আপনার টেক দক্ষতা বাড়াতে ৯ টি সম্পূর্ণ ফ্রী অনলাইন কোর্স Free Online Course! যা না জানলে আপানার প্রযুক্তি জীবনটাই বৃথা!

আমরা বর্তমানে এমন একটা যুগে বসবাস করি যেখানে আসলে চাইলে অনেক কিছুই পাওয়া যায়। আপনাকে শুধুই ইনফরমেশন সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে। একসময় ছিল যখন বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলো ছিল উচ্চশিক্ষার একমাত্র মাধ্যম এবং যারা এই বিষয়ে আগ্রহী থাকত এবং যাদের সামর্থ থাকত তারাই এই সব স্থানে পড়ালেখা করতে পারত।

কিন্তু এখন অনলাইন শিক্ষাপদ্ধতির মাধ্যমে কে কতটা শিখতে পারবে সেটার উপর একটা জন্য আর কোন স্থানে গিয়ে কোন কিছু শিখতে হয় না। এজন্য অনেক অনলাইন টিচারই রয়েছে আপনার।

এজন্য ইন্টারনেট এ অনলাইন শিক্ষাদানকারী ওয়েবসাইটগুলোকে ধন্যবাদ দিতেই হয় যে তারা সব ধরনের মানুষের জন্য টেকনোলজিসহ সব বিষয়ের শিক্ষাকে একেবারেই উুন্মুক্ত করে দিয়েছে।

আপনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে মেইন বাধা হয়ে থাকে যদি অর্থ তাহলে আমি আজ আপনাদের জন্য একটা খুবই ভাল সংবাদ নিয়ে হাজির হয়েছি। এমন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার টেকনোলজি নলেজ ডেভলোপ করার জন্য আপনাকে সম্পূর্ণ ফ্রী বিভিন্ন কোর্স করাবে যেটা হয়ত কোন ডিগ্রী বা সার্টিফিকেট না, কিন্তু এই সব কোর্স কমপ্লিট করলে আপনি ওইসব ডিগ্রীধারীদের সাথে কম্পিটিশনে কোন অংশে পিছিয়ে থাকবেন না।

অবশ্য এমন কিছু সাইট ও রয়েছে যেটা আপনাকে তাদের কোর্স কমপ্লিট করার জন্য সার্টিফিকেট বা ক্রেডিট দিবে বিনামূল্যে। এইসব সাইট হল সেইসব আগ্রহী মানুষের জন্য যারা টেকনোলজি সম্পর্কে জানতে চায় অথবা আরও নতুন নতুন জিনিস তাদের মাথার মধ্যে ঢুকাতে চায়।

১. টেকটিউনস Techtunes প্রযুক্তির বিশ্ববিদ্যালয়

প্রথমেই আসি বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে বড় বাংলা প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস Techtunes এর উন্মুক্ত শিক্ষার কথায়। অনলাইনে প্রযুক্তি শিক্ষায় বাংলা ভাষায় সবচেয়ে সমৃদ্ধ আর সর্ববৃহৎ শিক্ষাস্থান হলো টেকটিউনস Techtunes।  সবচেয়ে মজার ব্যাপর হলো টেকটিউনস Techtunes এর টিউনারই একই সাথে শিক্ষক আর শিক্ষার্থী। মেধাবি টিউনাররা তাদের জ্ঞান বিতরণ করেন আবার তারা অন্য টিউনার এর টিউন থেকে জ্ঞান আহরোণ করেন। প্রযুক্তি শিক্ষার এর অভিনব আর ইন্টারএকটিভ সৌশল মাধ্যম হলো টেকটিউনস। টেকটিউনস Techtunes এর মত একটা সৌশল নেটওয়ার্ক থাকতে আপনি কেন আপনার টেকনোলোজিক্যাল জ্ঞান নিয়ে ভাবনা চিন্তা করবেন?

যেখানে বাংলাদেশে টেকটিউনসের Techtunes মত একটা সৌশল নেটওয়ার্ক রয়েছে সেখান থেকে আপনি নিজে ইচ্ছা করলেই সবকিছু শিখে নিতে পারছেন। এর জন্য আপনার কোন টাকা পয়সা খরচ করার কোন দরকার নেই বা কোন স্থানে যাবার দরকার নেই। বর্তমানে বাংলাদেশে টেকটিউনসই হচ্ছে সবথেকে বড় শিক্ষার একটা মাধ্যম যেখানে আপনি সব ধরনের শিক্ষা গ্রহণ করতে পারবেন।

 

আর টেকটিউনসের চেইন টিউন ও টিন্টারভিউ গুলো এতই উপকারী যে এটা আপনাকে একই সাথে কোন কিছু শেখাবে এবং কর্মমুখী করে তুলবে। আর আপনার অনু্প্রেরণা বাড়ানোর জন্য তো টেকটিউনস টিন্টারভিউ রয়েছেই। টেকটিউনস থেকে প্রায়ই পুর্নাঙ্গ চেইন কোর্স এর আয়োজন করা হয়। এবং এসব পুর্নাঙ্গ চেইন কোর্স সম্পন্নকারিকে সার্টিফিকেটও প্রদান করা হয়।

দেশের বিখ্যাত ও সব সফল ব্যক্তিদের সাথে বিভিন্ন টিন্টারভিউ নিয়ে আপনি নিজের মত করে অনুপ্রেরণা পেতে পারেন। কিভাবে টেকটিউনস হতে পারে আপনার প্রযুক্তির বিশ্ববিদ্যালয়? জানতে দেখুন টেকটিউনস এর টিউনার তপুর টিউনটি => টেকটিউনস – ডিজিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনি এডমিশন নিয়েছেন তো?

এবার আসুন জানি অনলাইনে আরও কিছু উন্মুক্ত শিক্ষার কথা।

২. Introduction to Linux কোর্স

লিনাক্স হল এমন একটা জিনিস যেটা অনেকেই অনেক কারণে শিখতে চান। অনেকে ভাল কোডার হবার জন্য, অনেকে হ্যাকার বা্ ওই জাতীয় কাজ করার জন্য, অনেকে জাস্ট শখের বশে। কিন্তু আপনি এমন একটা কন্ডিশনে দাড়িয়ে আছেন যে এটা শেখার জন্য আপনার এক্সট্রা পয়সা খরচ করার কোন উপায় নেই। কোন সমস্যা নেই। এই কোর্সটা আপনাকে edX এর মাধ্যমে লিনাক্স শেখােব যেটা হয়ত আপনি এক্সাক্টলি চাইছিলেন।

লিনাক্স ফাউন্ডেশন eDX এর সাথে পার্টনারশীপ করে Introduction to the Linux নামের একটা কোর্স আপনাকে অফার করছে যেটা লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেস, কমান্ড লাইন এবং সেই সাথে লিনাক্সের বিভিন্ন মেজর ডিস্ট্রিবিউশন সম্পর্কে ভালভাবে শেখাবে। এই কোর্সটি আপনাকে ধাপে ধাপে লিনাক্সে কাজ করার জন্য অভিজ্ঞ করে তুলবে এবং সেই সাথে প্রাসঙ্গিক অনেক বিষয়্ও কভার করবে।

এই কোর্সের ডিজাইনাররা ধারণা করেছেন যে মোট ৪০-৬০ ঘন্টা টাইমেই এই কোর্সটা ভালভাবে কমপ্লিট করা সম্ভব। এই কোর্সের সব ছাত্রদের কোর্সের সবকিছু একসেস করার অধিকার আছে এবং কোন টাকা ছাড়াই। আপনি এই কোর্সের বিভিন্ন যন্ত্রপাতি, টেষ্ট, এসাইনমেন্ট এবং বিভিন্ন একটিভিটি একসেস করতে পারবেন। যারা এইসব কাজের মাধ্যমে এই কোর্সটা কমপ্লিট করবে তাদের জন্য একটা সার্টিফিকেটও দেওয়া হবে।

৩. Google Analytics Academy

যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে ওয়েব বিল্ট হচ্ছে এবং অনলাইন শপিং এবং সোস্যাল মার্কেটিং বৃদ্ধি পাচ্ছে তাই অরগানিক সার্চ ট্রাফিক পরপর আকাশ ছোয়ার কাছাকাছি চলে গেছে। আপনার একটা ওয়েব সাইট থাকলে এটার এনালাইটিকস বুঝতে পারলে এটা আপনাকে ওয়েবসাইট সম্পর্কে আরও ভাল ডাটা- বেসড ডিসিশন নিতে সহায়তা করে এবং আপনার সাইটের কাষ্টমারের এক্সপেরিয়েন্সও অনেক ভাল হয়।

এবং Googleএটা খুবই ভালভাবে জানে আর তাই এটা আপনার জন্য, Google Analytics নামের একটা প্রোডাক্ট ইউজ করার সুযোগ করে দিচ্ছে। তাই, গুগলের বিভিন্ন অনলাইন লার্নিং সেসন্টার আপনাকে বিভিন্ন কোর্স অফার করছে আপনার ওয়েবসাইটের সর্বোচ্চ ইউটিলাইজেশনের জন্য। এটা করে ফেলতে পারেন।

৪. Building Mobile Experiences

আরেকটা edX এর কোর্স যেটা MIT অফার করছে সেটা হল Building Mobile Experiences কোর্স। এটা মুলত আপনাকে মোবাইল অ্যাপস তৈরীর বেসিক সম্পর্কে শেখাবে। বর্তমানে যেকোন মোবাইল অ্যাপ ওয়েব এর সাথে যুক্ত থাকে। তাই, শুধু অ্যাপ ডেভলপ করলেই হবে না, এটার বিভিন্ন মেক্যানিজম ও আপনাকে জানতে হবে। অ্যাপ ডিজাইনের জন্য বিভিন্ন স্কিল ও ডিজাইনিং এক্সপেরিয়েন্সও দরকার।

MIT ২০০৬ সাল থেকে মোবাইল অ্যাপ ডেভলপমেন্টের উপর একটা কোর্স চালিয়ে যাচ্ছে। এটার প্রাথমিক লক্ষ্য হল মোবাইল অ্যাপ ইউজারের বিহ্যাবিয়র বোঝা এবং এবং এইগুলো অ্যাপের ডিজাইনে ইমপ্লিমেন্ট করা। এই কোর্সটার সময়কাল হল ১২ সপ্তাহ। এই কোর্সটিতে যেহেতু কিছু কোডিং এর দরকার হয় তাই এই কোর্সটার মাধ্যমে আপনি আসলে মোবাইল ডেভলপমেন্ট কী সেটা ভালভাবেই জানতে পারবেন কোডিং এর দিক থেকে এবং ডিজাইনের দিক থেকেও।

এই কোর্সের ছাত্ররা টাকা দিয়ে ভেরিফাইড সার্টিফিকেটও নিতে পারে আবার ফ্রী অনার কোড সার্র্টিফিকেটও নিতে পারে।

৫. Microsoft Virtual Academy

Microsoft Virtual Academy মূলত যে বিষয়ে কোর্স প্রোভাইড করে সেটা হয়ত আপনারা বুঝতেই পারছেন্, এটা মূলত মাইক্রোসফট প্রোডাক্টের উপর বিভিন্ন কোর্স প্রোভাইড করে থাকে। Microsoft Virtual Academy গেম থেকে ক্লাউড, অ্যাপ ডেভলপমেন্ট এবং আরও অনেক বিষয়ে বিভিন্ন কোর্স করিয়ে থাকে।

এই কোর্সগুলোতে কোন খরচ নেই কিন্তু আপনাকে অবশ্যই একটা মাইক্রোসফট একাউন্ট থাকতে হবে এবং একটা MVA প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আপনি লগ ইন করার পর এসব কোর্সের বিভিন্ন রিসোর্সে একসেস করতে পারবেন এবং লাইভ বিভিন্ন ইভেন্ট দেখতেও পারবেন।

৬. Udacity

Udacity মূলত এদের কাজ শুরু করে যখন থেকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এদের ফ্রী কম্পিউটার কোর্সগুলো অফার করতে শুরু করে। এটা ঘটে ২০১১ সালে। ২০১৪ সালের এপ্রিল মাসেএটার ইউজার সংখ্যা দাড়ায় ১.৬ মিলিয়ন। এটা মূলত HTML, Python, ডাটা সাইন্স এবং আরও অনেক বিষয়ে বিভিন্ন ফ্রী কোর্স অফার করে।

গুগল খুব রিসেন্টলি Udacity এর সাতে একটা পার্টনারশীপ প্রোগ্রাম করেছে যেটার মেইন লক্ষ্য হল অ্যান্ড্রয়েড ডেভলপমেন্টকে সকল জনসাধারণের আয়ত্ত্বে নিয়ে আসা। এই কোর্সে যারা যোগ দিবে তারা ফ্রী বিভিন্ন কোর্সের ভিডিও, কোর্স ম্যাটেরিয়াল এবং প্রোজেক্ট ইনস্ট্রাকশন সম্পর্কে জানতে পারবেন।

৭. Alison

Alison মূলত তাদের ইউজারদের সবধরণের অনলাইন টেকনিক্যাল ও কম্পিউটার কোর্স অফার করে থাকে। এটার কোর্সের ভেতর অনলাইন বিসনেজ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সি প্রোগ্রামিং, এ্যডোবি সবকিছুই রয়েছে। তাদের অন্যতম একটা বিখ্যাত কোর্স হল ABC IT - Computer Training Suite যেটা তাদের লার্নারদের কম্পিউটারের বেসিকটা খুব্‌ ভালভাবে শেখায়।

এটা এখন পর্যন্ত প্রায় ৬০০ এর ও বেশী অনলাইন কোর্স প্রোভাইড করে এবং এদের ইউজার সংখ্যা হল ৩ মিলিয়ন এরও বেশী। এদের ১০৬ টি টেকনোলোজি কোর্স রয়েছে তাদের Digital Literacy and Skills section. এ।

৮. Design and Development of Educational Technology

Massachusetts Institute of Technology একটা কোর্স অফর করে যেটা হল Design and Development of Educational Technology। এই সার্ভিসটি বিভিন্ন ইন্টারএকটিভ অনলাইন কোর্স প্রোভাইড করে যেগুলো বিশ্বের বেশ হোমড়া চোমড়া কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এই কোর্সগুলো ৬ সপ্তাহের হয়ে তাকেএবং প্রতি সপ্তাহে ৪-৬ ঘন্টা করে ক্লাস করা লাগে। এই কোর্সটি এডুকেশনাল টেকনোলজির ইভোলিউশন এটা কীভাবে সার্বজনীনভাবে ইউজ করা যেতে পারে সেই বিষয়ে আলোকপাত করে।

Harvard's CS50 Computer Science

হার্ভাড introduction to computer science এর উপর একটা কোর্স অফার করে যেটাতে মূলত কম্পিউটারের বেসিক এর সাথে সি প্রোগ্রামিং এর সাথে HTML, CSS, JavaScript এবং SQL টা বেশ ভালভাবে শেখানো হয়।

এটা একটা চরম এবং খুবই ভাল প্রী একটা উপায় যারা মূলত কোড শিখতে চায়। আপনি চাইলে একটা ফি দিয়ে হার্ভাড এর একটা সার্টিফিকেট নিত পারেন। আপনি কোর্সগুলো ফ্রী ও করতে পারেন। যারা ফ্রী কোর্স করতে চান তাদের ক্ষেত্রে একটা লেভেলে পার করতে পারলে তাদেরকে একটা অনার কোড সার্টিফিকেট প্রদান করা হয়।

অবশেষে যে কথাটা বলব সেটা হল, এখন আর স্কুল কলেজ বা কোন প্রতিষ্ঠানে গিয়ে বা টাকা দিয়ে কোন কিছু শেখার আগে আপনি অনলাইন কোর্স গুলো চেষ্টা করে দেখতে পারেন। এখন আপনার সামনে এতগুলো রিসোর্স রয়েছে। এগুলো বাদেও গুগলে সার্চিং করলে আরও অনেক কোর্স পেয়ে যাবেন। তাই, শেখা শুরু করুন আজ থেকেই।

এই সম্পর্কে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন। টিউমেন্ট করতে কোন সংকোচ করবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে।

Level 2

আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wonderful

ধন্যবাদ অনেকের কাজে লাহতে পারে

Thankyou , again wants more helpful post by you.

ওয়েব ডিজাইন কি? কেন শিখবেন? কি কি শিখবেন? কিভাবে কাজ করবেন?
বিস্তারিত দেখুন…..
https://bit.ly/2FygM7o

খুব ভালো একটা উপকারী টিউন ছিল। ধন্যবাদ ভাই।

খুব ভালো একটা উপকারী টিউন ছিল। আন্তরিক ধন্যবাদ নিবেন ভাই।