আপনি কি জানেন? টেকটিউনস২.০ সম্পর্কে আরো জানতে চাইলে পড়তে পারেন(আপডেটেড)।

আজকের টিউনটি স্বয়ং টেকটিউনস কে নিয়ে।

৪৯৫ নম্বর পেজে কেউ কি গেছেন এর আগে। না গেলে ঘুরে আসতে পারেন একবার।

  • - কেন কি আছে সেখানে?
  • - কিছুই নাই।
  • - মানে।
  • - মানে টেকটিউনস ২.০ এর শেষ পেজে কোন টিউন নাই।
  • - তাই নাকি?
  • - হ্যা তাই।

* আরো জানতে চান। তাহলে শুনুন টেকটিউনস এর সত্যিকারের শেষ পেজ ৪৪৬। অন্তত আমার দৃষ্টিতে কারণ এর আগের কোন পেজে কোন টিউন নাই।

* যদি তাই হয় তবে টেকটিউনস এর প্রথম টিউন ঐতিহ্যবাহী একুশে বই মেলায় আইসিটি প্রকাশনা। টিউন করেছেন দুরন্ত যেটা প্রকাশিত হয়েছিল "৫ ফেব্রুয়ারি, ২০০৮"। টিউনটির একমাত্র মন্তব্য করেছেন jawadul। তার করা ২১ টি টিউনের মধ্যে সবচেয়ে বেশি মন্তব্য তার শেষ টিউনে ৩৫ টি।
আপনার কাছে যদি এর আগের কোন টিউন থাকে তবে মন্তব্যের ঘরে দিতে পারেন।

টেকটিউনস এর প্রথম পোল(ভোট)ঃ কোনটি আপনার পছন্দের ব্রাউজার?(২১/০২/০৮)

টেকটিউনস এ প্রথম দিকের যা ছিলঃ সবচেয়ে জনপ্রিয়, পড়েছেন তো?, জনপ্রিয় ট্যাগ সমূহ, সাম্প্রতিক মন্তব্যসমূহ,

* আমার মতে টেকটিউনস এর সেরা ডায়ালগ

কয়েকদিন ধরেই টেকটিউনসকে ওয়ার্ডপ্রেস ২.৫ এ আপগ্রেড করার চিন্তা করছি। নতুন আমেজের এডমিন প্যানেল , সেই সাথে চমৎকার কিছু ফিচার দেবার চিন্তা ভাবনা করছি যেমন ফেসবুকটুইটার ইন্ট্রিগ্রেশান, নিজের ইচ্ছা মত ড্যাশ বোর্ড সহ আরও অনেক দারুন কিছু। কিন্তু কবে নাগাদ এটা হবে বলতে পারছি না

মেহেদী হাসান ভাইয়ের।(১২ জুন, ২০০৮)

তার প্রথম টিউনটি এখন নির্বাচিত। টিউনে আছে।

* আর  টেকটিউনস এর সর্বোচ্চ টিউনকারী  দুঃসাহসী টিনটিন। দুঃসাহসী টিনটিন এর প্রথম টিউন স্প্যাম মেইলের পোস্টমরটেম (২ মে, ২০০৮)

* মোট ৩২টি ক্যাটাঘরিতে টিউনের সংখ্যা ৯১৭৩টি হবার কথা থাকলেও আমার ধারণা অনুসারে টিউন আছে ১৮*৪৪৬=৮০২৮ এর কাছাকাছি হবার কথা। টেকটিউনসে মোট  ১৩০৪২ টি পোস্ট করা হলেও প্রকাশিত মাত্র ৮৪১০ টি। ড্রাফট এ আছে ৩৯১৪ টি, পেনডিং ৭১৫ টি, ট্রাশে আছে ৩০টি।

সত্যি বলতে টেকটিউনসে একসময় অনেক ক্যাটাঘরি দেয়া যেত একই টিউনে। যেমনঃশাকিল আরেফিন ভাইয়ের তৈরী করুন নিজের অনলাইন টি.ভি. চ্যানেল।

টেক্টিউনসের প্রথমে বিভাগ সংখ্যা ছিল ১১টিঃ কী কেন কীভাবে, খবর, টিপস এন্ড ট্রিকস, ডাউনলোড, নির্বাচিত, প্রতিবেদন, বাংলা কম্পিউটিং, বিভাগবিহীন, মোবাইলীয়, রিভিউ, সমগ্র।

নিচের নাম গুলো কে কে জানেন বলেন তো

আডমিন প্যানেল

  • মেহেদী হাসান আরিফ
    প্রতিষ্ঠাতা পরিচালক CEO & CTO
    [email protected]
  • মো. শাহজালাল
    সহ-প্রতিষ্ঠাতা/কমিউনিকেশন অফিসার/CCO
    cco
    @techtunes.io

মডারেশন প্যানেল

  • সোহান রাহাত (টিনটিন) চিফ মডারেটর [email protected]
  • হাসিবমডারেটর
  • রকিবুল হায়দারমডারেটর
  • শিমুলমডারেটর
  • ফাহিম রেজা বাধনমডারেটর

ম্যানেজার প্যানেল

  • সাবটাইটেল / বৈধ মামুন – Poll Manager
  • সাম্য – Event Manager
  • রনি পারভেজ – Tune Roundup Manager
  • শাকিল আরেফিন – Promotion Manager

* টেকটিউনসকে বলুন টেকটিউনসকে জানান বিভাগের প্রথম কমেন্ট মিরাজ ভাইয়ের

"আপনাদের সাইটটা ভালো লাগলো । চমৎকার শুরু । আশা করি সামনের দিনগুলিতে আরো সমৃদ্ধ হয়ে উঠবে টেকটিউন ।শুভেচ্ছা রইল।"

* আর কমেন্টটে সরাসরি প্রথম বিজ্ঞাপন দেন স্বাধীন ভাইঃ

"ভাল উদ্যোগ। প্রশংসা করছি। স্বাধীন http://bd71.blogspot.com"

তিনি এই কমেন্টটি করেছেন "৩০ এপ্রিল, ২০০৮ at 11:16 পুর্বাহ্ন" এ।

* আরো আছে টেকটিউনস এ মোট লিঙ্ক এর সংখ্যা ৮৭৯৭ টি।

* আমার জানা মোটে এই মূহুর্তে টেকটিউনস এর মোট টিউনার এর সংখ্যা ১৪৮১ জন। ভুল ও হতে পারে।

* আমার কাছে সবচেয়ে রহস্যময় আমি এখানে আতাউর রহমান ভাইয়ের কোন টিউন পাই নি। কেউ পেলে জানান।

* দেখি Alexa কি বলেঃ

Google Backlinks : ৩১৩০ টি
Yahoo Backlinks : ৬৪৯২ টি
Bing Backlinks : ৯৪২০ টি

* বাংলাদেশে ২৯ নম্বর

* সারা পৃথিবীতে ১২৯৯৯ নাম্বার

* সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেখানে রিভিউ এর সংখ্যা মাত্র মাত্র ৩৫ টি। (!)

আমি এই পোস্টটি যতটা না জানানোর উদ্দেশ্যে করেছি তার চেয়ে বেশি করেছি জানার জন্যে। তো আপনারা যে যা জানেন দয়া করে আমাকে জানাবেন।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা
ব্যাপক গবেষনা করছেন দেখি। 😛 😉

মাশাল্লাহ!

ভালো কাজ…..।

আপনি দেখি উইকিলিক্সের মত সব তথ্য ফাস করে দিয়েছেন… 😉

Level 0

ব্যাপক গবেষণা। আপনি দেখি উইকিলিক্সেকে ছাড়িয়ে যাবেন।
টেকটিউনস মনে হয় আর ঠকি হল না। রাত ১২টার পর পেজ লোডং হতেই থাকে,হতেই থাকে, হতেই থাকে,হতেই থাকে, হতেই থাকে,হতেই থাকে, হতেই থাকে,হতেই থাকে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

গবেষক মাখন ভাই বুঝতে পারছি অনেক কষ্ট করতে হয়েছে টিউনটি করার জন্য।
আর এই জন্যই আমরা টেকটিউন্সের অনেক অজানাকে জানতে পারলাম।
অসংখ্য ধন্যবাদ সুন্দর গবেষনা মুলক টিউনটির জন্য।
তবে কেন জানি মনে হচ্ছে টিউনটির বিভাগ টেক হিউমার না হয়ে অন্য কিছু হইতে পারত যেমন-প্রতিবেদন ইত্যাদি।

    গবেষণা করতে মজা লাগে আমার! আর টেকটিউনস তো আমার ভালবাসা……. হা হা হা

বাপরে! ফাটায়ে ফালাইছেন । 😀
এতকিছু জানা ছিলনা । জানানোর জন্য ধন্যবাদ ।

গবেশনাটা ভাল হয়েছে। ধন্যবাদ।
তবে আমার জানামতে “আনলিমিটেড মানে ৫ গিগা বাইট !!!”

    আরে ভাই আর বইলেন না। সে এক বিরাট কাহিনি। কেউ বলে ১৫, কেউ বলে ৮, আবার কেউ বলে প্রতিদিন সর্বোচচ ৪-৫ ঘন্টা ডাউনলোড করা যায়। আমি এখন এটা নিয়েই গবেষোনা করছি

বলেন কী দাদা এতসব ঘটনা ঘটেছে

আশা করি টেকটিউনস অনেক এগিয়ে যাবে। তবে সার্ভার যেন ডাউন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

    আরো কিছু যোগ করলাম। দেখতে পারেন।

পিছি তে বাংলা লেখা ঝোকা মেলা ঝামেলার., আমার এটা ভালো লাগে না. বাংলিশ টাই সহজ ও আরামের লাগে.
কিন্তু আমি সাক্ষী, এই সাইট না দেখলে আমার বিশাস ই হত না , কোনো বাংলা বেসড সাইট এতটা স্টেবল হতে পারে. তাও টেকনিকাল বেপার সেপার বাংলায় তুলে ধরা !
আমি নিজের কাছে অবাক হইসি.
আমার শত সহস্র সালাম তাদের প্রতি , যারা শুণ্য থেকে বৈঠা শক্ত করে ধরে রাখসিলেন., তখনও যখন আসেপাশে কেউ নেই.
আজকের এই এলেক্সা .আপনাদের অর্জন.

    আমার শত সহস্র সালাম তাদের প্রতি , যারা শুণ্য থেকে বৈঠা শক্ত করে ধরে রাখসিলেন., তখনও যখন আসেপাশে কেউ নেই.
    আসলেই। আমিও একমত আপনার সাথে।
    আজকের এই টেকটিউনস আমাদের অর্জন.

    Level 2

    সহমত পোষন করি।