হাই! আমি কোভিড-১৯

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

তাহসিন হামিম

হাই! আমি কোভিড-১৯!

কিন্তু আমার আরো অনেক নাম আছে! যেমন:-মহামারি! গজব!

কিন্তু এটা তো তোমাদের দেওয়া নাম! যদি বলি আমি তোমাদের প্রতিরুপ আমি তোমাদের শিক্ষা! তোমাদের  কর্মফল! তাহলে!

আমি তো অতি ক্ষুদ্র একটি সত্তা কিন্তু সৃষ্টিকর্তা আমায় ক্ষমতা দিয়েছেন অপরিসীম। আজ আমার জন্য হাজার হাজার মানুষ মরছে! আমার জন্য মা-সন্তান, বাবা সন্তান আলাদা হয়ে যাচ্ছে! আমার জন্য আজ মানুষ ঘরবন্দী,  পরাধীন। হয়তো বা আমি একদিন বিদায় নিবো। সবকিছু আবার হাসি হাসি ঠিক হয়ে যাবে।

দাড়ান!,

কোথাও একটা গোলমাল আছে। আমি চলে গেলে কি সত্যিই সব ঠিক হয়ে যাবে। আমার জন্য কি সত্যিই সারাবিশ্ব আতঙ্কিত।  নাকি এক শ্রেণির প্রাণী আতঙ্কিত যার নাম মানুষ। তোমাদের মধ্যে অনেক বৈষম্য,  ধর্ম, বর্ণ,  জাত, সাম্প্রদায়িক,  ক্ষমতা,  ধনী-গরিব। তাহলে আজ সেগুলো কোথায়? আজ কেন তোমাদের রাষ্ট্রে-রাষ্ট্রে যুদ্ধ নেই। হামলা নেই। আজ কেন এক হলে,  আজ কেন এক হয়ে আমার বিরুদ্ধে লড়াই করছো?

কারণ তোমরা বাচঁতে চাও! তাহলে,  আমি যখন ছিলাম না,  তখন কেন রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ করতে!, তখন কেন,  ধর্ম, বর্ণ,  জাত,  সাম্প্রদায়িক,  ক্ষমতা,  ধনী-গরিব নিয়ে  এত প্রতিযোগিতায় মক্ত ছিলে? তখন কেন এক হয়ে বাচতে চাওনি?

আজ আকাশে কালো দেখা যায় না। দেখা যায় নীল আকাশ। ওজোন স্তর ও যথেষ্ট সবল হয়েছে যেটা কিছুদিন আগেও হুমকির মুখে ছিলো।

আজ পশু-পাখি রাস্তায় নেমেছে হোমকোয়ারেন্টাইন নামক চিড়িয়াখানা দেখতে।

আজ আমার ধর্ষণে না জানি কত ধর্ষক নিধন হয়েছে। আমার আঘাতে না জানি কত খুনি অচিরেই খুন হয়েছে।

আজ প্রকৃত বন্ধু,  প্রকৃত মানুষ. প্রকৃত আতœীয় এ সবকিছু হিসেব বরাবর মিলে যাচ্ছে।

সবাই শোনো! আমার যেহেতু শুরু হয়েছে তেমনি আমার শেষ ও অনিবার্য।

আমি মহামারী। আমি না হয় একদিন না একদিন ঠিকই শেষ হয়ে যাবো। কিন্তু তোমরা মানুষরা যে নিজেরাই নিজেদের জন্য মহামারী। সেটা কবে শেষ হবে।

ঘরে থাকো,  সুস্থ থাকো। কিন্তু,

আমি যাওয়ার পরে তখন কিভাবে ভালো থাকবে সেটাও ভেবে রাখো। ধন্যবাদ।

 

লেখাটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন! Tahsin Hamim

Level 2

আমি গ্রিপ ইনসাইডার। , InfoTechBD Software Private Limited বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার লেখাটি পড়লাম, খুব সুন্দরভাবে সত্যিটা তুলে ধরেছেন। সত্যি করোনা হয়তো একদিন চলে যাবে, কিন্তু ও আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে, সবচেয়ে বড় কথা করোনা পৃথিবীকে অনেকটা দূষণ মুক্ত করেছে, যা প্রকৃতির প্রত্যেকটা জীবের কাছে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে আশীর্বাদ স্বরূপ।