Donate বাটন যুক্ত করুন আপনার ওয়েবসাইটে।

"আপনার বিবেককে একটু জাগিয়ে তুলুন" এই শিরোনামে আমার লেখাটি এতটা সাড়া ফেলবে তা আমি ভাবতে পারিনি।বাস্তব জীবলের এক ঘটনা আমাকে আজও তারা করছে।আমি সেইসব গরিব লোকদের কথা ভাবছি।ভাবতে ভাবতে একটা বুদ্ধি মাথায় চলে এল।আমাদের অনেকেরই এখন অনেক নাম করা ওয়েবসাইট রয়েছে।যারা টেকটিউনের সিনিয়র রয়েছেন তাদের ওয়েবসাইট এখন বনংলদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙ্গালিদের কাছে জনপ্রিয়।আমরা চাইলে আমাদের এসব ওয়েবসাইট দিয়ে আমাদের দেশের গরিব দুখিদের জন্য কিছু টাকা যোগার করতে পারি।এর জন্য প্রয়জন শুধু একটা paypal একাউন্ট।পে-পাল একাউন্টে লগইন করার পর Merchant services ট্যাব থেকে Donation বাটনে ক্লিক করে খুব সহজে তৈরি করে নিতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য Donate বাটন।

খুব সংক্ষেপে লেখলাম।আসলে টেকটিউন ২.০ তে টিউন করা অনেক জটিল লাগে।ঠিক করে লেখা যায় না।জানিনা আপনাদের কাছে কেমন লাগে।Donate বাটনের ব্যপারে মন্তব্য করুন।অথবা কোন সমস্যা মনে করলে মন্তব্য করুন।আপনাদের মন্তব্যর মাধ্যমে হয়তো কোন সমাধান বের হয়ে আসবে।

ধন্যবাদ সবাইকে।

[বিঃদ্রঃ এটা একটা সাময়িক পোস্ট]


Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্ট নেই … সুতরান ডোনেশন পাওয়ার আশাও ! 🙂

Level 2

কিন্তু এটা কাজ করবে কিভাবে?

Level 0

@সজিব
ভাই পে-পাল বাংলাদেশ সাপোর্ট করে না এ কথা ঠিক।কিন্তু বাংলাদেশে একবারেই টাকা পাঠানো সম্ভব না এই কথা আপনাকে কে বলছে?

Level 0

রাহাত ভাই, সম্পূর্ন ব্যতিক্রমি মন্তব্য করার জন্য দুঃখিত। আসলে এ বিষয়ে মন্তব্য করার লোভ সামলাতে পারছিনা………

ঘটনাটা বলি, sey sakil তার website এর visitor না পেয়ে এখন facebook এ প্রচারণা (নাকি প্রতারণা!) চালাচ্ছে। তার facebook id হল http://www.facebook.com/profile.php?id=100000117717799&suggestfriends= SRABONI ANONNA. এখানে দুটো কথা না বললেই নয়, facebook এ যেকেউ তার website এর এড দিতে পারে কিন্তু তাই বলে প্রতারণা! টেকটিউন্সের অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। সবাই এসব ডিজিটাল চোরদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন।

আসলেই এই sey sakil আমার সাইট, আমার সাইটের নাম এমনকি আমার নিজের নাম(!) কপি করে প্রচার করছে এখন ফেসবুকে! ফেসবুকে একই ছবি দিয়ে সে আফসানা আফরিন লামিয়া নামে আমার কাছেও রিকুয়েস্ট পাঠিয়েছে। ভাই তার আসল নামটা কি?

Level 0

রাহাত ভাই, চমৎকার আইডিয়া আপনার। তবে একটা বিষয় হলো আপনার সুস্পষ্ট লক্ষ্যটা এখানে জানালে ভালো হতো। অর্থাৎ দরিদ্র মানুষদেরকে কিভাবে সাহায্য করবেন, তাদেরকে সংগঠিত করার কোন লক্ষ্য আছে কি না ইত্যাদি।

আসলে সমাজের এ সকল পিছিয়ে পড়া দরিদ্র মানুষের কথা আজকাল কেউ ভাবেনা। এ রকম এক উদ্দীপনা নিয়ে আমরাও শুরু করেছিলাম। যার নাম স্বপ্নতারা- http://www.shopnotara.com/ . পত্রিকাও ছাপালাম। নানান ব্যস্ততায় এখন কার্যক্রম বন্ধ। বিস্তারিত জানতে পারবেন ওয়েব সাইট দেথে।

বর্তমানে আমি সিডিএস (ক্রিয়েটিভ ডাটা সল্যূশন) নামে একটি ফার্ম দিয়েছি। লক্ষ্য যুব সমাজকে আইটিতে উদ্বুদ্ধ করা। সেভাবেই এগুনোর চেষ্টা করছি। দোয়া করবেন।

কোন মন্তব্য থাকলে জানাবেন। ধন্যবাদ সকলকে।