫ বিলিয়ন ডলার ইনকাম করে।

এই ছিল আজকের মত। আবার পরের টিউনের দেখা হবে আপনাদের সাথে। আর আপনাদের মতামত প্রকাশের জন্য অবশ্যই টিউমেন্ট করবেন এবং টিউনে কোন সমস্যা মনে হলে সেটাও জানাবেন।

Level 2

আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice Tune.thanks 🙂

অনেক আগে সেগার গেম খেলতাম