মানুষের জিবন সম্পর্কে কিছু কথা

মানব বিবর্তন বা মানুষের উৎপত্তি বলতে বিবর্তন এর মাধ্যমে অন্যান্য হোমিনিড এবং বনমানুষ থেকে একটি আলাদা প্রজাতি হিসেবে হোমো স্যাপিয়েন্স-দের উদ্ভবকে বোঝায়।
এই বিষয়টি নিয়ে অধ্যয়ন করতে হলে বিজ্ঞানের অনেক শাখার সাহায্য নিতে হয়, যেমন ;নৃবিজ্ঞান,প্রাইমেটবি বিজ্ঞান, জীবশ্নবিজ্ঞান, প্রত্নতত্ব, ভাষাতত্ব এবং জিনতত্ব।
“মানুষ” বা “হিউম্যান” শব্দটি দ্বারা এখানে প্রকৃতপক্ষে কেবল হোমোগণ এ অন্তর্ভুক্ত প্রাণীদেরকে বোঝানো হচ্ছে, যদিও মানব বিবর্তন গবেষণা করতে গিয়ে অস্ট্রালোপিথেকাস গণ এর অনেক প্রজাতি নিয়ে অধ্যয়ন করতে হয়- স্বভাবত সেগুলোর আলোচনাও এই বিষযের অধীনেই হয়। আনুমানিক ২৩ লক্ষ থেকে ২৪ লক্ষ বছর পূর্বে আফ্রিকাতে হোমো গণটি অস্ট্রালোপিথেকাস গণ থেকে পৃথক হয়ে গিয়েছিল হোমো গণে অনেক প্রজাতিরই উদ্ভব ঘটেছিল যদিও একমাত্র মানুষ ছাড়া তাদের সবাই বিলুপ্ত হয়ে গেছে। এ ধরণের বিলুপ্ত মানব প্রজাতিগুলোর মধ্যে রয়েছে হোমো ইরেক্টাস যারা এশিয়ায় বাস করতো এবং হোমো নিয়ানডার্থালেনসিস যারা ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুুুড়ে ছড়িয়ে ছিল। আরকায়িক হোমো স্যাপিয়েন্স-দের উদ্ভব ঘটেছিল আনুমানিক ৪০০,০০০ থেকে ২৫০,০০০ পূর্বের সময়কালের মধ্যে। আরকায়িক বলতে হোমো স্যাপিয়েন্স দের প্রাচীনতম সদস্যদের বোঝানো হয় যারা প্রজাতি গত দিক দিয়ে এক হলেও আধুনিক মানুষের চেয়ে কিছু ক্ষেত্রে পৃথক ছিল।
দেহের অভ্যন্তরীন গঠনের দিক থেকে সম্পূর্ণ আধুনিক মানুষের উদ্ভব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য অনুকল্প হচ্ছে “আউট অফ আফ্রিকা” অনুকল্প যার সারকথা হচ্ছে আমরা আফ্রিকাতে উদ্ভৃত হওয়ার পর আনুমানিক ৫০-১০০,০০০ বছর পূর্বে বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছি। আমাদে বিশ্বব্যাপী বিস্তৃতির সময়টাতেই এশিয়া থেকে হোমো ইরেক্টাস এবং ইউরোপ থেকে নিয়ানডার্থালরা বিলুপ্ত হয়ে গেছে।
এ বিষয়ে আরেকটি ভিন্ন অনুকল্প হচ্ছে, আনুমানিক ২৫ লক্ষ বছর পূর্বে হোমো ইরেক্টাসরা আফ্রিকা থেকে ছড়িয়ে পড়েছিল, এদের উত্তরপুরুষ হিসেবে পৃথিবীর বিভিন্ন স্থানে পৃথক ভাবেই আমাদের উৎপত্তি ঘটেছে, তবে সেই ভৌগলিকভাবে পৃথক সেসব হোমো-দের মধ্যে অন্ত:প্রজনন সম্ভব ছিল। প্রতিনিয়তই মানব বিবর্তন সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারছি আমরা।

Level 0

আমি কৌশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বানর থেকে মানুষের উৎপত্তি ।।।— (হা হা হা হু হু হু)

ভন্ড বিজ্ঞানরা কয় বোতল খাইয়া এই রকম কথা উদ্ভাবন করেছে ঐ মাতালরাই ভাল জানে। ভাই, আপনি যে শিরোনাম দিলেন তাহার প্রমাণ দিলেন না।

    শিরোনামটি পাল্টানোর জন্য ধন্যবাদ

    একজন বলেছে সে আলোর চেয়ে ও বহুগুন বেশী বেগে পুরা জগত ঘুরে এসেছে কয়েক সেকেন্ডের মধ্যে(মেরা*)। আমার জানতে ইচ্ছে করে সে কয় বোতল খেয়ে এই বানোয়াট কথা বলেছিল?

Level 0

allah valo janen…….

আপনি একটু ভালো করে পড়াশুনা করুন। আপনার কথায় মনে হচ্ছে আপনি গত ৬০/৭০ বছর বিজ্ঞানের যে অগ্রগতি হয়েছে, তার কোনো খবর জানেন না। অর্থাৎ মানুষ হিসেবে আপনি ৬০/৭০ বছর পিছিয়ে। মলিকিউলার বায়োলজি, ডি.এন.এ আবিষ্কার ইত্যাদি ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা জানুন। কিছু মনে করবেন না, ভাই।

ধন্যবাদ।

হা.হা…..টিউনটি পড়ে না হেসে এসে পারল না…………….যদি বানর থেকে মানুষ হয় তবে এখনকার বানর গুলো কেন মানুষ হয় না………………………………???:)

    ha ha ha ha…. apnar gadhami dekhe gadha o lojja pabe. manus jodi computer abiskar korte pare tobe apni keno parenna type’r logic..

    ak fota jol theke manusher jibon shuru hoy. aita onek boro scientist’r katha tai na.?

    Level 0

    @Lillte Boy :: ডারউইন বিবর্তনবাদে বলছে যে, কিছু জলজ প্রানীর নাকি ইচ্ছা হলো যে তারা সাতার না কেটে মাটিতে হাটবে আর এই ইচ্ছার কারনেই নাকি তাদের পা গজালো, এরপর নাকি কুমির টাইপ-এর কিছু প্রনী হলো যারা মাটি-পানি দুই খানেই চলতেপারে, এরপর অনেকদিনের পরে কিছু প্রানী ডাঙ্গায় একেবারেই থেকে গেলো ধরেন বাঘ, গরু। এরপর সেই ডাঙ্গায় কিছু প্রানীর উড়তে ইচ্ছা হলে নাকি পাথি হলো—– এইটাই হলো সংক্ষেপে বিবর্তনবাদ। আচ্ছা ভাই আমার তো ছোট বেলা থেকেই উড়ার খুবই ইচ্ছা তো আমার কেন পাংখা হয়না, ওদের যদি হয় ডারউইন এর মতে।

ইচ্ছা হওয়া এক কথা আর প্রাকটিস অন্য কথা। কোনো প্রাণীকুল বিশেষ কোনো শারিরীক পরিবর্তনের জন্য যদি চেষ্টা করে তাহলে ৬০০০/৭০০০ বছর পর ঔ গোষ্টীর মধ্যে পরিবর্তন হতে বাধ্য।

    Level 0

    হ আপনাকে কইছে। আবোলতাবোল বলেন কেন?? যুক্তি দিতে না পাইরা ৬০০০/৭০০০ এমন সময়ের কথা কইলেন যেটা আসলে আমার পোলার———————————————- পোলাও দেখতে পাবে কিনা সন্দেহ

    vai tomar jonno science asseni. jaw tumi namaj/kalam poro r ibadot bondegi koro. akhane aicho ken? janona quran holo pura life? oikhane sob ache internet theke suru kore mohabissho porjonto. sob kichur katha okhane bola ache.

    jaw jaw… aikhane ki felaite aicho?

    Level 0

    Little Boy :: chaita jaw keno ?? jukti na dite paira chaita jaiya qurran kalam niya awla-jhawla montobbo na kora-e valo.. koi din hoise tumi science poro…?? kothar vab-e mone hoi.. E=mc^2 tumi-e ber korso…. r ami aikhane aise keno seta tomak bolte hobe naki techtunes-a koidin dhore aso tumi ?? jaihok jei hok vodro vabe juktu diya kotha boilo naile tune/comment korar dorker nai…

ব্যাপক জ্ঞানসমৃদ্ধ টিউন……….